ছোট বেলায় আব্বা-আম্মার নামাজের সময় পাশে দাড়িয়ে থাকতাম কিছু বলার জন্য। বড় বোন শিখালো, "যখন দেখবা ডানে বামে মাথা ঘুরাচ্ছে তখন বুঝবা নামাজ শেষ। জায়নামাজ তুলে নেবে।"
শেষ হবার পরে, "বলেছিলাম না?"
_____
ছোট বেলার বন্ধুদের সাথে যেতাম জুম্মাতে। একজন শিখালো, "যখন দেখবা ঈমাম সাহেব বলছে ফাজকুরুনি আজকুরুকুম... বুঝবা খুতবা শেষ, উঠে দাড়াবা।"
শেষ হবার পরে, "বলেছিলাম না?"
বললাম "অকে, শিখলাম"
সেই শিক্ষা এখনো কাজে লাগে :-P
#bits_from_memories.