একটু মন খুলে ভুল করার সুযোগও এখানে নেই:
"আজকাল আমাদের তথাকথিত প্র্যাকটিসিং মুসলিমদের সার্কেলে এক ধরণের কসমেটিক ইসলাম আমরা দেখতে পাই যেখানে একে অপরকে ব্রাদার সিস্টার ডাকতে ডাকতে আমরা অজ্ঞান। সম্পর্ক একটি কর্পোরেট অফিসের চেয়েও বেশি ফরমাল। দেখা হলে খুব সন্তর্পণে চলতে হয় কখন কী 'ইসলামিক' ভুল হয়ে যায় এবং মানুষ আমাকে জাজ করা শুরু করে। একটু মন খুলে ভুল করার সুযোগও এখানে নেই। সবাইকে দেখিয়ে চলতে হবে কী পার্ফেক্ট বুকিশ মুসলিম আমরা! এধরণের আচরণ সাস্টেইন করা অসম্ভব নিজেদের পক্ষেই। আর এধরণের ব্যক্তিত্বহরণকারী কসমেটিক কালচার সাধারণ মানুষকেও ইসলামের ব্যাপারে ভয় পাইয়ে দেয়।"
- আসিফ সিবগাত।
- Comments:
- এখনো সময় আছে আপনার বিখ্যাত হবার :-P
- কোনো বিষয়ে আমার থেকে বেশি যে জানে সে ঐ বিষয়ে আমার কাছে স্কলার। এবং প্রচলিত ভাষায় যাদেরকে স্কলার বলা হয় তাদের মাঝে অন্তর্দন্ধ প্রচুর আছে। এটা যদি আমি জাজ করতে যাই "কে ঠিক" তবে একজন স্কলারের কাজ আমি করছি।
- সে হিসাবে আপনিও হয়তো স্কালার না। আপনি কি বলছেন আসিফ ভাইয়ের কথাগুলো ভুল আর আপনার কথাগুলো ঠিক ধরতে? কারন আপনাদের দুজনের কথায় বিরোধিতা আছে।
- Agree করি যে আপনার কাছে কথাগুলো ভুল মনে হচ্ছে।
তবে আমার কাছে কথাগুলো ঠিক মনে হচ্ছে।
আমরা দুজনের কেউই স্কলার না।