১ রাকাতে সম্পূর্ন কোরআন শরিফ:
ধরি রাত ৮ টা টায় নামাজ আরম্ভ করতেন, সকাল ৪ টার দিকে শেষ করতেন। এভাবে ৮ ঘন্টায় সম্পুর্ন কোরআন শরিফ পড়তে হলে ১৫ মিনিটে ১ পারা করে পড়তে হবে।
নামাজের বাইরে আমার ১ পারা পড়তে লাগে ৩০ মিনিট। আরেকটু দ্রুত পড়লে এটা সম্ভব। সাধারন মানুষ হয়তো পড়তে পারবে না, কিন্ত সম্ভব।