Facebook Posts - January 2016

1-Jan-2016 12:19 am


New Year's Firework of the Year.
This post had an attachment, which is now missing

1-Jan-2016 12:19 am

1-Jan-2016 5:40 am


Nero fiddles while Rome burns on.

সারা শহরের মানুষ একত্রিত হয়েছে বুরুজ খলিফার কাছে। প্রতি বছরের মত। নতুন বর্ষ উৎজাপন করার জন্য। কোটি কোটি টাকা খরচ করে আলোক বর্তিকার আয়োজন করা হয়েছে। এর মাঝে বেরসিকের মত, মধ্য রাতের ঠিক দুই ঘন্টা আগে, পাশের আরেক স্কাই স্ক্রেপারে আগুন।

বিশাল আগুন। কি আর করবে? উৎসবের তো আর বন্ধ করা যায় না।

উৎসবের আগুন আর গজবের আগুন পাশা পাশি জ্বললো। কিছু লোক এনজয় করলো আর কিছু লোক এই পাগলামী দেখে চলে গেলো।

http://abcnews.go.com/International/wireStory/fire-breaks-dubais-years-fireworks-display-36032198

    Comments:
  • এটা গভীর জ্ঞানগর্ভ স্টেটাস (সাধারন মানুষ এসব বুঝবে না)

1-Jan-2016 5:40 am

1-Jan-2016 10:52 am


থার্টিফাস্টের ফাতরামিগুলো করে সকালে বাজে একটা স্বপ্ন দেখলাম। মন্দিরে বসে আমি কোরআন তিলওয়াত করছি। "সেখানে বসে করলে অসুবিধা কি?" এই যুক্তিতে।

বুঝলাম, আমার মাঝে মন্দের সংমিশ্রন রয়ে গিয়েছে। বিধর্মিদের রীতি যেগুলো এখনো আচরনে রয়ে গিয়েছে সেগুলো অন্তর থেকে সরাতে হবে। তৌবাতুন নুসুহা। এর পর শয়তানের কোনো যুক্তি যেনো আমাকে ফিরিয়ে নিয়ে আসতে না পারে।

আল্লাহ তায়ালা যেন আমাকে সাহায্য করেন।

1-Jan-2016 10:52 am

1-Jan-2016 5:07 pm


আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তোমরা
  • ধারণা থেকে বেঁচে থাক। কারণ ধারণা হচ্ছে নিকৃষ্টতম মিথ্যা।
  • আঁড়ি পেতো না
  • গোপন দোষ অন্বেষণ করো না
  • স্বার্থের প্রতিযোগিতায় লিপ্ত হয়ো না
  • হিংসা করো না
  • বিদ্বেষ পোষণ করো না
  • সম্পর্কচ্ছেদ করো না
  • পরস্পর কথাবার্তা বন্ধ করো না
  • একে অপর থেকে মুখ ঘুরিয়ে নিও না
  • দাম-দস্ত্তরে প্রতারণা করো না এবং
  • নিজের ভাইয়ের ক্রয়-বিক্রয়ের মাঝে ক্রয়-বিক্রয়ের চেষ্টা করো না।

    হে আল্লাহর বান্দারা! আল্লাহ যেমন আদেশ করেছেন, সবাই তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও।

    সহীহ বুখারী, হাদীস : ৫১৪৩, ৬০৬৪, ৬০৬৫; সহীহ মুসলিম, হাদীস : ২৫৬৩/২৮, ২৯, ৩০ ও ২৫৬৪/৩২, ৩৩

    (collected)

      Comments:
    • অনেকে ট্রাই করেছিলো, চিকেন এন্ড এগ প্রবলেমে পড়ে যায়।

      আলিবাবাও এই সমস্যায় পড়েছিলো কিন্তু মালিক অনেক ধর্য্য ধরে অনেক বছর পর্যন্ত চালিয়ে গিয়েছে।

      দেশে যেগুলো ছিলো সেগুলো যখন আমি চেক করেছিলাম তখন application গুলো "stateless" ছিলো না। তাই buggy ছিলো।

    1-Jan-2016 5:07 pm

  • 2-Jan-2016 12:07 pm


    একটু মন খুলে ভুল করার সুযোগও এখানে নেই:

    "আজকাল আমাদের তথাকথিত প্র্যাকটিসিং মুসলিমদের সার্কেলে এক ধরণের কসমেটিক ইসলাম আমরা দেখতে পাই যেখানে একে অপরকে ব্রাদার সিস্টার ডাকতে ডাকতে আমরা অজ্ঞান। সম্পর্ক একটি কর্পোরেট অফিসের চেয়েও বেশি ফরমাল। দেখা হলে খুব সন্তর্পণে চলতে হয় কখন কী 'ইসলামিক' ভুল হয়ে যায় এবং মানুষ আমাকে জাজ করা শুরু করে। একটু মন খুলে ভুল করার সুযোগও এখানে নেই। সবাইকে দেখিয়ে চলতে হবে কী পার্ফেক্ট বুকিশ মুসলিম আমরা! এধরণের আচরণ সাস্টেইন করা অসম্ভব নিজেদের পক্ষেই। আর এধরণের ব্যক্তিত্বহরণকারী কসমেটিক কালচার সাধারণ মানুষকেও ইসলামের ব্যাপারে ভয় পাইয়ে দেয়।"

    - আসিফ সিবগাত।

      Comments:
    • এখনো সময় আছে আপনার বিখ্যাত হবার :-P
    • কোনো বিষয়ে আমার থেকে বেশি যে জানে সে ঐ বিষয়ে আমার কাছে স্কলার। এবং প্রচলিত ভাষায় যাদেরকে স্কলার বলা হয় তাদের মাঝে অন্তর্দন্ধ প্রচুর আছে। এটা যদি আমি জাজ করতে যাই "কে ঠিক" তবে একজন স্কলারের কাজ আমি করছি।
    • সে হিসাবে আপনিও হয়তো স্কালার না। আপনি কি বলছেন আসিফ ভাইয়ের কথাগুলো ভুল আর আপনার কথাগুলো ঠিক ধরতে? কারন আপনাদের দুজনের কথায় বিরোধিতা আছে।
    • Agree করি যে আপনার কাছে কথাগুলো ভুল মনে হচ্ছে।
      তবে আমার কাছে কথাগুলো ঠিক মনে হচ্ছে।
      আমরা দুজনের কেউই স্কলার না।

    2-Jan-2016 12:07 pm

    2-Jan-2016 3:05 pm


    "যখন তুমি দেখবে খালি পায়ের রাখালরা উচু বিল্ডিং তৈরিতে প্রতিযোগিতা করছে":

    Saudi Arabia officially got the green light to build the world's tallest building, the Jeddah Tower — aka the Kingdom Tower. It's expected to reach 3,280 feet, or 1 kilometer.

    But Iraq has plans to upstage the Saudis, as it wants to build and even taller tower called The Bride, which will eclipse the Jeddah Tower by 500 feet.
    _______
    "প্রতিযোগিতা" - মিলেছে Checked.

    2-Jan-2016 3:05 pm

    2-Jan-2016 6:59 pm


    "রাসুল সাঃ বলেছেন, যে ব্যক্তি ৪০ টি সকাল একনিষ্ঠভাবে আল্লাহ তায়ালাকে দিয়ে দেবে, আল্লাহ তায়ালা তার অন্তরকে জ্ঞান দ্বারা ভরে দেবেন। এত ভরে দেবেন যে, তা ঝর্না হয়ে তার মুখ দ্বারা বের হতে থাকবে। একদা মুফতী ফজলুল হক আমিনী (রহ) বলছিলেন, কোন ছাত্র যদি একাধারে চল্লিশ দিন তাহাজ্জুদ পড়ে, আমি তাকে বাইয়াত করব।"

    (Collected)

      Comments:
    • জয় বাংলা

    2-Jan-2016 6:59 pm

    2-Jan-2016 8:39 pm


    (আরবী প্রেকটিস করার জন্য অনুবাদ করা)

    হাফিজ আবু মুসা বিন বাশকুয়াল এবং আবুল গনী বিন সায়িদ বর্ননা করেছেন তাদের সনদ সহকারে যে

    আবি বকর বিন মুহাম্মদ বিন উমর বিন মুজাহিদ, উনি শিবলির সাথে দেখা হবার পর উনাকে মুআনেকা করলেন এবং দুই চোখের মাঝে চুমু খেলেন।

    আমি বললাম "হে আমার সংগী, আপনি যা করলেন আমি দেখলাম, অথচ বাগদাদের সবাই শিবলিকে পাগল হিসাবে দেখে?"

    উনি আমাকে বললেন, "আমি সেটাই করেছি যেটা রাসুলুল্লাহ ﷺ করেছেন। আমি রাসুলুল্লাহ ﷺ কে স্বপ্নে দেখেছি যে, শিবলী উনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলে, উনি ﷺ দাড়ালেন এবং শিবলির দুই চোখের মাঝে চুমু খেলেন।"

    জিজ্ঞাসা করলো, "আপনি শিবলীর সাথে এ রকম করলেন!"

    রাসুলুল্লাহ ﷺ জবাব দিলেন, "নামাজের পরে শিবলী পড়ে,
    লাকাদ জায়াকুম রাসুলুম মিন আনফুসিকুম
    আজিজুন আলাইহি মা আনিততুম
    হারিথুন আলাইকুম বিল মু'মিনিনা রাউফুর রাহিম।
    ফা ইন তাওয়াল্লাউ ফা কুল হাসবি আল্লাহু
    লা ইলাহা ইল্লা হুয়া
    ওয়া হুয়া রাব্বুল আরশিল আদিম। [সুরা তওবার শেষ দুই আয়াত]

    এব এর পর আমার উপর সালাত পাঠায়।"

    অন্য বর্ননায় আছে, "সে ফরজ নামাজ লাকাদ জায়াকুম রাসুলুম মিন... পড়া ছাড়া পড়ে না। এবং এর পর তিন বার বলেন
    সল্লাল্লাহু আলাইকা ইয়া সাইয়িদিনা মুহাম্মাদ।"

    এর পর শিবলি যখন আমার কামরায় ঢুকলো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, "তুমি নামাজে কি পড়?" উনি জবাব দিলেন ঐ রকম।

    #HabibTranslation

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    2-Jan-2016 8:39 pm

    2-Jan-2016 10:31 pm


    টাশকি খেলাম!!! মিলাদুন্নবীতে কেক কেটে "হেপি বার্থডে ইয়া রাসুল্লাহ" গান গাচ্ছে।

    আল্লাহ তায়ালা উনার উপর সালাম পাঠান।

    বিদায়াত হলো এরকম। যখনই এটাকে গ্রহনযোগ্য ধারনা করা হবে, তখনই এটা বাড়তে বাড়তে বাকি সব কিছুকে গ্রাস করে ফেলবে।

    এটা রাতা রাতি না হলেও, বছর বছর বাড়তে থাকবে।

    আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন। সময়টা ফিতনার।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • হয়রত আলী রা: ও মুয়াবিয়া রা এর মাঝের ইখতিলাফের সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নেই।

      কিন্তু ফরাজী আর আহলে হাদিসের বিতর্কের সাথে আমাদের ঈমান আমলের সম্পর্ক আছে।

      ফারাজী সাহেব আসার আগে আহলে হাদিস সবাই আমাকে কাফির বলতো কারন আল্লাহ তায়ালা কোথায় আছেন আর কোথায় নেই সেটা নিয়ে তাদের মতের সাথে আমি একমত নই বলে। এটা ঈমানের সাথে সম্পর্কিত হলো।

      ফারাজী সাহেব জবাব দেয়া আরম্ভ করার পর, এগুলো নিয়ে এখন কেউ কথা বাড়ায় না।

    2-Jan-2016 10:31 pm

    3-Jan-2016 1:43 pm


    তোমারা যারা মনে করতে স্বর্নের দাম শুধু বাড়বে, স্বর্ন কিনে রাখলে কোনো লস নেই --- স্বর্নের দাম ২০১১ তে যা ছিলো এখন তার অর্ধেকে নেমে এসেছে।

    তোমার যারা মনে করতে জায়গা-জমিতে কোনো লস নেই, জমির দাম শুধু বাড়বে ---ঢাকা শহরে জায়গার দাম গত কয়েক বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। তাও যদি বিক্রি হয়।

    তোমরা যারা মনে করতে শেয়ারের দামও শুধু বাড়বে --- তোমরা এখনো আছো? :-P

    3-Jan-2016 1:43 pm

    3-Jan-2016 2:10 pm


    গভীর জ্ঞানের কথা। মাত্র ৬০ বছর আগে ভারতকে ভেঙ্গে টুকরা করা হয়েছে। যদি দুই জার্মান একত্রিত হতে পারে, যদি দুই ভিয়েতনাম একত্রিত হতে পারে -- তবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ একত্রিত হতে পারবে না কেন?
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • সমস্যা হলো বাংলাদেশে স্বর্নের মার্কেট নেই। অলংকার যেগুলো আছে সেগুলো যে দামে কিনবেন তার অর্ধেকের কম দামে বিক্রি করতে হবে। তাও যদি টাকা দেয়। যদিও কেনার সময় হাবি জাবি অনেক কিছু বলে খাতির করবে।
    • বাংলাদেশে গোল্ড বারের বাজার আছে?

    3-Jan-2016 2:10 pm

    3-Jan-2016 4:44 pm


    কোনো রমজান মাসে উল্কা আঘাত হানবে। ৭০ হাজার লোক মারা যাবে। ঐ বছর জিলহজ্জ মাসে তৃতীয় বিশ্ব যুদ্ধ আরম্ভ হবে।

    এক হাদিসে আছে ঐ রমজানের আগে তোমার পরিবারের ১ বছরের খাবার কিনে রাখো।

    এটা শিগ্রই হচ্ছে না। হবে হয়তো '২৫ এর দিকে। কারন
    ১। ঐ রমজান ১ তারিখ শুক্রবার হতে হবে। এর আগে সম্ভবত এরকম রমজান নেই।
    ২। এর আগে মুসলিমদের জেরুজালেম জয় করতে হবে। '২২ নাগাদ যদি মুসলিমরা জেরুজালেম জয় করে তবে ধরে নিবো এটা হতে যাচ্ছে।
    ৩। এর আগের বছর এত বেশি ভুমিকম্প হবে যে বছরটার নাম হবে ভুমিকম্পের বছর।

    পরিবারের ১ বছরের খাবার মানে কয় মন চাল? সেটা হিসাব করছি :-P

      Comments:
    • তবে কারবারীরা দুই নম্বরি করে। বাহিরের দেশে এগুলো সাধারনতঃ ব্যংকে বিক্রি করে।

    3-Jan-2016 4:44 pm

    3-Jan-2016 5:19 pm


    ভারতের পাঞ্জাবে আজকের হামলার খবর পড়ে বুকটা একটু দুরুক করে উঠলো।

    এই দেশে গজওয়া লাগার আগের নিদর্শন হলো পাঞ্জাব বা কাশমির ভারতের হাতছাড়া হয়ে যাবে।

    দেরি আছে।

    ইন্টারেস্টিংলি সারা জীবন বলে এসেছি, "কবে হবে? কবে হবে?" এখন শুধু বলি "দেরি আছে, দেরি আছে।" :-P

      Comments:
    • আমার বাচ্চা হলো চার জন।

    3-Jan-2016 5:19 pm

    3-Jan-2016 6:31 pm


    যুদ্ধের ময়দানে এভাবে নামাজ পড়তে হয়। সারা জীবন মাসলার কিতাবে শুধু পড়ে এসেছি যে "এই নিয়মে" সালাতুল খওফ পড়বে। কিন্তু জীবনে কখনো দেখি নি।

    আজকে প্রথম আল্লাহ তায়ালা দেখালো! এর পর জীবনে চাওয়া পাওয়া কমে আসছে।

    এটা মালয়শিয়ান সেনাবাহিনী।

    // Malaysian Army Praying.

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • এর অর্ধেক হলেও করা যাবে ইনশাল্লাহ। কিন্তু গেঞ্জাম লাগলে ডিপেন্ডেন্ট চোখ বন্ধ করে ডাবল হয়ে যাবে। সেটাও হিসাবে রাখতে হবে।

    3-Jan-2016 6:31 pm

    3-Jan-2016 11:45 pm


    একটি গাধা আর শিয়ালের মাঝে তর্ক আরম্ভ হলো মটরশুটির রং নিয়ে।

    গাধা বলে, মটরশুটির রং হলুদ।

    শিয়াল বলে, মটরশুটির রং সবুজ।

    দুজনে গেলো বনের রাজার কাছে।

    সিংহ রাজ হুকুম দিলেন শিয়ালকে এক মাসের জেল দাও আর গাধাকে ছেড়ে দাও।

    শিয়াল প্রতিবাদ করে সিংহ রাজকে জিজ্ঞাসা করে, মটরশুটির রং সবুজ না?

    সিংহ বলে, হ্যা, ঠিক।

    শিয়াল বলে, আমর কথা ভুল না হলে আমাকে শাস্তি দিলেন কেন?

    সিংহ বলে, এটা ঠিক যে তোমার কথা ভুল ছিলো না। কিন্তু তোমার কাজ ভুল ছিলো। তুমি গাধার সাথে তর্কে গিয়েছো।

    (প্রেকটিস হিসাবে অনুবাদ করা) :-D

    #HabibTranslation

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    3-Jan-2016 11:45 pm

    4-Jan-2016 5:10 am


    6.7 - 6.8 মাত্রার। সিলেটের খবর নেয়া উচিৎ। সিলেট থেকে কাছে।
    http://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us10004b2n#general_summary
    _______
    প্রচন্ড ভুমিকম্প। ফার্নিচার কাপা আরম্ভ হয়ে গিয়েছিলো। আমার দেখা সবচেয়ে বড়।

    ঢাকার কাছে হয়েছে। পূর্ব দিকে ভারতের বর্ডারের ভিতরে। ৬.৭ মেগনিচিউড।

    শ্যলো ভুমিকম্প। মানে মাটির স্তরের উপেরর দিকে। অনেক কিছু ভেঙ্গে পড়ার কথা।

    খবরের জন্য অপেক্ষা করছি।
    ______
    "শীতের রাতে বিশাল ভূমিকম্পের পর শার্ট-প্যান্ট, জুতা-মোজা, কোট-ওভারকোট, মাফলার চাপিয়ে বাইরে এসে দেখেন, সবাই ঘুমের পোশাক বা কেবল পাজামা পরিহিত অবস্থায়। সবার বেসামাল অবস্থা দেখে উনি অবাক হবেন কি, উল্টো উনাকে দেখে সবাই চোখ কপালে তুলে বিষ্ময়ের সাথে হাসাহাসি করতে লাগল।"

    - ক্যলিফোর্নিয়ায় ওয়াহিদুজ্জামান স্যারের ছোট মামার প্রথম ভুমিকম্পের কাহিনী।

    4-Jan-2016 5:10 am

    4-Jan-2016 11:39 am


    "ভোর সকালে তাদের উপর নির্ধারিত আযাব আসলো"
    সুরা কামার - ৩৮

    লুত জাতীর কথা বলা হচ্ছে। যাদের মাটিকে উল্টে দেয়া হয়েছিলো ফজরের আজানের আগে।

    যেসময় এখানে হলো।

      Comments:
    • মানে বলছেন খবর বন্ধ হয়ে যাওয়া মানে খবর ভালো? :-P

    4-Jan-2016 11:39 am

    4-Jan-2016 12:51 pm


    ঘন ঘন হিন্দু মুসলিম দাঙ্গা ঠেকাতে বৃটিশরা ভারতকে "খন্ড" করেছিলো।

    আমার আশংকা, পূর্ব বাংলা আবার সেই রায়টের দিকে ফিরে যাচ্ছে।

    ছবিতে হিন্দুদের কমেন্ট দ্রস্টব্য।

    এটা ফ্লাসে আসার পর অনেক কমেন্ট মুছে দেয়া হয়েছে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    4-Jan-2016 12:51 pm

    4-Jan-2016 1:04 pm


    New year 2016:

    Last year ended with India expressing its interest in annexing Bangladesh.

    New year started with a large fire burning down a skyscraper just beside the largest firework show planned in Dubai.

    The first day started with Saudi Arabia beheading 50 people on a single day. And consequently cutting ties with Iran.

    And a large earthquake hitting Bangladesh on the third day with 9 dead till now.

    Should be an interesting year :-D

    4-Jan-2016 1:04 pm

    5-Jan-2016 6:18 pm


    রাসুলুল্লাহ ﷺ বলেছেন, মানুষের উপর জামানা আসবে, নিজের দ্বীনের উপর তখন সবর করা হবে যেন কব্জায় জ্বলন্ত কয়লা।

    ______
    নতুন শব্দ:جمر : জ্বলন্ত কয়লা। এটা ছাড়া "জামানা", "সবর", "দ্বীন", "কব্জা" এইগুলো বাংলা আরবী শব্দ প্রায় এক। নিচেরটা পড়লে বুঝতে পারবেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ৩০০ টাকা দামে ভালো টুপি। আপনি একটা অনলাইন স্টোর খুলেন। ইনভেস্টমেন্ট খুব কম। ফেসবুকে বিক্রি করবেন।

    5-Jan-2016 6:18 pm

    5-Jan-2016 6:43 pm


    এই উপমহাদেশে প্রচন্ড ভুমিকম্প হবে এবং লক্ষ লক্ষ লোক মারা যাবে। তবে এটা হবে গজওয়ার পর। যদি শাহ নিয়ামতুল্লাহর কথা ঠিক হয়। এটা হবে মুসলিমরা বিজয়ী হবার পর পরই।

    5-Jan-2016 6:43 pm

    5-Jan-2016 7:03 pm


    সময় চলে আসছে। তৈরি তো?
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • বেআইনি হলো।
    • ট্রেন্ডটা উপরের দিকে, দেখেন সময় মত কোথায় গিয়ে ঠেকে।

    5-Jan-2016 7:03 pm

    6-Jan-2016 12:23 pm


    তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ালে বাচ্চারা নস্ট হয়ে যাবে বিশ্বাস করে বাংলা মিডিয়ামে পড়াও।

    And that's only the beginning.

    6-Jan-2016 12:23 pm

    7-Jan-2016 11:28 am


    তাবরানীর হাদিস হিসাবে একজন এটা পোস্ট করলো। এটা এত বেশি আমাদের বর্তমান চাল চলনের সাথে মিলে যায় যে আরেকবার চেক করে দেখতে হবে সত্যি এটা ঐ বইয়ে আছে কিানা। Pending.

    ___ অনুবাদ ____
    রাসুলুল্লাহ ﷺ বলেছেন আমার উম্মতের উপর এমন জামানা আসবে, ইসলামের নাম ছাড়া কিছু বাকি থাকবে না, কোরআনের রসম ছাড়া কিছু থাকবে না, তাদের চিন্তা হবে তাদের পেট, তাদের কিবলা হবে তাদের মেয়েরা, তাদের দীন হবে তাদের দিরহাম, তাদের সুন্নাহ হবে বিদআহ, আর বিদআহ হবে তাদের সুন্নাহ, রমজান ছাড়া তারা আল্লাহর ইবাদত করবে না।

    যখন তারা এরকম করবে তখন আল্লাহ তায়ালা তাদের "সিনন" দিয়ে পরিক্ষা করবেন।

    জিজ্ঞাসা করলো, "সিনন" কি ইয়া রাসুলুল্লাহ?

    বললেন, ক্ষমতাসিনদের অবিচার, সম্পদের আধিক্য, এবং আল্লাহ তায়াল তাদের উপর মৌসুমের বৃস্টি বন্ধ করে দেবেন, এবং অসময়ে বৃস্টি নামাবেন।

    - তাবরানীর বর্ননা। Practice translation.

    ______
    "রমজান ছাড়া ইবাদত করবে না" এই কথাটা আরবীতে হাইলাইট করা আছে। যেটা এখন আমাদের দেশে হয়।

    #HabibTranslation

    7-Jan-2016 11:28 am

    7-Jan-2016 6:07 pm


    এই মাত্র খবর ইয়েমেনের ইরানি-এম্বাসিতে সৌদি আরব রকেট হামলা করেছে।

    এর আগে

  • শিয়া এক নেতাকে সৌদি কতল করেছে
  • ইরান রেগে ইরানের সৌদি এম্বাসিতে আগুন জ্বালিয়ে দিয়েছে।
  • সৌদি ইরানের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

    Ding, dong. বছরটা আরম্ভ হবার আগে বলেছিলাম এর পর যুদ্ধ লাগবে মিশরে।
    এক সপ্তাহের মাঝে সব বদলিযে গেলো। একন সৌদি-ইরান ওয়ার আরম্ভ হবার পথে।

    // তোমরা যারা করি-করবো বলে এখনো হজ্জ করতে পারনি।

    Watching.

      Comments:
    • চার ভাগের এক ভাগ করেও লোক কমে নি?
    • না বাসায়।

    7-Jan-2016 6:07 pm

  • 8-Jan-2016 3:30 pm


    তোমরা যারা "পাকিস্তান চইলা যাও" পার্টি:

    বাংলাদেশ কিছুদিন আগে পাকিস্তানের দুতাকে বহিস্কার করেছে। এবার পাকিস্তান বাংলাদেশের দূতকে বহিস্কার করলো। এটা আরো কিছু দূর cascade করলে কুটনৈতিক সম্পর্ক ছিন্নের পর্যায়ে যাবে। সৌদি আর ইরানের মত। এর পর আর পাকিস্তানের ভিসা পাওয়া যাবে না।

    এর আগে বাংলাদেশে PIA এর ফ্লাইটও বন্ধ হয়ে গিয়েছে।

    তোমরা যারা "পাকিস্তান চইলা যাও" পার্টি আছ। এটাই তোমাদের লাস্ট চান্স। :-P

      Comments:
    • Using Azure's free account?

    8-Jan-2016 3:30 pm

    8-Jan-2016 3:48 pm


    IS:

    "The exact charge against Ms al-Qasem was “inciting her son to leave the Islamic State and escaping together to the outside of Raqqa”, according to the Syrian Observatory of Human Rights."

    এর জন্য ছেলে তার মাকে apostasy এর অপরাধে প্রকাশে গুলি করে মৃত্যুদন্ড দিয়েছে।

    খবরটা সত্যি হলে আরেকটা পরিবর্তন আসছে। সামনে। হয়তো ইনশাল্লাহ।

    8-Jan-2016 3:48 pm

    8-Jan-2016 10:23 pm


    দেশে যে এত শিয়া আছে, এটা আমার ধারনাতেই ছিলো না।

    এরা কেউ বংশানুক্রমিক শিয়া না, কনভার্টেড শিয়া, me thinks.

    8-Jan-2016 10:23 pm

    9-Jan-2016 2:49 pm


    ফেসবুকের ইসলামিস্ট সেলিব্রিতিদের লম্বা লম্বা পোস্টগুলো না পড়েই লাইক দেই। :-P

    প্রথমতঃ এত লম্বা পোস্ট যেহেতু তাই পড়ার মত ধর্য্য নেই।
    দ্বিতীয়তঃ লাইকে দেই, কারন লাইক দিয়ে প্রমোট করলে অন্য কেউ যদি পড়ে উপকার পায়, এজন্য।
    তৃতীয়তঃ সেলিব্রিতি যেহেতু নিশ্চই ভালো লিখেছে, অন্যের উপকার পাবার সম্ভাবনা বেশি।
    চতুর্থতঃ নিজে এত লম্বা লিখা পড়তে চাইলে ইসলামি বই আছে বাসায় প্রচুর, সেগুলো পড়তাম।
    ______
    Feeling like: চিটিংবাজি করছি। :-P

    9-Jan-2016 2:49 pm

    9-Jan-2016 9:59 pm


    ফেসবুকের ট্রল পোস্টগুলো যখন আমাদের সাংবাদিকরা "নিউজ" হিসাবে তাদের পত্রিকায় ছাপায়।

    শুধু স্ক্রিন শট পোস্ট করতে হলো কারন আমাদের সম্পাদক বাবাজি ঘটনা বুঝতে পেরে নিউজটা সরিয়ে দেয়েছে।

      Comments:
    • প্রচুর পরিশ্রম করে সুন্দর করে টিউটরিয়ালগুলো করছেন বোঝা যাচ্ছে।

    9-Jan-2016 9:59 pm

    10-Jan-2016 2:14 pm


    উন্নতি করার জন্য শর্ত: আশে পাশের মানুষের উন্নতিতে খুশি হতে হবে। এবং আন্তরিক ভাবে।
    এটা হলো "হিংসার" সম্পুর্ন বিপরিত।

    ______
    সুখি হবার জন্য শর্ত: যা আছে, সেগুলো আল্লাহ তায়ালা দিয়েছেন বলে খুশি হয়ে যেতে হবে। এবং পরিপূর্ন ভাবে। এর পর আর চাওয়া পাওয়া নেই।

    এটাকে বলে "শোকর।"

    সবার মাঝে এই গুণ গুলো কম বা বেশি থাকে।
    কিন্তু চর্চা করে এগুলো আরো বাড়াতে হয়। এভাবে অন্তরের পরিপূর্নতার দিকে যেতে হয়।

    10-Jan-2016 2:14 pm

    10-Jan-2016 11:46 pm


    "অনভিজ্ঞ এই দাম্ভিক সৌদি-রাজপুত্র আগুন নিয়ে খেলছে।" - জার্মান ইন্টেলিজেন্স।

    http://www.independent.co.uk/news/world/middle-east/prince-mohammed-bin-salman-naive-arrogant-saudi-prince-is-playing-with-fire-a6804481.html

    10-Jan-2016 11:46 pm

    11-Jan-2016 12:45 pm


    মানত ও সদকা:

    আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাঃ) বলেনঃ "তোমরা মানত কোরোনা। কেননা মানত তাকদীরের কোনো কিছুকে ফেরাতে পারে না। এটি শুধু কৃপণ ব্যক্তি থেকে সম্পদ খসায়।" [সহিহ বুখারি, মুসলিমঃ ৪৩২৯, সহিহ সুনানে আত-তিরমিজি, সহিহ সুনানে নাসায়ি]

    আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, নবী কারীম (সাঃ) বলেছেনঃ "যেই বস্তু মহান আল্লাহ আদম সন্তানের জন্য নির্ধারণ করেননি মানত সেটি তার নিকটবর্তী করে না। বরং তাকদীরে যা আছে মানত সেটাই নিয়ে আসে। এর মাধ্যমে কৃপণ ব্যক্তির সম্পদ বের করা হয় যা সে খরচ করতে চায়নি।" [সহিহ মুসলিমঃ ৪৩৩১]

    আলী (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেনঃ "কালক্ষেপণ না করেই সাদাক্বাহ করে দাও, কেননা দান-সাদক্বাহ বিপদাপদের পথে বাধা হয়ে দাঁড়ায়।" [তিরমিযীঃ হাদিস ৫৮৯]

    আলী (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ "দান আল্লাহ তা’আলার ক্রোধ প্রশমিত করে এবং মন্দ মৃত্যু রোধ করে।" [তিরমি্যী, মেশকাত হাদিস ১৮১৪/২১]

    (collected)

      Comments:
    • গত বছর তেলের দাম ছিলো ৬০ ডলারে নেমে যাবার পরে সরকার সারা বছর তেল কিনেছে ১০০ ডলার বেরেল দরে। এই খবরটাও খুজলে পাবেন।

    11-Jan-2016 12:45 pm

    12-Jan-2016 5:50 am


    "...কুফরি কালাম করে। কি জানি সাধনা করবো, তাই কোরআন শরিফ পুড়াইছে।"

    এর পর কি? রায়ট?

    12-Jan-2016 5:50 am

    12-Jan-2016 6:46 am


    এটা আসলেই Nokia র এড কিনা জানি না। তবে দুর্দান্ত হয়েছে। :-D

    http://cloud-3.steamusercontent.com/ugc/530639219274069869/34B3BFC6B69F2B9250C8497D419F169FA464D784/

    12-Jan-2016 6:46 am

    12-Jan-2016 11:32 am


    খলিফাতুল মুসলিমিন।
    মদিনা সনদে দেশ চালাচ্ছেন আজ সাত বছর।
    ______
    আরো কিছু প্রশংসা বাক্য লিখার ইচ্ছে ছিলো। কিন্তু আমার ফেন্ড লিস্টে উনার নিকট ও দূরাত্মিয়রা এগুলোকে "সারকাজম" মনে করে অফেন্ডেড হবেন তাই ক্ষান্ত হলাম। :-P

      Comments:
    • নোকিয়ার ক্যমেরাগুলো এক নম্বর ছিলো। এটাকে ধ্বংশ করেছে এর শেষ এমডি এসে, এন্ডইড ব্যবহার না করে।

    12-Jan-2016 11:32 am

    13-Jan-2016 7:23 am


    যে কারনে আমি কোনো আন্দোলনের সাথে নেই। সব দলই আপনাকে মনিটরাইজ করবে। সহজ বাংলায়, আপনার আনুগত্য বিক্রি করে তারা পয়সা বানাবে।

    নিচের কথার বেশির ভাগই ধারনা প্রসুত। তবুও পোস্ট করলাম, জানানোর জন্য যে, যদি তারা টাকা বানানোর ইচ্ছে করে, তবে এভাবে বানাবে।

    আমি জানি না, তারা এভাবে বানায়, নাকি বানায় না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    13-Jan-2016 7:23 am

    14-Jan-2016 2:48 pm


    পাকিস্তান না। এখন "তুরস্কে চইলা যাও" আওয়াজ তুলতে হবে :-P

    http://www.hurriyetdailynews.com/Default.aspx?PageID=238&NID=90246&NewsCatID=338

    14-Jan-2016 2:48 pm

    14-Jan-2016 4:06 pm


    $1.5-billion Powerball jackpot:

    লটারি বা জুয়ায় টিকেট বিক্রির টাকা থেকে সর্বোচ্চ ৪৫% টাকা পুরস্কার হিসাবে দেয়া হয়। এটা পশ্চিমা বিশ্বে। আমাদের দেশে এটা সর্বোচ্চ ১০%। ৪০ লক্ষ টাকা পুরস্কারের "যদি লাইগা যায়" লটারিতে ৩০ থেকে ৪০ কোটি টাকার টিকিট সেল করা হয়।

    সে কারনে $1.5 billion এই লটারিতে এর পরিচালকরা লাভ করেছে এক্সট্রা আরো 1.5 বিলিয়ন ডলার। পুরস্কারের টাকার বাইরে।

    Simple statistics: টিকিটের সব টাকা পুরস্কার হিসাবে দিয়ে দিলেও, সম্মিলিত ভাবে পাবলিকের কোনো লাভও নেই লসও নেই। পরিশ্রমটা শুধু লস। আর ৪০% এর কম টাকা যেহেতু দেয়া হয় তাই সম্মিলিত ভাবে সবার ৬০% এর বেশি টাকা লস।

    আর simple statistics না বুঝলে, কোরআন শরিফের ঐ আয়াতটার উপর আমল করতে হবে। "আপনাকে জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে, বলে দেন এতে মানুষের ক্ষতি বেশি, লাভ কম।" সুরা বাকারা।

    14-Jan-2016 4:06 pm

    14-Jan-2016 11:10 pm


    আমাদের লুৎফর ফারাজী সাহেব আজকে জাকির নায়েক বিরোধি উনার প্রথম লেকচার পোস্ট করলেন।

    Bad logic. জাকির নায়েক বলেছেন "০.০০০০০০০১% সম্ভাবনা আছে জান্নাতে যাবার"। ফারাজি সাহেব ধরে নিয়েছেন এর অর্থ জাকির নায়ে বলেছেন "সে জান্নাতে যাবে"।

    একজনের কোরআন হাদিসের রেফারেন্সের কোনো কথা, অন্য জন ভিন্ন কোনো আয়াত দিয়ে খন্ডন করা অপছন্দ করি। এটাতে কোনো লাভ নেই। শুধু তর্ক বাড়ে। সাহাবা কিরামদের এরকম করতে দেখে রাসুলুল্লাহ ﷺ নিষেধ করেছিলান।

    স্পস্ট ভুল খন্ডন করা মানে, কেউ দাবি করলো "সে এটা বলেছে, বা কোরআনে এই আয়াত আছে।" কিন্তু আসলে এরকম কোনো কথা নেই, বা উল্টো কথা আছে। শুধু এসব ক্ষেত্রে তর্ক চলে। বাকি সব হলো যার যার ব্যখ্যা।

    প্রথম ভুল ধরা যদি এরকম বেইস লেস হয় তবে ধরে নিতে পারি জাকির নায়েকের বিরুদ্ধে শক্ত কোনো যুক্তি নেই। যাস্ট "উনি আমাদের মতধারার লোক না" এটা থেকে সমস্যা।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • বুবু জানকে আপনি হালাকু খান বললেন? আমার এই লিস্টে কিন্তু বুবুজানের আত্মিয় স্বজন আছে। রিয়েল আত্মিয়, সারকাস্টিক না। :-D

      তবে এটা ঠিক ঐতিহাসিক ভাবে একটা সম্রাজ্যের পতনের আগে আলেমদের মাঝের দ্বিমত, তর্ক, ঝগড়া, কুফরি ফতোয়া এগুলো অবসেসিভ রূপ নেয়। তারা ঝগড়া ছাড়া বাকি সব কিছুকে গৌন মনে করে। এই অবস্থার উপরে পতন চলে আসে।

      আর সেকেন্ড হলো, আমাদের হালাকু খানকে দিয়ে আল্লাহ তায়ালা দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টাকারী দলগুলোকে দমিয়ে রেখেছেন। এটা না হলে দেশের আলেমদের মাঝে বিশৃংখলা লেগে যেতো। জামাতি ইসলামিকে দেওবন্দিরা ইসলামী মনে করে না। হিজবীরা দেওবন্দিদের ইসলামি মনে করে, এরকম। তাই এক দলের ইসলামী শাসন কায়েম হবার পরেও বাকি দলগুলো আন্দোলন চালাতে থাকতো, "সত্যিকারের ইসলামি শাসন" কায়েমের জন্য। যার কাছে যেটা "সত্যিকারের"।

      জাকির নায়েক, লুৎফুর ফারাজী, দেওবন্দি উলামা, সালাফি/হাম্বলি সকলকেই আমি হকপন্থি মনে করি। যতক্ষন পর্যন্ত না একদল অন্য দলকে কুফরি ফতোয়া দেয়া না আরম্ভ করে। তবে অনুসরন করি এক দল কে।

    14-Jan-2016 11:10 pm

    15-Jan-2016 7:36 am


    আমাদের ইরানীরা যেভাবে সৌদিক ধ্বংশ করে দেবে, হুম!!!

    সারকাজম এসাইড, প্রফেসিতে আছে এক সময় অধিকাংশ আরব যুদ্ধ বিগ্রহ এবং অন্য কিছু ঘটনাতে মারা যাবে। এটা কিভাবে হবে সে ডিটেলসটা নেই।

    Watching.

    https://www.youtube.com/watch?v=W0l7ODVK7l8

      Comments:
    • দ্বিতীয় ভাগে তো বিদেশীরা থাকবে না। তখন বিদেশীদের কামড়াগুলো কি করবে?

    15-Jan-2016 7:36 am

    15-Jan-2016 12:37 pm


    কওমি মাদ্রাসা শিক্ষিতদের মাঝে সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল ইসলামী ঐক্যজোট। এখন এটা তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বলে খবর। কোন ভাগ কে নেবে সেটা নিয়ে কাড়া কাড়ি।

    Rest in Peace.

    http://www.mzamin.com/details.php?mzamin=+MTEwODky&s=Mg%3D%3D

      Comments:
    • আমার আব্বা ১০ বছর পরেও বলতেন "ঐ রক্ত দেবার পর থেকে তুমি অসুস্থ।"
    • ঐ বইটাতে লিখকের নিজের কথা থেকে অন্য ব্যক্তির কোটেশন বেশি। এবং সবচেয়ে বেশি কোটেশন হলো "কিতাবুস সুন্নাহ" বই থেকে।

      এ থেকে উৎসাহি হয়ে উঠেছি এই বই সম্পর্কে। যতটুকু বুঝতে পারলাম, বইটা হলো ইমাম হাম্বলি র: এর ছেলের লিখা (?)

      আরবীতে বইটা নেটে আছে।

      http://www.almeshkat.net/books/open.php?cat=10&book=1430#.Vpi-Rza5PG4

    15-Jan-2016 12:37 pm

    16-Jan-2016 11:47 am


    মারবি তো মার, মুসলমানদের পিটা।

    সেটা না করে বিকাশ চন্দ্র দাসকে পিটিয়ে প্রথম আলোতে নিউজ করতে গেলি কেন বাপু?

    এখনো বুঝলি না কার দেশে আছস?

    http://www.prothom-alo.com/bangladesh/article/740857/‘মাছের-রাজা-ইলিশ-দেশের-রাজা-পুলিশ

    16-Jan-2016 11:47 am

    16-Jan-2016 12:53 pm


    "তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
    কত ফাগুন যায় বলো কি করি"

    ছোট বেলায় গানটা হাজার বার বাজতে শুনেছি। কথাগুলো কোনো দিন বুঝতে পারি নি। আজকে জানলাম :-P

    প্রশ্ন: এখন মানুষ ইন্টারনেটে সময় কাটায়, ৮০র দশকে কিভাবে সময় কাটাতো?
    উত্তর: গান বাজিয়ে।

    16-Jan-2016 12:53 pm

    16-Jan-2016 9:44 pm


    We can learn efficiency from this kid. :V :V (Y) (Y)

    16-Jan-2016 9:44 pm

    16-Jan-2016 9:55 pm


    I hated every prank show because of the lies, cheating elements and getting fun out of people's misery, which isn't funny to me.

    But this one was different (Y) (Y) (Y)

    https://www.youtube.com/watch?v=4bN76TvJspY

      Comments:
    • ^ এই অংক যদি বুঝতাম তাহলে আমাকে প্রোগ্রামারের চাকরি করতে হতো নো। পিএইচডি করতাম :-P

    16-Jan-2016 9:55 pm

    17-Jan-2016 12:57 pm


    একটা প্রশ্ন দিয়ে মিলিয়ে নিন আপনি কোন পন্থি।
    _____
    প্রশ্ন: দেশ আগে নাকি ধর্ম আগে?
    :
    ক) দেশ আগে, ধর্ম যার যার।
    খ) ধর্ম আগে, কোনো প্রশ্ন ছাড়াই।
    গ) দুটোই আগে। যেটা যার জায়গায়।
    ঘ) প্রশ্নটা অসৎ। দেশ আর ধর্মকে মুখোমুখি দাড় করিয়ে দেয়া হচ্ছে।

    _____
    আপনার উত্তর থেকে দেখে নিন আপনি কোন পন্থি
    :
    ক) আপনি মুক্তমনা।
    খ) আপনি মৌলবাদি।
    গ) আপনি বিএনপি।
    ঘ) আপনি আওয়ামিলীগ।

    17-Jan-2016 12:57 pm

    17-Jan-2016 1:33 pm


    When it comes to feeding your family, Bangladesh is one of the most expensive countries in the world. UAE and Singapore are the cheapest.

    http://i100.independent.co.uk/article/heres-how-much-it-costs-to-feed-a-family-of-four-around-the-world-mapped--WygYNaxx_2e

      Comments:
    • joined the "c" with "e", more efficiency. :-)

    17-Jan-2016 1:33 pm

    17-Jan-2016 3:32 pm


    Moderatz.
    __________
    Notes:
    ১। এরা মডারেট মুসলিম।
    ২। তবে এরা ইতিহাসে প্রথম না। প্রায় প্রতি বছর "ইতিহাসে প্রথম" নামে এই খবরটা অন্য কোনো মসজিদের নামে আসে।
    ৩। আমার মত: নিকট ভবিষ্যতে মেয়েরা বিশ্ব চালাবে এটা এর পদধ্বনি। কারন পুরুষদের অধিকাংশ যুদ্ধে মারা যাবে, যেমন হাদিসে বলা আছে। এখন থেকেই তারা ট্রেনিং নিচ্ছে। :-P
    ৪। সব মাজহাবের ইমামদের মতে এটা নিষিদ্ধ। শরিয়ায় এখনো বদলায় নি।

    http://www.somoyerkonthosor.com/archives/338363

    17-Jan-2016 3:32 pm

    17-Jan-2016 7:31 pm


    Shia Percentage of Muslims, Worldwide:

    Afghanistan (Imami) 15%
    Azerbaijan (Imami) 75%
    Bahrain (Imami) 61.3%
    India (Isma'ili, Imami) 3%
    Iran (Imami) 93.4%
    Iraq (Imami) 62.5%
    Kuwait (Imami) 30%
    Lebanon (Imami, Druze) 41%
    Oman (Imami) 2%
    Pakistan (Imami) 20%
    Qatar (Imami) 5%
    Saudi Imami Arabia 3.3%
    Syria (Nusairi, Druze) 15.3%
    Turkey (Nusairi) 20%
    United Arab Emirates (Imami) 16%
    Yemen (Zaidi) 46.9%

      Comments:
    • ভুত...
    • (Y) একেবারে মনে কথাগুলো লিখেছেন ভাই।
    • ক্যপশন: ছবি তোলা হবে বলে সবাই খাওয়া বন্ধ করে পোজ নিয়ে বসে আছে।
    • "যেই পক্ষ বেশী হবে সেই পক্ষের কথাই গ্রহন করা হবে" <-- কিন্তু গণতন্ত্র তো কুফর বলে শুনেছি। :-P
    • +22°

    17-Jan-2016 7:31 pm

    18-Jan-2016 3:03 pm


    যে যার "ভাতিজাকে" কাজ দিলে যা হয়।

    http://www.bonikbarta.com/news/details/57732.html

    18-Jan-2016 3:03 pm

    18-Jan-2016 5:39 pm


    সাধারন মানুষের ধারনা:

    "মাদ্রাসার উস্তাদের মার খাওয়া হলো বরকতের।" -- আমি এ কথায় বিশ্বাস করি না।

    "পিটানি না খেলে, ইলম শিক্ষা হয় না।" -- আমি এই শিক্ষাতেও বিশ্বাস করি না।

    "মার খেলেও, পরে ছাত্ররা বড় হবার পর উস্তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, মেরে ইলম শিখানোর জন্য।" -- আমি এই পথেও বিশ্বাস করি না।

    "ভুড়ি ভুড়ি উদাহরন আছে মার খাবার পর ছেলেরা বিশাল আলেম হবার।" --- এই পথও আমার পথ না। আমার কাছেও ভুড়ি ভুড়ি উদাহরন আছে মার খেয়ে ছেলেদের বিগড়ে যাবার।

    উপরের কথাগুলোতে কেউ বিশ্বাস করলে, তার বিশ্বাস তার জ্ন্য। আমার বিশ্বাস আমার।

    নিচে এরকম মার দেবার কূফলের আজকের উদাহরন। প্রায় প্রতি দিন এরকম এক্সট্রিম কিছু ঘটে। এটা শুধু আজকের শেয়ার।

    http://www.mzamin.com/details.php?mzamin=MTExMzY1&s=Mw%3D%3D

      Comments:
    • গোসল না করে মাদরাসায় আসার অপরাধে শিশু শ্রেণির ছাত্র মাহিম হাওলাদারকে ঠাণ্ডা পানিতে দাঁড় করিয়ে রাখার পর চুলার জ্বলন্ত আগুনে ছেঁকা দিয়ে পুড়ে দগ্ধ করেছেন মাদরাসার সুপার। মৃত্যু-যন্ত্রণায় মাহিম এখন শেবাচিম হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে মুলাদী উপজেলার চরসেলিমপুর ফজলুল উলুম সেরাতুল কোরআন মাদরাসায়।
      গতকাল সকালে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী শিশু মাহিমের পিতা গৌরনদীর সাকোকাঠী গ্রামের নুর আলম হাওলাদার জানান, তার ছয় বছর বয়সের পুত্র ও শিশু শ্রেণির ছাত্র মাহিমকে সম্প্রতি সময়ে ওই মাদরাসায় ভর্তি করা হয়। সেখানকার ছাত্রাবাসে অন্য ছাত্রদের সঙ্গে মাহিম থাকতো। ঘটনার দিন (বুধবার) গোসল না করে মাদরাসায় যাওয়ার অপরাধে সুপার মাওলানা মো. আল-আমিন ক্ষিপ্ত হয়ে ক্লাসরুমে বসে মাহিমের গলা চেপে ধরেন। একপর্যায়ে শিশু মাহিম ক্লাসরুমের মধ্যেই পায়খানা করে দেয়। এতে সুপার আরও ক্ষিপ্ত হয়ে মাহিমকে মাদরাসার পুকুরে নামিয়ে গলা অবধি পানির মধ্যে দাঁড় করিয়ে রাখেন। মাহিম শীতে কাঁপতে থাকলে সুপার মাহিমকে পুকুর থেকে তুলে হাত-পা ধরে মাদরাসার রান্নাঘরের জ্বলন্ত চুলায় আগুনের ছেঁকা দেয়। এতে মাহিমের পেটের একটি অংশ পুড়ে দগ্ধ হয়।
    • কারো পৌষ মাস।
    • আমারও একই অবস্থা। সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড দুজন গ্রেফতার। তার মাঝে একজনের ফ্রেন্ড লিস্ট প্রিন্ট করে মিডিয়ার সামনে প্রেজেন্ট করে। আর ঐ ফ্রেন্ড লিস্টের টপে ছিলাম আমি :-P

    18-Jan-2016 5:39 pm

    18-Jan-2016 11:00 pm


    এক ড্রাম তেলের থেকে, একটা খালি ড্রামের দাম এখন বেশি :-P
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    18-Jan-2016 11:00 pm

    19-Jan-2016 7:04 am


    বাংলার মুসলিম আর আম্রিকার মুসলিম, সবার অবস্থাই খারাপ। পার্থক্য হলো বাংলায় সবার অবস্থা খারাপ বলে সহমর্মিতা আর প্রবোধ পাওয়া যায়।

    আর আম্রিকায় শুধু মুসলিমদের অবস্থা খারাপ আর বাকিদের অবস্থা ভালো বলে গায়ে লাগে বেশি।

    তাই আম্রিকায় যে মুসলিমরা আছেন, তাদের উপর ইসলাম বর্জন করে অন্য পক্ষে চলে যাবার ডাকটা বেশি। তারা না হলেও তাদের সন্তানরা এটা ফেস করবে।

    Gone are the days: যখন পরিচিতরা আম্রিকায় গিয়ে বলতো "ঐ খানে গিয়ে আমি আরো বেশি ইসলাম পালন করতে পারছি। কি সুন্দর পরিবেশ সেখানে!!! দেশে তো আমি নামাজই পড়তাম না।"

    http://mzamin.com/details.php?mzamin=+MTExNTQx&s=Mw%3D%3D#.Vp00TD08flo.facebook

      Comments:
    • এটা হলো ঢিসুম বেবি। ঢিসুম ঢাসুম করে ফাইট করতে পারবে।

    19-Jan-2016 7:04 am

    19-Jan-2016 6:35 pm


    নিচের ম্যপের লাল অংশ হলো বাংলাদেশ বিহার আর পশ্চিম বঙ্গ। এখানে যত লোক বাস করে, ম্যপের বাকি নীল অংশ মিলে তত লোক বাস করে।

      Comments:
    • চারি দিকে রণ সংগিত।
    • note, উত্তর আম্রিকার অর্ধেক আছে এর মাঝে, এবং অস্ট্রেলিয়া পুরাটা।
    • অস্ট্রেলিয়া বাসীরা অফেন্ডেড হবে।
    • উনি সম্ভবতঃ আশরাফ আলী থানভী র এর খলিফার খলিফা বা এরকম।
    • এই খতিব আসার পরে বাইতুল মুকাররমে জুম্মা পড়া বাদ দিয়েছি। এর আগে নিয়মিত ছিলাম।

    19-Jan-2016 6:35 pm

    19-Jan-2016 11:20 pm


    ঘুটঘুটে অন্ধকার। ছিনতাইকারী রিকশা থামিয়ে বললো, "যা আছে দিয়া দে নইলে পুলিশ ডাকুম।"

    (collected)

    19-Jan-2016 11:20 pm

    20-Jan-2016 6:43 am


    "Sharia is coming to UK", a brave work by some Muslims. Imagine what would have happened had it taken place in BD or USA.
    This post had an attachment, which is now missing

    20-Jan-2016 6:43 am

    20-Jan-2016 1:04 pm


    Spoiled another keyboard, laughing. :V :V :V

    More fun if you watch it muted.

    This post had an attachment, which is now missing

    20-Jan-2016 1:04 pm

    20-Jan-2016 1:38 pm


    Nations and their flags. In a single map.

      Comments:
    • বাকি বঙ্গ দখল করার সময় চলে এসেছে :-P

    20-Jan-2016 1:38 pm

    20-Jan-2016 1:57 pm


    "I’m not a big crier. I like to get things done."

    - Donald Trump, answering the question "Do you cry?"

    20-Jan-2016 1:57 pm

    20-Jan-2016 11:38 pm


    এখন পর্যন্ত উনার চার সন্তান মারা গিয়েছেন। আল্লহ তায়ালা উনার পুরস্কারকে বৃদ্ধি করে দিন আর ধর্য্য ধরার তৌফিক দিন।

    ফেসবুকে উনাকে চিনি বহু বছর ধরে। হিজবুতের একটিভ কর্মি ছিলেন ছাত্র অবস্থায়। পরবর্তিতে লইয়ার হিসাবে কাজ করতেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • কিছুদিন পরে আপনি এরকম এড দেবেন। যখন বস আপনাকে বলবে "আরো লোক হায়ার করেন।" :-D

    20-Jan-2016 11:38 pm

    21-Jan-2016 3:46 pm


    "হিজাবের ব্যবহার আনেক বেড়ে গিয়েছে।" সবাই বলছে।

    তবে আমি জানি না এর কারন বে-হিজাবীরা হিজাব পড়া ধরেছে সে জন্য, নাকি জিহাবীরা এতদিন বাসা থেকে বের হতো না, তারা এখন দলে দলে রাস্তায় বেরুনো শুরু করেছে সে জন্য। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু হিজাব কমেছে, বাড়ে নি। :V

    একটা জিনিষ লক্ষ্য করেছি, মুসলিমদের উপর যখন আজাব আসতে থাকে তখন হিজাবের ব্যবহার বেড়ে যায় হটাৎ করে, এবং গ্লোবালি।

      Comments:
    • আমার মনে পড়ে, ২০০২ এ আমেরিকা, ইরাক আর আফগানিস্তানে যুদ্ধ আরম্ভ করার সাথে সাথে ঢাকার রাস্তায় বে-হিজাবি মেয়ে হটাৎ করে কমে গিয়েছিলো।

      আমাদের এই দেশেও দেখেন হালাকু শাসন যত পোক্ত হচ্ছে, হিজাবি বাড়ছে।

      এখন বাড়ির পাশে ইন্ডিয়া বা পাকিস্তানে একটা যুদ্ধ আরম্ভ হোক, দেখবেন এই দেশেও হিজাবী রাতা রাতি কত গুন বেড়ে যায়।

      মানুষের মাঝে আল্লাহর ভয় আছে। এটাকে জাগিয়ে তোলার জন্য মাঝে মাঝে উনি আযাব পাঠান।

    21-Jan-2016 3:46 pm

    22-Jan-2016 5:29 am


    ১ রাকাতে সম্পূর্ন কোরআন শরিফ:

    ধরি রাত ৮ টা টায় নামাজ আরম্ভ করতেন, সকাল ৪ টার দিকে শেষ করতেন। এভাবে ৮ ঘন্টায় সম্পুর্ন কোরআন শরিফ পড়তে হলে ১৫ মিনিটে ১ পারা করে পড়তে হবে।

    নামাজের বাইরে আমার ১ পারা পড়তে লাগে ৩০ মিনিট। আরেকটু দ্রুত পড়লে এটা সম্ভব। সাধারন মানুষ হয়তো পড়তে পারবে না, কিন্ত সম্ভব।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    22-Jan-2016 5:29 am

    22-Jan-2016 12:16 pm


    "যে রাজ্য শাসন করে ডাকাতরা, সেখানে ডাকাতিকে বেআইনি ঘোষনা করে লাভ কী? আগে তো ডাকাতের শাসনের অবসান দরকার।"

    - Wahiduzzaman

    22-Jan-2016 12:16 pm

    22-Jan-2016 1:44 pm


    ছোট বেলায় আব্বা-আম্মার নামাজের সময় পাশে দাড়িয়ে থাকতাম কিছু বলার জন্য। বড় বোন শিখালো, "যখন দেখবা ডানে বামে মাথা ঘুরাচ্ছে তখন বুঝবা নামাজ শেষ। জায়নামাজ তুলে নেবে।"

    শেষ হবার পরে, "বলেছিলাম না?"
    _____
    ছোট বেলার বন্ধুদের সাথে যেতাম জুম্মাতে। একজন শিখালো, "যখন দেখবা ঈমাম সাহেব বলছে ফাজকুরুনি আজকুরুকুম... বুঝবা খুতবা শেষ, উঠে দাড়াবা।"

    শেষ হবার পরে, "বলেছিলাম না?"

    বললাম "অকে, শিখলাম"

    সেই শিক্ষা এখনো কাজে লাগে :-P

    #bits_from_memories.

    22-Jan-2016 1:44 pm

    22-Jan-2016 3:16 pm


    ইয়াজুজ মাজুজ:

    আখিরুজ্জামানের ব্যপারে একটা ব্যখ্যা আছে যে ইয়াজুজ মাজুজ সামনে বেরুবে সেটা না। বরং অলরেডি তারা দেয়াল ভেঙ্গে বেরিয়ে গিয়েছে এবং আমাদের মাঝে আছে। ইমরান নজর হোসেন দ্রস্টব্য।

    তাদের মতে বর্তমান বিশ্বের ৬ বিলিয়ন লোকের একটা বড় অংশ হলো ইয়াজুজ মাজুজ।
    ______
    এই ব্যখ্যাটা যদি সত্য হয় তবে একটা বড় আতংকের বিষয় রয়ে যায়।

    কি? ইয়াজুজ মাজুজ আক্রমন করতে পারে? সেটা?

    না। তা থেকেও বড়।

    হাশরের দিন প্রতি ১০০০ এ ১ জন জান্নাতে যাবে। মুসলিমরা এই ভেবে এতদিন স্বান্তনা পেতো যে এর মাঝে ৯৯৮ জন হলো ইয়াজুজ মাজুজ। এখন আমাদের মাঝে যদি ইয়াজুজ মাজুজ থাকে তবে বর্তমান জামানার প্রতি ১০০০ জনে ১ জন জান্নাতে যাবে। ইয়াজুজ মাজুজ কোটা আর সেপারেট নেই। এবং আমার জান্নাতে যাবার সম্ভাবনাও নেমে আসছে ০.১% এ।

    ______
    "ইয়াজুজ মাজুজ অলরেডি বেরিয়ে গিয়েছে" এটা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি না। তার পরও রিস্কটার কথা মাঝে মাঝে মনে পড়ে আতংক জাগে।

      Comments:
    • উনি বলেছেন কিনা জানি না। তবে উনার ফলোয়াররা এটা বলেন।
    • এই আয়াতের ব্যখ্যা আমি এভাবে নিয়েছিলাম যে, ইহুদিদের ফিরে আসার পরে এটা ইন্ডিকেট করছে যে ইয়াজুজ মাজুজ সময় কাছিয়ে আসছে। যেহেতু একটার পর অন্যটা ঘটবে।
    • তাহলে তারা কারা? মানে এক্সপ্লিসিটলি কোন জাতী?
    • চাইনিজ, বৃটিশ আর ইন্ডিয়ান, এই তিনটা জাতী আছে বর্তমান বিশ্বে। বাকিরা সব সংখ্যা লঘু।
    • শামের বর্বর জাতি বলতে আফ্রিকানদের ধরে নিয়েছি। তাদের নাম "খাজা" হলো কিভাবে? মানে ইতিহাসটা কি?

      আর ইন্ডিয়ায় থাকলে, আমরাও ইয়াজুজ মাজুজদের একজন হতে পারি। মানে পসিবিলিটি উড়িয়ে দেয়া যায় না।

    • এই মুহুর্তে নেই। কিন্তু দৃশ্যপট বছর বছর পরিবর্তিত হচ্ছে।
    • আপনাকে কিছু হাদিস দেখাবো যেগুলোতে আরো স্পস্ট করা আছে কাদের বর্বর বলা হচ্ছে। কিন্তু পাবলিক আলোচনায় হাদিস কোট করা উচিৎ হবে না। Wait for a restricted post.
    • "খাজার জাতি" দিয়ে সার্চ করে এই জায়গায় গিয়ে ঠেকলাম।

      https://en.wikipedia.org/wiki/Gates_of_Alexander
      https://en.wikipedia.org/wiki/Gates_of_Alexander

    • ম্যপে এই জায়গায়।

      - কোনটা ভুল সেটা বুঝার চেষ্টা করছি। Imtiaz Ahmed Farabi

      জানতে আপত্তি নেই। "গোপন ইলম" বলে কোনো কিছু বিশ্বাস করি না।

    • Back to discussion Ashraful Alam
    • দিলেও নিশ্চই বলতেন না।

    22-Jan-2016 3:16 pm

    22-Jan-2016 9:57 pm


    Ruby & Rails:

    ২০০৪ এর দিকে দেখেছিলাম Ruby স্ক্রিপ্টিং লেংগুয়েজের মাঝে সবচেয়ে স্লো। এমন কি পিএচপি থেকেও স্লো।

    ১০ বছর পরে। এখন আবার স্পিড দেখলাম। Recursive fibonacci ক্যলকুলেট করে ৩২ পর্যন্ত।

    রুবি এখন স্ক্রিপটিং লেংগুজগুলোর মাঝে সবচেয়ে স্পিডিগুলোর সাথে পাল্লা দেয়। পাইথন থেকে দ্বিগুল স্পিডি।

    আর পিএচপি সেই আগের মতই স্লো।

    Result ____________
    fox fib 32
    real 0m0.045s

    go run fib.go
    real 0m0.222s

    node fib.js
    real 0m0.086s

    luajit fib.lua
    real 0m0.049s

    lua fib.lua
    real 0m0.597s

    python fib.py
    real 0m1.210s

    ruby fib.rb
    real 0m0.562s

    mono fib.exe
    real 0m0.062s

      Comments:
    • তালিবানদের কি পতন হয়েছে? তারা এখনো আছে বলে খবর পাচ্ছি।

    22-Jan-2016 9:57 pm

    23-Jan-2016 12:43 pm


    SPA: Single Page Application

    এখানে ওয়েব সাইটের প্রথম পেজটা লোড হয়। এর পর সেই পেজ javascript দিয়ে বাকি পেজগুলোকে রেন্ডার করে। ডাটা সর্ভার থেকে টানে, কিন্তু নতুন কোনো page লোড করে না। URL এ হ্যশ ট্যগ দিয়ে পেজ লোকেশনের হিসাব রাখে।

    ভবিষ্যত সম্ভবতঃ সে দিকে। শেষ যখন এরকম ওয়েবসাইট লিখার চেষ্টা করেছিলাম, তখন দেখেছলিলাম SPA এর রেন্ডার স্পিড ক্লাসিক্যল পেজগুলো থেকে সিগনিফিকেন্টলি স্লো ছিলো।

    মানে সার্ভার থেকে HTML রেন্ডার করে নিয়ে আসলে পেজ ধুম করে চলে আসতো। JavaScript দিয়ে client side এ করলে সময় লাগতো। তখন Twitter ও তাদের SPA থেকে সরে আসছিলো Render speed বাড়ানোর জন্য।

    এর পর এখন হয়তো JavaScript এর স্পিড বেড়েছে। দেখতে হবে নতুন করে ট্রাই করে।

    23-Jan-2016 12:43 pm

    23-Jan-2016 4:57 pm


    ১১ টা গ্রহ স্বপ্নে দেখেছিলেন ইউসুফ আ:। রাসুলুল্লাহ ﷺ এর যুগে মানুষ ৫ টা গ্রহের ব্যপারে জানতো। এখন জানে ১০ টার ব্যপারে।

    আগের ৯ম গ্রহ প্লুটোকে গ্রহ হিসাবে বাদ দিয়েছিলো বৈজ্ঞানিকরা ২০০৪-৫ এর দিকে। এর পর পরই আবিস্কার হয় প্লুটোর চাদ আছে। এর পর আবিস্কার হয় ১ টা না, বরং প্লুটোর ৫ টা চাদ আছে।

    এই তথ্য যদি ২০০৪ এ বৈজ্ঞানিকরা জানতো তবে প্লুটোকে গ্রহ হিসাবে বাদ দিতো না।

    প্লুটও সহ জানা গ্রহ এখন ৯ টা + এখন সম্ভাব্য ১ টা = ১০ টা।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ভিন্ন আলেমদের মতে ১১ গ্রহ।
    • আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা দান করুন। আর এখন যে কস্ট করছেন তার প্রতিদান আল্লাহ তায়াল যেন বাড়িয়ে দেন।

    23-Jan-2016 4:57 pm

    24-Jan-2016 7:56 am


    Recursive Fibonacci & Java:

    বেসিক ফর্মুলা এটা

    int fib(int num){ if num < 2 => return num return fib(num-2)+fib(num-1)
    }

    Recursively একই Function call করে বলে এটা দিয়ে function call speed সুন্দর ভাবে মাপা যায়। সংখ্যা এক এক করে বাড়াতে থাকলে সময় exponentially বাড়ে।

    কিন্তু Java র ক্ষেত্রে এটা হয় না। যে সংখ্যাই দেয়া হয় ধুম করে চলে আসে।

    কারন কি?

    কারন Java, Re-entrant function এর ক্ষেত্রে সময় যদি বেশি লাগে তবে এর রেজাল্টটা cache করে রাখে এবং পরবর্তি call এ যদি একই argument দিয়ে call করা হয়, তখন cache value ব্যবহার করে।

    24-Jan-2016 7:56 am

    24-Jan-2016 11:15 am


    The miracle of Quran lies in the absence of inaccurate scientific statements. Rather than the presence of accurate scientific predictions. It wasn't sent to teach people science in the first place.

    A statement like "the earth lies on the back of turtle and it's turtles all the way down" is an inaccurate scientific statement.

    Quran would have certainly contained a lot of such boldly wrong statements, had it been written by a wise man of that generation.

    But the fact that we can still debate on how the statements in the Quran is still scientifically accurate, through all generations, even though science is rapidly changing -- is a miracle in itself.

    In most of the verses on science, Allah said "Don't you see.. ....?" which isn't to teach us a any new science, rather instructs us us to use our existing knowledge on science and reasoning to verify that God certainly must exist.

    And that stood equally true in the flat world era, the round world era and the modern quantum era. Evidences change, though the conclusion remains the same, regardless.

    That's the miracle.

    This post had an attachment, which is now missing

    24-Jan-2016 11:15 am

    24-Jan-2016 5:17 pm


    Appreciate (Y)

    "রাজউকের উচ্ছেদ অভিযান বদলে যাচ্ছে রাজধানীর চিত্র"

    সময়ে সময়ে কিছু কাজ করতে হয়। এবং এগুলো করার জন্য জালেম বাদশাহর প্রয়োজন হয়।

    http://www.dailyinqilab.com/details/1208/রাজউকের-উচ্ছেদ-অভিযান-বদলে-যাচ্ছে-রাজধানীর-চিত্র

    24-Jan-2016 5:17 pm

    25-Jan-2016 12:20 pm


    তুচ্ছ ও স্বল্পজ্ঞানীদের কাছে এলেম অন্বেষণ:

    নবী যুগে মানুষ খোদাভক্ত এবং মর্যাদাবান জ্ঞানীদের কাছে জ্ঞান অন্বেষণে যেত। কেয়ামতের পূর্বমুহূর্তে স্বল্পজ্ঞানী এবং নির্বোধ লোকেরা নিজেদেরকে আলেম বলে পরিচয় দেবে। আলেম ভেবে মানুষ তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে। ভুল ফতোয়া দিয়ে তারা মানুষকে পথভ্রষ্ট করতে থাকবে।

    আবু উমাইয়া জুমাহী রা. থেকে বর্নিত, নবী করীম সা. বলেন- “স্বল্পজ্ঞানীদের কাছে জ্ঞান অন্বেষণে যাওয়া কেয়ামতের অন্যতম নিদর্শন।” ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহ.কে ‘স্বল্পজ্ঞানী’র পরিচয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন- “যারা ব্যক্তিগত মতামত দিয়ে কোরআন-হাদিসের ব্যাখ্যা করে।"

    - বই "মহাপ্রলয়"

    25-Jan-2016 12:20 pm

    25-Jan-2016 2:28 pm

    25-Jan-2016 2:35 pm


    এই কারনে তেলের কম দামের মাঝেও মধ্যপ্রাচ্যের দেশগুলো টিকে থাকতে পারবে।

    পশ্চিমা দেশগুলোর সমস্যা বেশি। যেমন, কানাডার।
    রাশিয়া ব্রেক ইভেনে। লাভ করতে পারছে না।

    25-Jan-2016 2:35 pm

    25-Jan-2016 5:19 pm

    25-Jan-2016 6:22 pm


    আরেক চেতনাবিদ "আলোকিত মানুষ":

    "কলেজ শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করতেন আতাউর রহমান। এ পর্যন্ত প্রায় ১৬টি বই প্রকাশিত হয়েছে তার। পত্রিকায়ও লিখতেন নিয়মিত। ড. হুমায়ুন আজাদের লেখার একনিষ্ঠ ভক্ত ছিলেন একজন প্রগতিশীল ঘরানার ব্যক্তি ছিলেন বলে উল্লেখ। তার লেখা ‘আলোকিত মানুষ’ নামের একটি গ্রন্থের ফ্ল্যাপে লেখক পরিচিতিতে লেখা রয়েছে- প্রথাবিরোধী, মননশীলতা এবং প্রগতিশীলতা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য"

    - শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড: আতাউর রহমানের উপর নিউজ।

    25-Jan-2016 6:22 pm

    25-Jan-2016 10:24 pm


    বৃদ্ধ মুরুব্বি, দেখলে সম্মান লাগে, আলেম, "ইস্তেখারা" করে আল্লাহ তায়ালার কছে জিজ্ঞাসা করে কাজ করেছেন। খুব চিন্তে ভাবনা করে। এবং ঐ কাজকে উনি "ইবাদত" মনে করে করেছেন।

    তার পরও উনি পথভ্রস্ট!!! এবং আলেম সমাজে পরিত্যক্ত।

    এবং আল্লাহ তায়ালা যেন উনার মত পরিনতি থেকে আমাকে হিফাজত করেন।

    video:/img/photos_and_videos/videos/12568012_1030462523700523_1843177367_n_10153347289118176.mp4

    25-Jan-2016 10:24 pm

    26-Jan-2016 6:18 pm


    Call blocking in the 90s :-D

    26-Jan-2016 6:18 pm

    27-Jan-2016 5:55 am


    আধুনিক যুগের খাওয়ারিজদের ইতিহাস, শাইখ আব্দুল্লাহ আযযামের বই থেকে:
    __________
    আধুনিক কালে খাওয়ারিজদের ফিতনা শুরু হয় মিশরে, শূকরী মুস্তফার প্রতিষ্ঠিত ‘জামা’আতুল মুসলিমীন’ নামক দলের মাধ্যমে। ঢালাওভাবে সবাইকে তারা তাকফির করতো। এমনকি তাদের তাকফির থেকে আলেম উলামারাও বাদ পড়তো না। সহজ কথায় তাদের অবস্থা ছিল হয় তুমি আমাদের সাথে আছো নইলে তুমিও একজন কাফের। সাধারণ মানুষ এ কারনে তাদেরকে ‘জামাআত আত-তাকফির ওয়াল হিজরাহ’ নামে চিনতো। তাকফির অর্থ কাউকে কাফির বলা এবং হিজরাহ বা হিজরত অর্থ পরিত্যাগ করা। এ দলের মূলনীতি ছিল তারা ছাড়া সমাজের সকল মানুষই কাফির এবং কাফিরদের সমাজ থেকে হিজরত করে তাদের সমাজে না যাওয়া পর্যন্ত কেউ মুসলিম বলে গণ্য হবে না। ১৯৭৭ সালের জুলাই মাসে তারা মিসরের সুপ্রসিদ্ধ আলেম ও গবেষক ড. মুহাম্মাদ হুসাইন যাহাবীকে অপহরণ করে এবং পরে তাঁকে হত্যা করে। শাইখ আব্দুল্লাহ ইউসুফ আযযাম (রহঃ) তাঁর ‘তাফসীরে সূরা তাওবা’য় তাদের নিয়ে একটি ঘটনার উল্লেখ করেছেন। ইখওয়ানুল মুসলিমীনের কারারুদ্ধ শাইখ হুযাইফীর কাছে শূকরী মুস্তফার অনুসারী যুবকেরা এসে জানতে চাইলো, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের কি কাফের হয়ে গেছে?

    শাইখ হুযাইফী বললেন, আমি তাকে কাফির বলি বা না বলি তাতে লাভ কি? শাইখ হুযাইফী স্পষ্ট উত্তর দিলেন না। যুবকেরা ক্ষেপে গিয়ে তাকেও তাকফীর করলো।

    এ ধরনের মতবাদপুষ্ট এক যুবকের সাথে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণা করে শাইখ আযযাম বলেন-

    একদিন এক যুবক এল। সে প্রায়ই আমার নিকট আসত। আমাকে মহব্বত করত। ইতোমধ্যে সে শূকরী মুস্তফাকে পেয়ে বসল। তার কথাবার্তা ও মতাদর্শে সে বিমুগ্ধ হল। সে প্রায়ই আমার নিকট এসে ইফতার করত। আমি তখন কায়রোতে ছিলাম। একদিন শূকরী মুস্তফার সাথে দেখা সাক্ষাত করে সে আমার নিকট এল। বিভিন্ন কথা-বার্তা হল। নামাযের সময় হল। দেখলাম সে আমার পিছনে নামায আদায় করতে ইতস্তত করছে। আমি তখন বললাম এসো আজ তুমি ইমাম হও। আমরা তোমার পিছনে নামায আদায় করি। আরেক দিন ঠিক এমন অবস্থা হল। আমি তখন তাকে বললাম সত্যি করে বলতো, আমার ব্যপারে তোমার কি ধারনা? সে বলল, স্পষ্ট করে বলব? আমি বললাম, হ্যাঁ স্পষ্ট করে বল। সে বলল, আমি আপনাকে কাফির মনে করি। আমি বললাম কেন? কোন বিষয়কে কেন্দ্র করে তোমার এ ধারনা হল? সে বলল, আপনি ইখওয়ানুল মুসলিমীনের একজন সদস্য, তাই। সে বলল, ইখওয়ানের সবাই কাফির। আমি বললাম কেন? সে বলল, কারন, তারা কাফির হুযাইফীকে কাফির মনে করে না।

    আমি তার কথা শুনে বিস্ময়ে হতভাগ হয়ে গেলাম। বললাম, বেশ তাহলে শোন, ইমাম শাফেয়ী (রহঃ) ও ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ) অলসতা করে নামায পরিত্যাগকারী সম্পর্কে মতবিরোধ করেছেন। ইমাম শাফেয়ী বলেছেন, তাকে কাফির বলা যাবে না। আর ইমাম আহমাদ বিন হাম্বল বলেছেন, তাকে কাফির বলতে হবে। তারা মতবিরোধ করেছেন। তবে এই কারনে একে অপরকে কাফির বলেন নি।

    সুবহানাল্লাহ। সাথে সাথে সে বলে উঠলো, আমি যদি সেখানে থাকতাম, তাহলে ইমাম শাফেয়ীর সাথে ঝগড়া করতাম। যদি তিনি তাঁকে কাফির না বলতেন, তাহলে আমি তাঁকে কাফির বলতাম। আমি বললাম লা- হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিলাহ। বেশ তুমি যাও। তোমার সাথে কোন কথা নেই। [তাফসীরে সূরা তাওবা]

    (collected)

    27-Jan-2016 5:55 am

    27-Jan-2016 6:57 am


    জান্নাত-জিন্নাত-জুন্নাত:

    একই শব্দ। তাশকিল শুধু ভিন্ন [জের-জবর-পেশ]। তাই অর্থ ভিন্ন।

    জান্নাত: বেহেস্ত। "উলাইকা আসহাবুল জান্নাহ"
    জিন্নাত: জ্বীন। "মিনাল জিন্নাতি ওয়ান্নাস"
    জুন্নাত: ঢাল। "ইত্তাখাদু আইমানুহুম জুন্নাতান" - সুরা মুনাফিকুন।

    27-Jan-2016 6:57 am

    27-Jan-2016 7:07 am


    আট বছর আগে তোলা। তখন ক্লায়েন্ট বলতো "এই বয়সে এখনো আপনি কাজ করেন?"

    তখন ধারনা করেছিলাম, এটাই আমার শেষ প্রজেক্ট।

    আট বছর পরে --- এখনও কাজ করছি।

    দাড়ি এখন সব সাদা। মাথায় চুল যা ছিলো এখন তাও নেই।

      Comments:
    • নাইম ভাই কি বললো?

    27-Jan-2016 7:07 am

    27-Jan-2016 12:19 pm

    27-Jan-2016 3:53 pm


    খবর: "খালেদা জিয়া কারাগারে যাচ্ছেন, মধ্যবর্তী নির্বাচন হচ্ছে না: যুক্তরাষ্ট্রের আভাস"

    http://onlinebangla.com.bd/post/14958/খালেদা-জিয়া-কারাগারে-যাচ্ছেন-মধ্যবর্তী-নির্বাচন-হচ্ছে-না:-যুক্তরাষ্ট্রের-আভাস

    ____
    বিএবপির পতন আরম্ভ হয়েছিলো ২০০০ সালে প্রেসিডেন্ট বদরুদ্দোজাকে বহিস্কারের পর থেকে। সেই অন্তর্দন্ধের ক্ষতি এখন এই পর্যন্ত এসে ঠেকেছে।

    খালেদা জিয়ার উচিৎ ছিলো ২০০০ এ বিজয়ের পর পরই ক্ষমতা ছেড়ে সোনিয়া গান্ধির মত এডভাইজার পজিশনে চলে যাওয়া। তাহলে হয়তো বর্তমানে উনি যে কস্টটা করছেন সেটা থেকে বাচতে পারতেন। এখন উনি অবসরে যেতে চাইলেও সে সুযোগ নেই। সবাই উনাকে বিশ্বাসঘাতক বলবে।

    ____
    মানুষের উপকারের জন্য আল্লাহ তায়ালা আমাদের সৃস্ট করেন নি। করেছেন আল্লাহ ইবাদত করার জন্য।

    প্রয়োজন হলে যার যতটুকু উপকার করা দরকার, তাকে আল্লাহ তায়ালা ততটুকু ক্ষমতা দিয়ে দেবেন। চেয়ে পড়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই।

    সব ক্ষমতার পরিনতি ধংশ আর মৃত্যু।
    নেতা সৎ হোক বা অসৎ।

      Comments:
    • (ভিডিও সহ) বাদ পড়ে গিয়েছে :-p
    • "ক্লায়েন্টদের জন্য কাস্টমাইজড সফটওয়্যার বানাতে কিছুটা অনীহা আছে" <-- কেন?
    • টাকা পুরোপুরি দিলে অন্য সমস্যা দেখি না। পরিশ্রম বেশি করালে সেই মত চার্জ।
    • এ জন্য হোস্টেড এক্লিকেশন সর্ভিস বিক্রি করলে এই দিক থেকে সেইফ থাকতে পারবেন।

    27-Jan-2016 3:53 pm

    27-Jan-2016 11:07 pm


    আমার এই ফেসবুক আইডিতে আত্মিয় পরিচিতরা শুধু ফ্রেন্ড। অপরিচিত কাউকে এড করছি না। তার পরও রিকু পাই প্রতিদিন কয়েকটা করে। সবগুলো ইগনোর করি।

    বিতর্কিত কোনো কথা গ্লোবাল শেয়ারে দেই না। এবং মাঝে মাঝে ফালতু জিনিসের উপর পোস্ট দিয়ে বুঝাই আমি "ইসলামিস্টদের" কেউ না।

    ফেসবুকের শান্ত পানিকে, শান্তই রাখতে চাই। ঘুটিয়ে তোলার ইচ্ছে নেই। কারন এতে আমার লাভ নেই। কোনো দলের পক্ষে ওকালতি করছি না যেহেতু।

    এর পরও ভয় পাচ্ছি পানি আস্তে আস্তে ঘুটছি কিনা। কারো লাইমলাইটে চলে আসছি কিনা। এবং এটা আমার রিয়েল আইডি যেহেতু, তাই এডভার্স ইফেক্ট তৈরি হলে এটা আমার জন্য ক্ষতিকর হবে।

    27-Jan-2016 11:07 pm

    28-Jan-2016 2:24 pm


    Android app development এ ফ্রিলেন্সার কাজ করেন এমন একজন প্রোগ্রামার খুজছেন আমার এক বন্ধু। কারো পরিচিত কেউ থাকলে আমাকে মেসেজ করেন আমি তার সেল নম্বর আপনাকে দিয়ে দেবো।

    28-Jan-2016 2:24 pm

    28-Jan-2016 4:07 pm


    The punisher has the best answer to this widely spread meme :V :V :V

    28-Jan-2016 4:07 pm

    28-Jan-2016 10:25 pm


    প্রথম Mac কিনেছিলাম একটা MacBook Air 13"। দুই বছর চললো। এর পর ব্যটারি চার্জ রাখতে পারে না। WiFi নস্ট হয়ে যায়। WiFi dongle দিয়ে কাজ চালাই। এর পর টাচ পেডটা রেসপন্স করে না।

    সেটা ঠিক করতে পয়সা নস্ট না করে ফেলে রাখলাম স্টোরে। এর পর কিনলাম Air 11"। এখন এটা ব্যবহার করি। দুই বছর চললো। এর পর এখন এটার টাচপেডের click button নস্ট হয়ে গিয়েছে। চার্জারের কানেকশন সহজে পায় না।

    এখন এটাও কি স্টোরে ফেলে নতুন আরেকটা ম্যক কিনবো? নাকি এটা রিপেয়ার করতে দেবো? নাকি Lenovo একটা কিনে লিনাক্স ইন্টল করে চালাবো? বুঝতে পারছি না।

      Comments:
    • এটা আসলে ডিপেন্ড করে কোন প্লাটফর্মে/লেংগুয়েজে কাজ করবেন এর উপর।
    • এটা এবনরমাল না। এর আগে যে লেপটপগুলো কিনতাম সেগুলো ঠিক এক বছর চলে নস্ট হয়ে যেতো। ম্যকগুলো সে জায়গায় ২ বছর করে চলছে।
    • Sony র কোনো লোকাল ডিলার আছে?
    • VAIO দেখলাম। প্রথমেই দেখলাম battery. Battery তে চলে ৪ ঘন্টা। এটা প্রবলেম। ব্যটারিতে ম্যক চলে ৯ ঘন্টা। এরকম না হলে বাইরে কাজ করা টাফ।
    • :-D
    • এটার সফ্টওয়ার সব ভিন্ন। সুবিধা বা অসুবিধা নেই।

    28-Jan-2016 10:25 pm

    29-Jan-2016 7:00 pm


    Slashdot আবার বিক্রি হয়ে গিয়েছে আরেক কম্পানির কাছে।

    http://fossforce.com/2016/01/sourceforge-and-slashdot-have-been-sold/

    তাতে আমার কি?

    সৃতি। ৯০ দশকে ঐ সাইটে প্রচুর সময় কাটাতাম।

    Wasted time. তবে এটাও জানি, ওখানে সময় নস্ট না করলে সময়টা ভালো কোনো কাজে লাগাতাম তাও না।

    এখন ফেসবুকে যে সময় কাটাই, সে সময়টা ফেসবুকে না দিলে যে ইবাদতে কাটাতাম তাও না।

      Comments:

    29-Jan-2016 7:00 pm

    29-Jan-2016 10:46 pm


    বায়েজিদ বোস্তামী,
    শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাযামী।

    গভীর রাত্রে জননী উঠিয়া কহিলেন,"বাছাধন,
    বড়ই পিয়াস পানি দাও" বলি মুদিলেন দু নয়ন।

    দেখিল বালক ঘরের কোনে কলসিতে নেই পানি,
    বহুদূর পথ ঝরনা হইতে কলসি ভরিয়া আনি।

    জল ঢালি পিয়ালায়,
    সুপ্ত মাতার নয়ন শিয়রে দাড়িয়ে রহিল ঠায়।

      Comments:
    • ক্লাস ফাইভে মুখস্ত করতে হয়েছিলো।
    • এর পর পাঠ্য পুস্তক অনেকবার বদলিয়েছে।

    29-Jan-2016 10:46 pm

    30-Jan-2016 3:40 pm


    ছেলেটাকে, গেইম খেলার বদলে গেইম বানানো শিখানো আরম্ভ করেছি।

    প্রোগ্রেস এই পেজে।

    http://habibur.com/anas/
    _____
    HTML5 এর ক্যনভাসে জীবনে কখনো কাজ করি নি। আজকে নিজে শিখতে হলো ছেলেটাকে শিখানোর জন্য।

    http://habibur.com/anas/

    30-Jan-2016 3:40 pm

    30-Jan-2016 9:45 pm


    ক্যলিফোর্নিয়া: রেকর্ড আগুন, ভুমিকম্প, খরার পর যখন এলনিনোর বৃস্ট আরম্ভ হলো তখন ধারনা করেছিলাম তাদের আযাব শেষ। কিন্তু ধারনা ভুল। এখন আরম্ভ হয়েছে ভুমি ধ্বস। পাহাড়-পাশের রাস্তা সরে ভেঙ্গে যাচ্ছে। সমূদ্র উপকূলের বাড়িগুলো ভেঙ্গে পড়ে যাচ্ছে সমূদ্রের মাঝে।

    https://www.youtube.com/watch?v=pLaW-GxbyD4

    30-Jan-2016 9:45 pm

    31-Jan-2016 11:43 am


    সূর্য পশ্চিমে উঠে ডুবে যাবার পরও পৃথিবী টিকে থাকবে অনেক বছর। সে সময়ে মানুষের বুদ্ধি থাকবে অনেক কম। যেন মাথায় মগজ নেই, বা অনেক ছোট।

    বলছি কেন?

    Zika virus এর বর্ননা দেখে এটা হটাৎ করে মনে হলো তাই।

      Comments:
    • নিজের মনের কথাগুলো ফ্রেন্ডস অনলি শেয়ার দিয়ে পোস্ট দেবেন। তাহলে সেই আগের ফেসবুকে ফিরে যেতে পারবেন। ফ্রেন্ড লিস্টে পরিচিতরা থাকবে। অপরিচিতরা হবে ফলোয়ার।
    • ঢাকা শহরে মাঝে মাঝে এটা আরম্ভ হয়। এর পর সবাই ঘটনা জেনে যখন দেয়া বন্ধ করে দেয়, তখন বন্ধ হয়ে যায়।

      অবার অনেক বছর পর সবাই যখন ভুলে যায়, তখন আবার আরম্ভ হয়। এরকম।

    31-Jan-2016 11:43 am

    31-Jan-2016 6:20 pm


    "What holds them back is that they don’t learn to be original. They strive to earn the approval of their parents and the admiration of their teachers. But as they perform in Carnegie Hall and become chess champions, something unexpected happens: Practice makes perfect, but it doesn’t make new."

    - NYT Op-Ed.

    http://www.nytimes.com/2016/01/31/opinion/sunday/how-to-raise-a-creative-child-step-one-back-off.html?smid=fb-nytimes&smtyp=cur&_r=1

      Comments:
    • কম্পাইলারের দোষ। ভালো কম্পাইলার কোন জায়গায় সেমিকোলোন মিসিং সেটা দেখিয়ে ১টা এরর দেখাতো।

    31-Jan-2016 6:20 pm

    31-Jan-2016 7:46 pm


    কিছু কস্ট আছে যে কস্টগুলো করার দ্বারা আখেরাতে কোনো সোয়াব আছে বলে আমি মনে করি না।

    এর একটা হলো নেতার দুর্নিতি বা অযোগ্যতার জন্য দল ভেঙ্গে নতুন দল করা।

    করাপটেড নেতাকে মেনে নেয়া একটা হুকুম। মানতে পারে কিনা সেটা আল্লাহ তায়ালা একটা পরিক্ষা দিয়ে দেখেন। এই পরিক্ষাকে বলে "ফিতনা"।

    এই পরিক্ষায় পাশ করতে হলে: করাপটেড নেতার ভালো কাজের সহযোগী হতে হবে, তার খারাপ কাজকে ঘৃনা করতে হবে। এবং খারাপ কাজ যদি বেশি হয় তবে নিউট্রাল পজিশনে চলে যেতে হবে।

    এটাকে টেনে নেতার বিরোধিতা পর্যন্ত নিতে চাইলে, ঐ নেতাকে আগে কাফের হয়ে যেতে হবে।

    হাদিস: "আমীর নেককার হোক বা বদকার হোক, আমিরের সাথে থেকে, তোমাদের জিহাদ করা ওয়াজিব... ..."

    - আবু দাউদ শরিফ/২৫৩৩
    গ্রেড: আলবানীর মতে জয়িফ।

    ________
    পুরো হাদিসটা,

    Narrated AbuHurayrah:

    The Prophet (ﷺ) said: Striving in the path of Allah (jihad) is incumbent on you along with every ruler, whether he is pious or impious; the prayer is obligatory on you behind every believer, pious or impious, even if he commits grave sins; the (funeral) prayer is incumbent upon every Muslim, pious and impious, even if he commits major sins.

    حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنِ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " الْجِهَادُ وَاجِبٌ عَلَيْكُمْ مَعَ كُلِّ أَمِيرٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا، وَالصَّلاَةُ وَاجِبَةٌ عَلَيْكُمْ خَلْفَ كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ، وَالصَّلاَةُ وَاجِبَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ " .
    End hadith
    Grade : Da'if (Al-Albani) ضعيف (الألباني) حكم :
    Reference : Sunan Abi Dawud 2533
    In-book reference : Book 15, Hadith 57
    English translation : Book 14, Hadith 2527

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    31-Jan-2016 7:46 pm