Post# 1451646461

1-Jan-2016 5:07 pm


আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তোমরা
  • ধারণা থেকে বেঁচে থাক। কারণ ধারণা হচ্ছে নিকৃষ্টতম মিথ্যা।
  • আঁড়ি পেতো না
  • গোপন দোষ অন্বেষণ করো না
  • স্বার্থের প্রতিযোগিতায় লিপ্ত হয়ো না
  • হিংসা করো না
  • বিদ্বেষ পোষণ করো না
  • সম্পর্কচ্ছেদ করো না
  • পরস্পর কথাবার্তা বন্ধ করো না
  • একে অপর থেকে মুখ ঘুরিয়ে নিও না
  • দাম-দস্ত্তরে প্রতারণা করো না এবং
  • নিজের ভাইয়ের ক্রয়-বিক্রয়ের মাঝে ক্রয়-বিক্রয়ের চেষ্টা করো না।

    হে আল্লাহর বান্দারা! আল্লাহ যেমন আদেশ করেছেন, সবাই তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও।

    সহীহ বুখারী, হাদীস : ৫১৪৩, ৬০৬৪, ৬০৬৫; সহীহ মুসলিম, হাদীস : ২৫৬৩/২৮, ২৯, ৩০ ও ২৫৬৪/৩২, ৩৩

    (collected)

      Comments:
    • অনেকে ট্রাই করেছিলো, চিকেন এন্ড এগ প্রবলেমে পড়ে যায়।

      আলিবাবাও এই সমস্যায় পড়েছিলো কিন্তু মালিক অনেক ধর্য্য ধরে অনেক বছর পর্যন্ত চালিয়ে গিয়েছে।

      দেশে যেগুলো ছিলো সেগুলো যখন আমি চেক করেছিলাম তখন application গুলো "stateless" ছিলো না। তাই buggy ছিলো।

    1-Jan-2016 5:07 pm

  • Published
    1-Jan-2016