Post# 1453600617

24-Jan-2016 7:56 am


Recursive Fibonacci & Java:

বেসিক ফর্মুলা এটা

int fib(int num){ if num < 2 => return num return fib(num-2)+fib(num-1)
}

Recursively একই Function call করে বলে এটা দিয়ে function call speed সুন্দর ভাবে মাপা যায়। সংখ্যা এক এক করে বাড়াতে থাকলে সময় exponentially বাড়ে।

কিন্তু Java র ক্ষেত্রে এটা হয় না। যে সংখ্যাই দেয়া হয় ধুম করে চলে আসে।

কারন কি?

কারন Java, Re-entrant function এর ক্ষেত্রে সময় যদি বেশি লাগে তবে এর রেজাল্টটা cache করে রাখে এবং পরবর্তি call এ যদি একই argument দিয়ে call করা হয়, তখন cache value ব্যবহার করে।

24-Jan-2016 7:56 am

Published
24-Jan-2016