"রাসুল সাঃ বলেছেন, যে ব্যক্তি ৪০ টি সকাল একনিষ্ঠভাবে আল্লাহ তায়ালাকে দিয়ে দেবে, আল্লাহ তায়ালা তার অন্তরকে জ্ঞান দ্বারা ভরে দেবেন। এত ভরে দেবেন যে, তা ঝর্না হয়ে তার মুখ দ্বারা বের হতে থাকবে। একদা মুফতী ফজলুল হক আমিনী (রহ) বলছিলেন, কোন ছাত্র যদি একাধারে চল্লিশ দিন তাহাজ্জুদ পড়ে, আমি তাকে বাইয়াত করব।"
(Collected)
- Comments:
- জয় বাংলা