১১ টা গ্রহ স্বপ্নে দেখেছিলেন ইউসুফ আ:। রাসুলুল্লাহ ﷺ এর যুগে মানুষ ৫ টা গ্রহের ব্যপারে জানতো। এখন জানে ১০ টার ব্যপারে।
আগের ৯ম গ্রহ প্লুটোকে গ্রহ হিসাবে বাদ দিয়েছিলো বৈজ্ঞানিকরা ২০০৪-৫ এর দিকে। এর পর পরই আবিস্কার হয় প্লুটোর চাদ আছে। এর পর আবিস্কার হয় ১ টা না, বরং প্লুটোর ৫ টা চাদ আছে।
এই তথ্য যদি ২০০৪ এ বৈজ্ঞানিকরা জানতো তবে প্লুটোকে গ্রহ হিসাবে বাদ দিতো না।
প্লুটও সহ জানা গ্রহ এখন ৯ টা + এখন সম্ভাব্য ১ টা = ১০ টা।
- Comments:
- ভিন্ন আলেমদের মতে ১১ গ্রহ।
- আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা দান করুন। আর এখন যে কস্ট করছেন তার প্রতিদান আল্লাহ তায়াল যেন বাড়িয়ে দেন।