"হিজাবের ব্যবহার আনেক বেড়ে গিয়েছে।" সবাই বলছে।
তবে আমি জানি না এর কারন বে-হিজাবীরা হিজাব পড়া ধরেছে সে জন্য, নাকি জিহাবীরা এতদিন বাসা থেকে বের হতো না, তারা এখন দলে দলে রাস্তায় বেরুনো শুরু করেছে সে জন্য। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু হিজাব কমেছে, বাড়ে নি। :V
একটা জিনিষ লক্ষ্য করেছি, মুসলিমদের উপর যখন আজাব আসতে থাকে তখন হিজাবের ব্যবহার বেড়ে যায় হটাৎ করে, এবং গ্লোবালি।
- Comments:
- আমার মনে পড়ে, ২০০২ এ আমেরিকা, ইরাক আর আফগানিস্তানে যুদ্ধ আরম্ভ করার সাথে সাথে ঢাকার রাস্তায় বে-হিজাবি মেয়ে হটাৎ করে কমে গিয়েছিলো।
আমাদের এই দেশেও দেখেন হালাকু শাসন যত পোক্ত হচ্ছে, হিজাবি বাড়ছে।
এখন বাড়ির পাশে ইন্ডিয়া বা পাকিস্তানে একটা যুদ্ধ আরম্ভ হোক, দেখবেন এই দেশেও হিজাবী রাতা রাতি কত গুন বেড়ে যায়।
মানুষের মাঝে আল্লাহর ভয় আছে। এটাকে জাগিয়ে তোলার জন্য মাঝে মাঝে উনি আযাব পাঠান।