Post# 1453724564

25-Jan-2016 6:22 pm


আরেক চেতনাবিদ "আলোকিত মানুষ":

"কলেজ শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করতেন আতাউর রহমান। এ পর্যন্ত প্রায় ১৬টি বই প্রকাশিত হয়েছে তার। পত্রিকায়ও লিখতেন নিয়মিত। ড. হুমায়ুন আজাদের লেখার একনিষ্ঠ ভক্ত ছিলেন একজন প্রগতিশীল ঘরানার ব্যক্তি ছিলেন বলে উল্লেখ। তার লেখা ‘আলোকিত মানুষ’ নামের একটি গ্রন্থের ফ্ল্যাপে লেখক পরিচিতিতে লেখা রয়েছে- প্রথাবিরোধী, মননশীলতা এবং প্রগতিশীলতা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য"

- শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড: আতাউর রহমানের উপর নিউজ।

25-Jan-2016 6:22 pm

Published
25-Jan-2016