Post# 1451862624

4-Jan-2016 5:10 am


6.7 - 6.8 মাত্রার। সিলেটের খবর নেয়া উচিৎ। সিলেট থেকে কাছে।
http://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us10004b2n#general_summary
_______
প্রচন্ড ভুমিকম্প। ফার্নিচার কাপা আরম্ভ হয়ে গিয়েছিলো। আমার দেখা সবচেয়ে বড়।

ঢাকার কাছে হয়েছে। পূর্ব দিকে ভারতের বর্ডারের ভিতরে। ৬.৭ মেগনিচিউড।

শ্যলো ভুমিকম্প। মানে মাটির স্তরের উপেরর দিকে। অনেক কিছু ভেঙ্গে পড়ার কথা।

খবরের জন্য অপেক্ষা করছি।
______
"শীতের রাতে বিশাল ভূমিকম্পের পর শার্ট-প্যান্ট, জুতা-মোজা, কোট-ওভারকোট, মাফলার চাপিয়ে বাইরে এসে দেখেন, সবাই ঘুমের পোশাক বা কেবল পাজামা পরিহিত অবস্থায়। সবার বেসামাল অবস্থা দেখে উনি অবাক হবেন কি, উল্টো উনাকে দেখে সবাই চোখ কপালে তুলে বিষ্ময়ের সাথে হাসাহাসি করতে লাগল।"

- ক্যলিফোর্নিয়ায় ওয়াহিদুজ্জামান স্যারের ছোট মামার প্রথম ভুমিকম্পের কাহিনী।

4-Jan-2016 5:10 am

Published
4-Jan-2016