Post# 1453998331

28-Jan-2016 10:25 pm


প্রথম Mac কিনেছিলাম একটা MacBook Air 13"। দুই বছর চললো। এর পর ব্যটারি চার্জ রাখতে পারে না। WiFi নস্ট হয়ে যায়। WiFi dongle দিয়ে কাজ চালাই। এর পর টাচ পেডটা রেসপন্স করে না।

সেটা ঠিক করতে পয়সা নস্ট না করে ফেলে রাখলাম স্টোরে। এর পর কিনলাম Air 11"। এখন এটা ব্যবহার করি। দুই বছর চললো। এর পর এখন এটার টাচপেডের click button নস্ট হয়ে গিয়েছে। চার্জারের কানেকশন সহজে পায় না।

এখন এটাও কি স্টোরে ফেলে নতুন আরেকটা ম্যক কিনবো? নাকি এটা রিপেয়ার করতে দেবো? নাকি Lenovo একটা কিনে লিনাক্স ইন্টল করে চালাবো? বুঝতে পারছি না।

    Comments:
  • এটা আসলে ডিপেন্ড করে কোন প্লাটফর্মে/লেংগুয়েজে কাজ করবেন এর উপর।
  • এটা এবনরমাল না। এর আগে যে লেপটপগুলো কিনতাম সেগুলো ঠিক এক বছর চলে নস্ট হয়ে যেতো। ম্যকগুলো সে জায়গায় ২ বছর করে চলছে।
  • Sony র কোনো লোকাল ডিলার আছে?
  • VAIO দেখলাম। প্রথমেই দেখলাম battery. Battery তে চলে ৪ ঘন্টা। এটা প্রবলেম। ব্যটারিতে ম্যক চলে ৯ ঘন্টা। এরকম না হলে বাইরে কাজ করা টাফ।
  • :-D
  • এটার সফ্টওয়ার সব ভিন্ন। সুবিধা বা অসুবিধা নেই।

28-Jan-2016 10:25 pm

Published
28-Jan-2016