বায়েজিদ বোস্তামী,
শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাযামী।
গভীর রাত্রে জননী উঠিয়া কহিলেন,"বাছাধন,
বড়ই পিয়াস পানি দাও" বলি মুদিলেন দু নয়ন।
দেখিল বালক ঘরের কোনে কলসিতে নেই পানি,
বহুদূর পথ ঝরনা হইতে কলসি ভরিয়া আনি।
জল ঢালি পিয়ালায়,
সুপ্ত মাতার নয়ন শিয়রে দাড়িয়ে রহিল ঠায়।
- Comments:
- ক্লাস ফাইভে মুখস্ত করতে হয়েছিলো।
- এর পর পাঠ্য পুস্তক অনেকবার বদলিয়েছে।