Post# 1453454212

22-Jan-2016 3:16 pm


ইয়াজুজ মাজুজ:

আখিরুজ্জামানের ব্যপারে একটা ব্যখ্যা আছে যে ইয়াজুজ মাজুজ সামনে বেরুবে সেটা না। বরং অলরেডি তারা দেয়াল ভেঙ্গে বেরিয়ে গিয়েছে এবং আমাদের মাঝে আছে। ইমরান নজর হোসেন দ্রস্টব্য।

তাদের মতে বর্তমান বিশ্বের ৬ বিলিয়ন লোকের একটা বড় অংশ হলো ইয়াজুজ মাজুজ।
______
এই ব্যখ্যাটা যদি সত্য হয় তবে একটা বড় আতংকের বিষয় রয়ে যায়।

কি? ইয়াজুজ মাজুজ আক্রমন করতে পারে? সেটা?

না। তা থেকেও বড়।

হাশরের দিন প্রতি ১০০০ এ ১ জন জান্নাতে যাবে। মুসলিমরা এই ভেবে এতদিন স্বান্তনা পেতো যে এর মাঝে ৯৯৮ জন হলো ইয়াজুজ মাজুজ। এখন আমাদের মাঝে যদি ইয়াজুজ মাজুজ থাকে তবে বর্তমান জামানার প্রতি ১০০০ জনে ১ জন জান্নাতে যাবে। ইয়াজুজ মাজুজ কোটা আর সেপারেট নেই। এবং আমার জান্নাতে যাবার সম্ভাবনাও নেমে আসছে ০.১% এ।

______
"ইয়াজুজ মাজুজ অলরেডি বেরিয়ে গিয়েছে" এটা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি না। তার পরও রিস্কটার কথা মাঝে মাঝে মনে পড়ে আতংক জাগে।

    Comments:
  • উনি বলেছেন কিনা জানি না। তবে উনার ফলোয়াররা এটা বলেন।
  • এই আয়াতের ব্যখ্যা আমি এভাবে নিয়েছিলাম যে, ইহুদিদের ফিরে আসার পরে এটা ইন্ডিকেট করছে যে ইয়াজুজ মাজুজ সময় কাছিয়ে আসছে। যেহেতু একটার পর অন্যটা ঘটবে।
  • তাহলে তারা কারা? মানে এক্সপ্লিসিটলি কোন জাতী?
  • চাইনিজ, বৃটিশ আর ইন্ডিয়ান, এই তিনটা জাতী আছে বর্তমান বিশ্বে। বাকিরা সব সংখ্যা লঘু।
  • শামের বর্বর জাতি বলতে আফ্রিকানদের ধরে নিয়েছি। তাদের নাম "খাজা" হলো কিভাবে? মানে ইতিহাসটা কি?

    আর ইন্ডিয়ায় থাকলে, আমরাও ইয়াজুজ মাজুজদের একজন হতে পারি। মানে পসিবিলিটি উড়িয়ে দেয়া যায় না।

  • এই মুহুর্তে নেই। কিন্তু দৃশ্যপট বছর বছর পরিবর্তিত হচ্ছে।
  • আপনাকে কিছু হাদিস দেখাবো যেগুলোতে আরো স্পস্ট করা আছে কাদের বর্বর বলা হচ্ছে। কিন্তু পাবলিক আলোচনায় হাদিস কোট করা উচিৎ হবে না। Wait for a restricted post.
  • "খাজার জাতি" দিয়ে সার্চ করে এই জায়গায় গিয়ে ঠেকলাম।

    https://en.wikipedia.org/wiki/Gates_of_Alexander
    https://en.wikipedia.org/wiki/Gates_of_Alexander

  • ম্যপে এই জায়গায়।

    - কোনটা ভুল সেটা বুঝার চেষ্টা করছি। Imtiaz Ahmed Farabi

    জানতে আপত্তি নেই। "গোপন ইলম" বলে কোনো কিছু বিশ্বাস করি না।

  • Back to discussion Ashraful Alam
  • দিলেও নিশ্চই বলতেন না।

22-Jan-2016 3:16 pm

Published
22-Jan-2016