মানত ও সদকা:
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাঃ) বলেনঃ "তোমরা মানত কোরোনা। কেননা মানত তাকদীরের কোনো কিছুকে ফেরাতে পারে না। এটি শুধু কৃপণ ব্যক্তি থেকে সম্পদ খসায়।" [সহিহ বুখারি, মুসলিমঃ ৪৩২৯, সহিহ সুনানে আত-তিরমিজি, সহিহ সুনানে নাসায়ি]
আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, নবী কারীম (সাঃ) বলেছেনঃ "যেই বস্তু মহান আল্লাহ আদম সন্তানের জন্য নির্ধারণ করেননি মানত সেটি তার নিকটবর্তী করে না। বরং তাকদীরে যা আছে মানত সেটাই নিয়ে আসে। এর মাধ্যমে কৃপণ ব্যক্তির সম্পদ বের করা হয় যা সে খরচ করতে চায়নি।" [সহিহ মুসলিমঃ ৪৩৩১]
আলী (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেনঃ "কালক্ষেপণ না করেই সাদাক্বাহ করে দাও, কেননা দান-সাদক্বাহ বিপদাপদের পথে বাধা হয়ে দাঁড়ায়।" [তিরমিযীঃ হাদিস ৫৮৯]
আলী (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ "দান আল্লাহ তা’আলার ক্রোধ প্রশমিত করে এবং মন্দ মৃত্যু রোধ করে।" [তিরমি্যী, মেশকাত হাদিস ১৮১৪/২১]
(collected)
- Comments:
- গত বছর তেলের দাম ছিলো ৬০ ডলারে নেমে যাবার পরে সরকার সারা বছর তেল কিনেছে ১০০ ডলার বেরেল দরে। এই খবরটাও খুজলে পাবেন।