তুচ্ছ ও স্বল্পজ্ঞানীদের কাছে এলেম অন্বেষণ:
নবী যুগে মানুষ খোদাভক্ত এবং মর্যাদাবান জ্ঞানীদের কাছে জ্ঞান অন্বেষণে যেত। কেয়ামতের পূর্বমুহূর্তে স্বল্পজ্ঞানী এবং নির্বোধ লোকেরা নিজেদেরকে আলেম বলে পরিচয় দেবে। আলেম ভেবে মানুষ তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে। ভুল ফতোয়া দিয়ে তারা মানুষকে পথভ্রষ্ট করতে থাকবে।
আবু উমাইয়া জুমাহী রা. থেকে বর্নিত, নবী করীম সা. বলেন- “স্বল্পজ্ঞানীদের কাছে জ্ঞান অন্বেষণে যাওয়া কেয়ামতের অন্যতম নিদর্শন।” ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহ.কে ‘স্বল্পজ্ঞানী’র পরিচয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন- “যারা ব্যক্তিগত মতামত দিয়ে কোরআন-হাদিসের ব্যাখ্যা করে।"
- বই "মহাপ্রলয়"