Tech Post,
১
প্রথমে ছিলো jquery. এটা ব্যবহার না করা ছিলো অপরাধ, "নির্বুদ্ধিতা"। "লাইব্রেরি ব্যবহার না করে সে নিজে নিজে কোড করে।"
এর পর Rails টিম jquery কে বাদ দেয়। সংগে সংগে সবার কথা "jquery ব্যবহার করা নির্বুদ্ধিতা", "এগুলো নিজে নিজেই লিখা যায়", "এত বড় লাইব্রেরি ব্যবহার করে পেইজ স্লো করার মানে নেই।"
২
এখন Javascript client side data binding দরকার। নিজেই লিখা যায়। লিখলাম অল্প। এর পর খুজে দেখলাম কি আছে।
পেলাম,
প্রথমে ছিলো Angular.
এর পর "এত বড় ফ্রেইমওয়ার্ক দরকার নেই" দাবি করে আসে React.
এখন Light weight মনা পাবলিকরা ব্যবহার করে Vue.js
৩
এখনো বলা হচ্ছে এগুলো ব্যবহার না করা "নির্বুদ্ধিতা", "আপনার কোডে সবসময় bug থাকবে", "why reinvent the wheel?"
কিন্তু আমার কানে এসব পুরানো কথা।
Thinking what to do.