Post# 1451752273

2-Jan-2016 10:31 pm


টাশকি খেলাম!!! মিলাদুন্নবীতে কেক কেটে "হেপি বার্থডে ইয়া রাসুল্লাহ" গান গাচ্ছে।

আল্লাহ তায়ালা উনার উপর সালাম পাঠান।

বিদায়াত হলো এরকম। যখনই এটাকে গ্রহনযোগ্য ধারনা করা হবে, তখনই এটা বাড়তে বাড়তে বাকি সব কিছুকে গ্রাস করে ফেলবে।

এটা রাতা রাতি না হলেও, বছর বছর বাড়তে থাকবে।

আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন। সময়টা ফিতনার।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • হয়রত আলী রা: ও মুয়াবিয়া রা এর মাঝের ইখতিলাফের সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নেই।

    কিন্তু ফরাজী আর আহলে হাদিসের বিতর্কের সাথে আমাদের ঈমান আমলের সম্পর্ক আছে।

    ফারাজী সাহেব আসার আগে আহলে হাদিস সবাই আমাকে কাফির বলতো কারন আল্লাহ তায়ালা কোথায় আছেন আর কোথায় নেই সেটা নিয়ে তাদের মতের সাথে আমি একমত নই বলে। এটা ঈমানের সাথে সম্পর্কিত হলো।

    ফারাজী সাহেব জবাব দেয়া আরম্ভ করার পর, এগুলো নিয়ে এখন কেউ কথা বাড়ায় না।

2-Jan-2016 10:31 pm

Published
2-Jan-2016