Post# 1453165455

19-Jan-2016 7:04 am


বাংলার মুসলিম আর আম্রিকার মুসলিম, সবার অবস্থাই খারাপ। পার্থক্য হলো বাংলায় সবার অবস্থা খারাপ বলে সহমর্মিতা আর প্রবোধ পাওয়া যায়।

আর আম্রিকায় শুধু মুসলিমদের অবস্থা খারাপ আর বাকিদের অবস্থা ভালো বলে গায়ে লাগে বেশি।

তাই আম্রিকায় যে মুসলিমরা আছেন, তাদের উপর ইসলাম বর্জন করে অন্য পক্ষে চলে যাবার ডাকটা বেশি। তারা না হলেও তাদের সন্তানরা এটা ফেস করবে।

Gone are the days: যখন পরিচিতরা আম্রিকায় গিয়ে বলতো "ঐ খানে গিয়ে আমি আরো বেশি ইসলাম পালন করতে পারছি। কি সুন্দর পরিবেশ সেখানে!!! দেশে তো আমি নামাজই পড়তাম না।"

http://mzamin.com/details.php?mzamin=+MTExNTQx&s=Mw%3D%3D#.Vp00TD08flo.facebook

    Comments:
  • এটা হলো ঢিসুম বেবি। ঢিসুম ঢাসুম করে ফাইট করতে পারবে।

19-Jan-2016 7:04 am

Published
19-Jan-2016