Facebook Posts - May 2017

7-May-2017 12:46 pm


IPS vs Generator

- IPS সাধারনতঃ দৈনিক ২ ঘন্টা চলে। এর থেকে বেশি সময়ের জন্য কারেন্ট চলে গেলে অন্ধকারে থাকতে হবে।

- প্রতি বছর একবার ব্যটারি বদলাতে হবে। ২৫-৩০ হাজারের ধাক্কা।

- কারেন্ট চলে গেলে যতটুকু পাওয়র সে সাপ্লাই দেবে, তার ২ থেকে ৩ গুন বেশি পাওয়ার টানবে চার্জ নেবার জন্য। কারেন্টের এই বাড়তি বিলটা হিসাবে আনতে হবে।

- বছর বছর ব্যটারি খরচ + এক্সট্রা কারেন্টের বিল হিসাব করলে খরচ জেনারেটর থেকে কম না।

- এবং জেনারেটর সারা বছর একই লোড নিতে পারে। আইপিএসে ব্যটারি কয়েক মাস পুরানো হলে আর ঐ লোড নিতে পারে না। খুব দ্রুত ৬০% লোডে চলে যায়।

"কিন্তু জেনারেটর ম্যনুয়ালি স্টার্ট অফ করতে হয়।"
হালকা করে একবার টানদিলে স্টার্ট হয়ে যাবে। আর ২০০ টাকার একটা relay switch লাগিয়ে দিলে কারেন্ট অসলে অটো অফ হয়ে যাবে।

    Comments:
  • That was pure evil.
  • Even this type of wash might work, if the phone is dried 100% before being powered up.
  • বর্তমানের ফেইসবুক পোলাপাইন এরশাদ শিকদারের কাহিনীর সময় জন্মায়ও নি। তাই ভদ্রলোক কে সেটাও জানে না। Reality.
  • মুখোশ উন্মোচন।
  • বয়স ৪০ এর উপর বলে।
  • "এরশাদ শিকদার হলেন আমার ভাই" - মাজহার ভাই।
  • চুপ থাকার কথা বলা হয় সম্ভবতঃ যে সব ব্যপারে উলামাদের মাঝে দ্বিমত আছে সে সব ব্যপারে।
  • Hope she can also contribute for science like Einstein, Hawking and others.
  • //আযানের পরে হাজার হাজার দোকানে কেনা-বেচা হয় কি হয় না ?// জুম্মার সানি আজানের পর সব বন্ধ হয়ে যায় বলে আমার ধারনা।
  • ঘুষ না খেলেও হাশরের ময়দানে সরকারী চাকরিজীবিদের দায়িত্বের জবাব দিতে হবে কঠোর। যে কারনে আল্লাহ ভীরুরা সরকারী চাকরি নিতেন না।
  • বিভিন্ন কিতাব পড়তে থাকলে এর উপর বিস্তারিত যুক্তি পাবেন। বা এর বিপক্ষে।
  • জানা নেই।
  • ...trying to impress others.... through FB posts.
  • It's a wonder how they did it w/o special effect.
  • 'ওয়াবি কেস' <-- ওহাবী কেইস। এই আন্দোলনকে ইংরেজরা বলতো ওহাবী আন্দোলন। সেই থেকে কওমি মাদ্রাসাগুলো ওহাবী মাদ্রাসা।
  • ১ এর পরে কোলোনের বদলে বিসর্গ দেবার কারনে আমার কম্পিউটারে এরকম এসেছে।

    - একে কুংফু শিখানোর জন্য মাইর দিতে হবে রেগুলার।

  • sponsored by samsung, I guess. :-P
  • কিছু না ভাই। পোলায় অনেকক্ষন ধরে কিছু পোষ্টায় না, তাই মনে করলো কিছু একটা পোষ্ট দেয়া দরকার।
  • E100 হলো সাধারন খাবার হলুদ যেটা কেজি দরে বাজার থেকে কিনে আমরা বেটে খাই। এই লিষ্টের প্রথম আইটেম। এতে শুকর নেই। কিন্তু লিষ্টটা এই ভুল তথ্য দিয়ে আরম্ভ করা হয়েছে।

    https://en.wikipedia.org/wiki/Curcumin

  • E110 হলো হলুদ রং যেটা পেট্রলিয়াম থেকে আসে। কোনো প্রানী থেকে না। লিষ্টের দ্বিতীয় আইটেমও ভুল তথ্য।
    https://en.wikipedia.org/wiki/Sunset_Yellow_FCF
    https://en.wikipedia.org/wiki/Sunset_Yellow_FCF
  • আরো কয়েকটা দেখলাম। বুঝালাম এই লিষ্টটা ভুয়া। এখানে কোনোটাতে শুকর নেই তা বলছি না। কিন্তু এখানে দুনিয়ার সব E নম্বর ঢুকিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে।

    কোনটা ঠিক কোনটা ভূল বুঝার উপায় নেই।

  • চ্যানেল চালাতে পয়সা লাগবে না? /s
  • But the republicans are in control of the senate.
  • Shahidul Islam Majumder Sounds legit. Can vouch for it (Y)
  • //লোকটি বলল, আমি দুই বস্তা নেব পাইকারিতে// এটাই হলো সমস্যা। লাভ না করলে পাশের ব্যবসায়িরা পাইকারি সব মাল কিনে নিয়ে নিজেরা লাভে বিক্রি করবে। মাল কিনার জন্য কষ্ট করে পাইকারি বাজারে যাবার দরকার কি, যদি পাশের দোকানে একই দামে পাওয়া যায়?

7-May-2017 12:46 pm

17-May-2017 10:59 am


সালাফিদের মতে দেওবন্দিরা কাফের।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • Fake news!
  • //সেসব নিয়ে আনন্দ উল্লাসের কি কারণ তা আমার বোধগম্য নয়// <-- শোকর আদায়।
  • A fundamentalist muslim was saying that he is more comfortable making friends with moderates than with other fundamentalists. As he feels more relaxed with them.
  • এধরনের একটা কেইস ঢাকায় হয়েছিলো। ছাত্ররা ধরে তাকে ঢাকা মেডিক্যলে নেবার পরে বলে ড্রাগ এডিক্ট। পায়ে ইঞ্জেকশন নিতে নিতে পচে গিয়েছে।

    উনার একই কেইস সেটা বলছি না যদিও।

  • Think positive. মানুষ কষ্টে আছে বলে আমি আনন্দ করলাম না। কিন্তু অন্যে আনন্দ করলে যদি এটা আমি খারাপ মনে করি then I am overstepping the boundary.
  • I would have thrown out 90% of all my code every year, if I had the time and resource to do so.
  • অফিসে যাদের সিংগারা নাস্তা দেয় তাদের মাথায় এই চিন্তা মাঝে মাঝে আসে।

17-May-2017 10:59 am

20-May-2017 3:31 pm



জু্ম্মার আজান সৌদিতে এখন দুটো হয়।
প্রথম আজান হয় জোহরের ওয়াক্তের ৩০ মিনিট আগেই।
ওয়াক্ত হবার সাথে সাথে দ্বিতীয় আজান দিয়ে খুতবা হয়।


বাংলাদেশের কিছু আলমের কথা আছে ইউটুবে যেখানে উনারা বলেছেন "লা ইলাহা ইল্লাল্লাহ" কালেমার এর সাথে "মুহাম্মদ রাসুলুল্লাহ" নেই। প্লাস ফেসবুকে একটা ছবি দেখেছি যেখানে কোনো এক মসজিদ কালেমার দ্বিতীয় অংশটা ঢেকে দেয়া হয়েছে।

তবে মসজিদে নববীর ঝাড়বাতির প্রতিটা বাতির গায়ে লিখা আছে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"।

অর্থাৎ এটা সৌদি সরকারী আলেমদের মত না।


মসজিদের দেয়ালে "আল্লাহু" ও "মুহাম্মদ" ﷺ পাশা পাশি লিখা নিয়েও কিছু আলেম আপত্তি জানিয়েছেন। এটাও ইউটুব খুজলে পাবেন। তাদের মতে একই লেভেলে দুটো না লিখে আল্লাহু উপরে লিখতে হবে। যেমন কিনা রাসুলুল্লাহ ﷺ এর আংটি মুবারকে লিখা ছিলো।

এখানেও, মসজিদে নববীর দেয়ালে আল্লাহ এবং মুহাম্মদ ﷺ পাশা পাশি লিখা আছে।

অর্থাৎ এটাও সৌদি আলেমদের মত না।

    Comments:
  • তবে শহরে কম ভাড়ায় থাকলে হলে উচু তলায় থাকতে হয়। বাধ্য হয়ে।
  • বাম দিকের জন দেওবন্দি ধারার বই বিক্রি করেন আর ডান দিকের জন বেরলভি।
    ডান দিকের জন আমার কাছে বই কমে বিক্রি করেন না। চেহারা দেখে বুঝতে পারে আমি অন্য লাইনের :-)

20-May-2017 3:31 pm

20-May-2017 10:53 pm


দোয়া - ১
আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত নাবী ﷺ বলেছেনঃ শোয়ার সময় যদি এই দুআটি কেউ তিনবার পড়ে তবে তার গুনাহর সংখ্যা যদি
সমুদ্রের ফেনার মত
বা গাছের পাতার মত
বা মরুভূমির বালুর মত
বা দুনিয়ার দিনের সংখ্যার মত
হয় তবুও আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন।

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ

আস্তাগফিরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাউয়ুম, ওয়া আতুবু ইলাইহি।

অর্থ :
আমি মাফ চাই আল্লাহর কাছে
যিনি জীবিত ক্ষমতাশীল।
আমি উনার দিকে ফিরলাম।

তিরমিজী - ৩৩৯৭

দ্বিতীয় হাদিসে আছে যে এটা পড়বে তাকে মাফ করে দেয়া হবে যদিও সে যুদ্ধ ময়দান থেকে পালায়।

তিরমিযি এবং আবু দাউদ।

#HabibDua

    Comments:
  • https://sunnah.com/search/?q=أَسْتَغْفِرُ+اللَّهَ+الَّذِي+لاَ+إِلَهَ+إِلاَّ+هُوَ+الْحَىَّ+الْقَيُّومَ+وَأَتُوبُ+إِلَيْهِ
  • added.
  • আলহামদুলিল্লাহ ভালো।
  • জানা নেই।
  • আপনার ব্যক্তিগত মতামত জানানোর জন্য ধন্যবাদ Mainul Islam

20-May-2017 10:53 pm

21-May-2017 2:21 pm


অন্যান্য মাজহাবে আশারি মাতুরিদি:


শাফি মাজহাবের মূল ধারা আশারি-মাতুরিদি।

http://shafiifiqh.com/question-details.aspx?qstID=258

শেষ লাইনের অর্থ "আহলে সুন্নাহর ডেফিনিশনই হলো ইমাম আশারি এবং মাতুরিদির অনুসারী"

http://islamqa.org/shafii/shafiifiqh/30220


নিম্নোক্ত শাফি ইমামগন আশারি ছিলেন

  • ইমাম নববী
  • ইবনে হজর আল আসকালানী
  • ইমাম সুয়ুতি

    বুঝলাম টপ সবাই। কেউ বাদ নেই।
    https://en.wikipedia.org/wiki/Ash%27ari


    taqwa.sg নামে একটা সাইট ছিলো সিংগাপুরের যেখানে শাফি মাজহাবের মাতুরিদি অনুসরনের উপর বিশাল আর্টিক্যল ছিলো। গত কয়েকদিন ধরে সাইটটা ডাউন। আবার আপ হলে লিংক দেয়া যাবে ইনশাল্লাহ।


    মালিকিদের কি অবস্থা?
    তারাও আশারি মাতুরিদি।

    "Classically, scholars from the Hanafis and Maliki schools both follow the two orthodox Sunni theological schools of the Asharis and Maturidis"

    http://malikifiqhqa.com/uncategorized/is-there-any-difference-of-belief-between-hanafis-and-malikis/

    এবং মুফতি ইজহার ভাই যা বলেন সেই ব্যখ্যাতে।

    http://malikifiqhqa.com/uncategorized/did-the-maliki-jurist-ibn-abi-zayd-believe-allah-is-literally-above-the-throne-shaykh-rami-nsour/


    হাম্বলিরা ছাড়া বাকি সব মাজহাব আশারি মাতুরিদি অনসুরন করে পড়েছিলাম।

    https://baraka.wordpress.com/2007/02/03/ashari-and-maturidi-school-of-islamic-belief/

    তার পরও নিশ্চিৎ হবার জন্য প্রত্যেক মাজহাবের নিজস্ব আলেমদের ফতোয়া সরাসরি খুজে নিলাম।


    তাহলে হাম্বলি মাজহাবের অনুসারি এবং এর ধারা ধরে বর্তমান সালাফিরা আশারি-মাতুরিদিদের কাফের বলেন কেন?

    পেলাম বিভেদটা ঐতিহাসিক। যুগ যুগ ধরে চলে আসছে।

    http://seekershub.org/ans-blog/2009/11/19/the-asharis-maturidis-standards-of-mainstream-sunni-beliefs/


    কংক্লুশন : ভয় পাবার দরকার নেই। অধিকাংশ আলেমদের মতের উপর থাকা সবসময় নিরাপদ।

    মনে রাখতে হবে, যারা কুফর ফতোয়া দেয় তাদেরকে হাশরে মাঠে ওকালতি করার জন্য আশে পাশে পাওয়া যাবে না।


    এখানে নিজের কোনো ব্যখ্যা-যুক্তি-মত লিখলাম না।

    কেউ যদি বলেন "আলেমদের কথা কোনো দলিল না। আমাদের দলিল শুধু কোরআন হাদিস" তবে কোরআন হাদিস পড়েও আমি একই কংক্লুশনে পৌছবো।

    কিন্তু সেই তর্কে যাওয়া হানাফি মাজহাবে নিষেধ।

    تفكروا في خلق الله ولا تتفكروا في الله

    আল্লার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে না।

      Comments:
    • জানা নেই।
    • আপনার ব্যক্তিগত মত জানলাম।
    • আল্লাহ তায়ালা আপনার জীবনেও বরকত দান করুন। এবং আপনাকে উনার প্রীয় বান্দাদের একজন করুন।
    • :'(
    • I write unit tests for say when writing a new programming language. Otherwise I don't because the delivery time is always "yesterday."
    • আর বেশি দিন ধর্হ্য ধরতে হবে না ইনশাল্লাহ।

      - // আপনি নিজেদের ঘরানার সাইট থেকে দলিল দিয়ে// <-- তাই নাকি?

    • আপনার কথা, ক্ষোভ এবং কনফিউশন সম্পর্কে জানলাম। ধন্যবাদ।
    • আল্লাহ সত্য বলছেন। আমি উনার সব আয়াতে বিশ্বাস করি যা উনি নাযিল করেছেন।
      উনি যেন আমাকে যে পথে উনি কোরআন শরিফে চলতে বলেছেন সেই পথের উপর রাখেন।
    • এখানে এর উপর ফতোয়া আছে। অধিকাংশ মুসলিম যে পথে সেটাই সঠিক পথ। পড়ে দেখতে পারেন।
      https://islamqa.info/en/90112
      https://islamqa.info/en/90112
    • না। দুষ্টামি করে বলেছি।
    • আল্লাহ তায়ালা আমাকেও হিদায়াত দান করুন, এবং সত্যের উপর রাখুন, এবং মিথ্যাবাদীদের একজন হওয়া থেকে হিফাজত করুন।
    • //Any comment on this issue?//
      I act on the hadith Tafakkaru fi khalkillah.... think of the creation of Allah and not of Allah Himself.

      The only reason I posted this is so that Hanafi/Doebondis don't get upset after a recent fatwa posted by a Salafi shaykh that Sunnis should not marry Dewbondis.

      Personally I don't seek answer to the question: where is Allah? I know the answer pretty well without any debate.

      I only seek to know the different rulings from various schools of thought on people who express something on the physical attributes of Allah.

      To me, the rullings/fatwas are important. Not the answer to the main question.

    • //gold is extraterrestrial// so is Iron, and all materials above it.
    • আমি হানাফি/দেওবন্দি এবং তাদের অধিকাংশের/মূলধারার ফতোয়া/আকিদা অনুসরন করি।

    21-May-2017 2:21 pm

  • 23-May-2017 5:35 am


    ইনশাল্লাহ সৌদিআরব এবং মধ্যপ্রাচ্যে আগামি শনিবার থেকে রমজান।

    বাংলাদেশে শুক্রবার সন্ধায় চাদ দেখার চেষ্টা হবে। কিন্তু দেখা যাবে না। তাই শাবান মাস ৩০ দিন পূর্ন হবে।

    বাংলাদেশে শনিবার রাতে তারাবি-সেহরি এবং রবিবার দিন থেকে রোজা, ইনশাল্লাহ।

      Comments:
    • None of these are real programming language that people actually use for anything.

    23-May-2017 5:35 am

    23-May-2017 11:08 pm


    দোয়া - ২

    একবার এক সাহাবী রাসুলুল্লাহ ﷺ এর সাথে মসজিদে বসে ছিলেন। এক লোক নামাজে এই কথাগুলো দিয়ে দোয়া করছিলো। তখন রাসুলুল্লাহ ﷺ বললেন সে ইসমে আজম দিয়ে দোয়া করছে। এটা দিয়ে ডাকলে জবাব দেয়া হয়। কিছু চাইলে দেয়া হয়।

    اللهم !
    إني أسألك بأن لك الحمد ،
    لا إله إلا أنت الحنان المنان ،
    بديع السماوات والأرض ،
    يا ذا الجلال والإكرام !
    يا حي يا قيوم !
    أسألك

    উচ্চারন:
    আল্লাহুম্মা।
    ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদ।
    লা ইলাহা ইল্লা আনতা, আল হান্নান আল মান্নান।
    বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ।
    ইয়া জিল জালালী ওয়াল ইকরাম।
    ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম।
    আসআলুকা।

    অর্থ:
    হে আল্লাহ!
    আমি আপনার কাছে চাই কারন আপনার জন্যই প্রশংসা।
    আপনি ছাড়া কোনো ইল্লাহ নেই।
    দয়ালু দাতা।
    আকাশ-পৃথিবী যিনি আরম্ভ করেছেন।
    হে রাজকীয় সম্মানিত।
    হে জীবিত চিরজীবী।
    আপনার কাছে চাই।

    রেফারেন্স:
    كنت جالسا مع النبي - صلى الله عليه وسلم - في المسجد ، ورجل يصلي ، فقال : اللهم ! إني أسألك بأن لك الحمد ، لا إله إلا أنت الحنان المنان ، بديع السماوات والأرض ، يا ذا الجلال والإكرام ! يا حي يا قيوم ! أسألك ، فقال النبي - صلى الله عليه وسلم - : دعا الله باسمه الأعظم ؛ الذي إذا دعي به أجاب ، وإذا سئل به أعطى
    الراوي: أنس بن مالك - خلاصة الدرجة: إسناده صحيح - المحدث: الألباني - المصدر: مشكاة المصابيح

    #HabibDua

      Comments:
    • উচ্চারনের জন্য আরবীর সাথে মিলিয়ে নিতে হবে। কারন উচ্চারনে ভারিয়েশন আছে। যেমন আরবী ( ذ ) এর উচ্চারন আমি soft-দ করি। অনেকে করে জ এর মত।
    • খুজে দেখি পাই কিনা।

    23-May-2017 11:08 pm

    24-May-2017 10:21 pm


    দোয়া - ৩
    রাসুলুল্লাহ ﷺ এটা দোয়াটা পড়তেন।

    رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَىَّ
    وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَىَّ
    وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَىَّ
    وَاهْدِنِي وَيَسِّرِ الْهُدَى لِي
    وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَىَّ
    رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا
    لَكَ ذَكَّارًا
    لَكَ رَهَّابًا
    لَكَ مِطْوَاعًا
    لَكَ مُخْبِتًا
    إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا
    رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي
    وَاغْسِلْ حَوْبَتِي
    وَأَجِبْ دَعْوَتِي
    وَثَبِّتْ حُجَّتِي
    وَسَدِّدْ لِسَانِي
    وَاهْدِ قَلْبِي
    وَاسْلُلْ سَخِيمَةَ صَدْرِي

    আমার রর!
    আমাকে সাহায্য করেন, আমার বিরুদ্ধে সাহায্য করবেন না।
    আমাকে সহযোগিতা করেন, আমার বিরুদ্ধে সহযোগিতা করবেন না।
    আমার পক্ষে পরিকল্পানা করেন, আমার বিপক্ষে পরিকল্পনা করবেন না।
    আমাকে পথ দেখান, আমার পথকে সহজ করেন।
    আমাকে সাহায্য করেন বিরোধীদের উপর।

    আমার রব! আমাকে করেন
    আপনার শোকোরকারী,
    আপনার জিকিরকারী,
    আপনাকে ভয়কারী,
    আপনার অনুগত,
    আপনার প্রতি বিনয়ী,
    মিনতির সাথে আপনার দিকে প্রাত্যাবর্তনকারী।

    আমার রব!
    আমার তওবা কবুল করেন,
    গুনাহ ধুয়ে দিন,
    ডাকের জবাব দিন,
    প্রমানকে মজবুত করে দিন,
    যবানকে সঠিক করুন,
    অন্তরের খারাপ সমুহ বের করে দিন।

    - ইবনে মাযা ও তিরমিজি।

    শুধু পড়ে এটা মুখস্ত হওয়া টাফ হতে পারে। তাই নিচে এক শায়েখ দোয়াটা পড়ছেন তার ভিডিও। শুনতে থাকলে দ্রুত মুখস্ত হবে ইনশাল্লাহ।

    আরো অনেক সুরে এই দোয়াটা আরবদের কেউ না কেউ পড়ছে, তার ভিডিও আছে ইউটুবে। খূজলে পাবেন।

    #HabibDua

      Comments:
    • https://www.youtube.com/watch?v=O31qrcKBANE
    • কাউকে ব্লক করি নি। কমেন্টস ফ্রেন্ডস অনলি করে রেখেছি বলে কেউ কমেন্ট করতে পারছেন না।
    • শেষের দিকে কিছু আগে পরে আছে। হয় শায়েখ মুখস্ত একটু গুলিয়েছেন। বা ভিন্ন হাদিস থেকে একটু অন্য ভার্শন।
    • ক্ষমতাসীনদের কঠিন বিরোধিতায় সত্যিকার অর্থে কোনো কল্যান দেখি না। আল্লাহ তায়ালা যেহেতু তাদেরকে সম্মানিত করেছেন এবং ক্ষমতা দিয়েছেন। আমার পছন্দ হোক বা না হোক।

    24-May-2017 10:21 pm

    25-May-2017 12:56 pm


    প্রসংগ: বাহাস

    ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট এর ভাড়া অনেক।
    বহু মাস আগে বুকিং দিতে হয়।
    এক রাতের মাঝে কিভাবে উনারা বুকিং নিলেন -- অবাক হয়েছিলাম।
    আর টাকা কে দিলো?
    ধারনা করেছিলাম হেভি পাওয়ার উনাদের।


    আজকে ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট এর মাঠের গাছতলায় বসে তাদের লাইভ অনুষ্ঠান করার খবর পড়ে বুঝলাম -- "ও আচ্ছা!" :-P


    আশাহত!
    হানাফি-আহলে হাদিস বাহাসগুলোতে আমার কোনো আগ্রহ নেই।

    তবে এটাতে ছিলো।
    জানার জন্য।

    25-May-2017 12:56 pm

    25-May-2017 7:50 pm


    দুয়া - ৪

    আনাস ইবন মালিক (রাঃ) বলেছেন,

    এক লোক নবী ﷺ এর কাছে এসে জিজ্ঞাসা করে,
    : ইয়া রাসূলাল্লাহ কোন দু'আ সর্বোত্তম?
    উনি ﷺ জবাব দিলেন,
    : তোমার রবের কাছে চাইবে
    الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ

    দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা ও মুক্তি।

    লোকটি দ্বিতীয় দিন আবার এল।
    : ইয়া রাসূলাল্লাহ! সর্বোত্তম দু'আ কোনটি?
    তিনি এই দিনও তাকে আগের মত জওয়াব দিলেন।

    সে তৃতীয় দিনও এল।
    এ বারও তিনি আগের মতই জওয়াব দিয়ে বললেন,
    : দুনিয়াতে যদি তোমাকে নিরাপত্তা দেয়া হয় আর আখিরাতেও নিরাপত্তা দেয়া হয়, তবে তুমি সফল।

    ইবনে মাজাহ ও তিরমিজি
    হাসান-গরিব।

    আররীতে দোয়াটা হবে
    اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ

    হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও মুক্তি চাচ্ছি।

    আফিয়া মুয়াফিয়ার অনেক অর্থ আছে। রোগমুক্তি, বিপদমুক্তি, শান্তি, ক্ষমা, ভালো থাকা, সুখে থাকা। কাছা কাছি অর্থ উপরে লিখেছি।

    #HabibDua

    25-May-2017 7:50 pm

    25-May-2017 8:34 pm


    শায়খ সিনান হান্নাদ বলেন,

    ২০১৪ সালের ইজতেমায় বয়ানে সা’দ সাহেব বুখারির কিতাবুয যাকাতের একটি হাদীসের ভূল ব্যাখ্যা করেন। পরে বুখারির দারসে আবু সাবের আব্দুল্লাহ সাহেব এর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘সা’দ সাহেব যে ব্যাখ্যা করলেন এই হাদীসের, এটা সালাফ-খালাফের কেউ করেননি। সবচে’ আশঙ্কার কথা হচ্ছে তিনি যেভাবে কসম খেয়ে এইসব ব্যাখ্যাগুলো করেন- খোদা কি কাসাম, হারগিজ নেহি হুতা ইত্যাদি- নিজের একটা ব্যাখ্যার ওপর ওনার এই আত্মবিশ্বাস বড় ভয়ের ব্যাপার। দেওবন্দের ফারেগীনদের মধ্যে সবচে’ বড় মুহাদ্দিস ছিলেন আল্লামা কাশ্মীরি রহঃ। তিনি পর্যন্ত উনার কোন ব্যাখ্যায় এই রকম আত্মবিশ্বাস দেখানোর সাহস দেখাননি, যে সব ব্যাখ্যায় সালাফ-খালাফের কারো মতামত না পাওয়া যায়।’

    সা’দ সাহেবের এই সব ব্যাখ্যা নতুন কিছু নয়। মুনতাখাব হাদীসের হাদীসগুলো জমা করেছেন ইউসুফ কান্দলভী রহঃ। কিন্তু এর হাদীসগুলো কে বিভিন্ন অধ্যায়ে নাম দিয়ে বিন্যাস করেছেন সা’দ সাহেব।

    বিভিন্ন জায়গায় উনার এইসব শুযুয কথাবার্তা বন্ধ করতে সাঈদ পালানপুরি সাহেব তাকে চিঠি লিখেছেন, লোক মারফত বলেছেন, এবং সরাসরি বলেছেন। এরপরো এইসব বন্ধ হয়নি। অবশেষে পালানপুরি সাহেব ২০১৩/১৪/১৫ সালে বুখারির দারসে বলেন, এভাবে চলতে থাকলে আমরা দাওয়াত ও তাবলীগের এই পদ্ধতির সাথে সম্পর্কচ্ছিন্ন করার ঘোষনা প্রকাশ্যে দিতে বাধ্য হব।

    25-May-2017 8:34 pm

    26-May-2017 5:20 am



    সৌদি-আমিরাত-মধ্যপ্রাচ্যে গতকাল সন্ধায় চাদ দেখা যায় নি। তাই আজকে ২৬ তারিখ রাতে তারাবি এবং শনিবারে রোজা।

    আমাদের এবং ভারত পাকিস্তানে ইনশাল্লাহ, তার পরের দিন। As predicted.


    তবে আজকে সন্ধায় চাদ দেখার চেষ্টা হবে। শাবানের ২৯ তারিখ বলে।

    ঠিক মত চেষ্টা করলে এই রকম কন্ডিশনে চাদ দেখাও যায় কোনো কোনো বছর। কিন্তু "সৌদিতে গতকাল দেখা যায় নি, আজকে বাংলাদেশে কেমনে চাদ দেখবে?" এই সাইকলজিক্যল ইফেক্টের কারনে দেখা যাওয়ার কোনো রিপোর্ট পেলেও সেটা ইগনোর করা হয়।


    এর সাথে আছে সেই রিস্ক: বাংলাদেশ হয়তো ডিকলেয়ার দিলো চাদ দেখা গিয়েছে কিন্তু ভারত বললো দেখা যায় নি, তখন চাদ দেখা কমিটি ফাপড়ে পড়বে। সেকারনে দিল্লির ঘোষনার জন্য একটু অপেক্ষা করতে হয়। Me thinks.

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    26-May-2017 5:20 am

    27-May-2017 12:25 am



    এক সময়ে আমরা সবাই ২০ রাকাত তারাবী পড়তাম।

    এর পর মোটামুটি ১৯৯৫ এর পর থেকে তারাবী ৮ রাকাত মতটা জনপ্রীয় হয়ে উঠে।

    তর্ক বাড়ে। ৮ রাকাতের পক্ষে যারা তারা ২০ রাকাত বিদআত বলতে থাকেন। হাটে মাঠে ঘাটে বাসে যেখানে যাই এটা নিয়ে জোর আলোচনা। ইন্টারনেটে ফোরামে ভিষন তর্ক। লিফলেট বিতরন, পোষ্টার অনেক কিছু।


    এর পর ২০১৫ এর পর থেকে ২০ রাকাত মতটাই গ্রহনযোগ্যতা পেয়ে আবার ফিরে আসে।

    ২০০০-২০১০ পর্যন্ত দেখতাম তারাবির ৮ রাকাতের সালাম ফিরানোর পর মসজিদের তিনভাগের একভাগ খালি হয়ে যেতো।

    এখন আর এরকম হয় না।


    একটা আইডোলজি উঠে আবার আগের অবস্থায় ফিরে আসতে ২০ বছর সময় লাগলো।

    #HabibHistory

    27-May-2017 12:25 am

    27-May-2017 1:05 pm


    দোয়া - ৫
    রাসুলুল্লাহ ﷺ একজনকে এই দোয়াটা পড়তে শুনে বলেছিলেন এতে ইসমে আজম আছে যেটা দিয়ে দোয়া করলে জবাব দেয়া হয় এবং কিছু চাইলে দান করা হয়।

    اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ
    بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ
    لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
    الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
    وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

    তিরমিযি ও ইবনে মাজা।
    হাসান গরিব।

    ইসমে আজমের উপর একাধিক হাদিস আছে। আরেকটা হাদিস থেকে অন্য একটা দোয়া এর আগে দিয়েছিলেম। #HabibDua ট্যগে ক্লিক করলে পাবেন।

    _____
    দুয়া সংক্রান্ত সকল পোষ্ট এই #HabibDua হ্যশট্যগে দিয়ে দিয়েছি। ১০-১৫ টার মত হবে।

    কিছু দোয়া কোরআন থেকে, কিছু হাদিস থেকে কিছু সুফি সোর্স থেকে যেমন গাজ্জালির বই থেকে কালেকটেড।

    স্পষ্ট মার্ক করা আছে যেন যারা সুফি সোর্স পরিহার করে চলেন, তারা যেন সেগুলো স্কিপ করে যেতে পারেন।

    যে দোয়াগুলো আমার মুখস্ত নেই, সেগুলো এখানে একত্রিত করছি।
    মোবাইলে নিচের পেইজ খুলে পড়তে পারবেন। Easy to remember URL.

    https://habibur.com/page/dua/

    #HabibDua

    27-May-2017 1:05 pm

    27-May-2017 3:03 pm


    আইটি জব:

    In the 90s job market was driven by Internet/web development.

    নতুন টেক। প্রচুর সফটওয়ার লিখতে হবে। প্রচুর ডিমান্ড।

    এর উপর প্রতি বছর কম্পিউটারের পাওয়ার দ্বিগুন হারে বাড়ছে। পাওয়ারফুল কম্পিউটারের জন্য আগের সফ্টওয়ার আবার নতুন করে এবং রোবাস্ট করে লিখার চাহিদা।


    এর পর ২০০০ এর দিকে ছিলো Y2K এর জন্য প্রোগ্রামারদের ডিমান্ড।

    ২০০০ এর পর মোবাইল ফোন রেভুলেশন আরম্ভ হয়। টেকিরা সব সে দিকে ব্যস্ত হয়ে যায়।


    এর পর কি?

    ধারনা করেছিলাম হয়তো 3D vision বা 3D printing মেইনস্ট্রিম হয়ে যাবে। জব ডিমান্ড সে দিকে বাড়বে। অবভিয়াসলি সেটা হয় নি।

    তবে বেড়েছে, ডাটা সাইন্স আর মেশিন লার্নিং এর ডিমান্ড।


    এটা বুঝতে হবে সফটওয়ারের ডিমান্ড আসে নতুন হার্ডোওয়ার রেভুলেশনের সাথে। নতুন হার্ডওয়ার যদি বাজারে না আসে, নতুন সফ্টওয়ারের ডিমান্ড আস্তে আস্তে কমতে থাকবে।

    ML, Neural Network এর জন্য স্পেশাল চিপ এখন বাজারে আসছে। আগে যেমন গ্রাফিকস কার্ডের আসতো সেরকম। Nvidia ছেড়েছে, Apple তাদের পরবর্তি ফোনে এরকম একটা চিপ বসাবে, rumored.


    সাথে যুক্ত হয়েছে Trump এর H1B Visa ban. প্রোগ্রামারদের এই ভিসাতে আর আমেরিকা যাবার সুযোগ নেই।

    সাইড ইফেক্ট? আমি দেখছি offshore job এর ডিমান্ড বাড়ছে।


    তাহলে ভবিষ্যতে জন্য কিভাবে প্রিপারেটেড হবো?

    আমি বলবো Data science, ML এ জোর দিতে। এর ডিমান্ড অলরেডি stratosphere এ.

    #HabibTrend

    27-May-2017 3:03 pm

    27-May-2017 5:52 pm


    জর্নালিজম,

    এই ছবির পসিব্যল টাইটেলস:

    - কুমিল্লার বিখ্যাত সেলিব্রিতির গোপন বিয়ের খবর ফাস (ভিডিও সহ)

  • এ কি করলেন জাহিদ ভাই? (ভিডিও সহ)
  • চাপের মুখে অবশেষে গোপন বিয়ের কথা স্বিকার গেলেন মোল্লা জাহিদ (ভিডিও সহ)

    *"কী" হপে -জাহিদ'স গ্রামার রুলস।

    ছবিটা ভিডিও মনে করে ক্লিক করবেন না। প্লে বাটনটা ফটোশপড। যেমন কিনা সবাই করে, link baiting এর জন্য। :-P :V :D

      Comments:
    • জটিল।
    • "যারা এই দলের সাথে সম্পৃক্ত হবে তারা বদর আর ওহুদের সমান সোয়াব পাবে।" তাদের ফলোয়াররা এই কথা দিয়ে সবচেয়ে বেশি মোটিভেটেড হয়।
    • দাজ্জালের প্রতিরোধের নামে মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে যাচ্ছে, দাজ্জাল আসার আগেই, irony.

    27-May-2017 5:52 pm

  • 28-May-2017 1:48 pm


    গ্লোবাল vs লোকাল:


    যে শহরের লোক যে দিন রোজা, ঈদ আরম্ভ করে আমি সে দিন তাদের সাথে রোজা, ঈদ করি।

    "সত্যিকারে কবে আরম্ভ হলো? কোনটা ঠিক?" এই প্রশ্নগুলো তুলি না। আমি ফলো করি -- যে শহরে যখন রোজা-ঈদ করবে ঐ শহর বাসীদের জন্য সেটাই ঠিক। বাকি সব ঐ শহরের জন্য ভুল -- এই নীতি।


    "এখন শহরবাসী যদি লোকাল সাইটিং ফলো করে?"
    তাদের সাথে ঐ লোকাল সাইটিং অনুযায়ী রোজা রাখবো।

    "যদি ঐ দেশে গ্লোবাল সাইটিং অনুসরন করা হয়?"
    একই। ঐ দেশবাসীদের সাথে তাদের নিয়ম মত গ্লোবাল সাইটিং অনুযায়ী ঈদ করবো।


    মূল কথা তাদের সিসটেম ঠিক আছে কিনা সেটা বের করার দায়িত্ব আমার না। চাদ আসলেই উঠেছিলো কিনা, নাকি কোনো কন্সপাইরেসি আছে, বা ভুল হয়েছে চাদ দেখতে -- এগুলো নিয়ে আমি বিচলিত না।


    তাহলে আমি গ্লোবাল হলাম নাকি লোকাল?

    কোনোটাই না। বরং জামাত পন্থি। শহরের মুসলিমদের জামাতের সাথে।


    হাদিস,

    যেদিন তোমরা রোজা রাখো সেদিনই হলো রোজা রাখার দিন,
    যেদিন রোজা ভাঙ্গ সেদিন হলো রোজা ভাঙ্গার দিন,
    আর যে দিন তোমরা কোরবানী দাও সেদিন হলো কোরবানীর দিন।

    Narrated by Abu Dawood, 2324; al-Tirmidhi, 697; classed as saheeh by al-Albaani in Saheeh al-Tirmidhi, 561


    নিচের বক্তব্য সবগুলো আমার কাছে ভুল এবং ফিতনা মূলক:

    "ভাই রোজা আরম্ভ হয়ে গিয়েছে কিন্তু আমরা রাখছি না।"

    "চাদ উঠে গিয়েছে, আজকে ঈদের দিন সাধারন মানুষ রোজা রেখে গুনাহগার হচ্ছে"

    "সৌদি সরকার চাদ ঠিক মত দেখে না। আরাফার দিন বাদে ভিন্ন দিন হজ্জ করে তারা সবার হজ্জ নষ্ট করছে।"


    আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।

    #HabibSays

      Comments:
    • Joke,
      Q. শাহবাগীরা আহলে-সুন্নাহদের এত ঘৃনা করে কেন?
      A. তারা ওয়াল জামায়াত সেজন্য।
    • প্রশ্নটা নতুন না। কমন প্রশ্ন।

      স্টেটাসটা দিয়েই আমি নিচে লিখে দিতে চাচ্ছািলাম "নিচের দুটো প্রশ্ন অবভিয়াসলি জিজাসা করা হবে যার জবাব এখানে দেযা হয় নি....১। ২।"

      এর মাঝের প্রথম প্রশ্নটা হলো এটা।

    • নিচের প্রশ্নগুলো কভার করা হয় নি/
      ১। আমেরিকাতে আরবরা গ্লোবাল, পাকিস্তানিরা করে লোকাল, অন্যরা করে ICNA -- আপনার নিয়মে তখন কি করবেন?
      ২। মধ্যপ্রাচ্যে কয়েক বছর ঘোষনা দিয়েছিলো "চাদ দেখতে আমাদের ভুল হয়েছিলো, রমজানের পর আপনারা একটা রোজা কাজা করে নিবেন" -- তারাও কি তাহলে ঠিক ছিলো?

      এই ধরনের এক্সটেনডেড প্রশ্নের জবাব দেই না, কারন এক্সটেন্ড করে টানতে থাকলে পুরো শরিয়া চলে আসবে।
      ডিটেলস এর জন্য ফতোয়ার বই পড়ে জেনে নিতে পারেন। বা আলেমদের জিজ্ঞাসা করুন।

    28-May-2017 1:48 pm

    28-May-2017 7:59 pm


    Tech


    Facebook লিখা হয় PHP তে। Twitter Ruby তে।
    ভুল ডিসিশন ছিলো। দুটোর কোনোটাই এত লোড নিতে পারে না।


    Facebook এটা সলভ করার চেষ্টা করে PHP কে compile করে। HHVM তৈরি করে। পরবর্তিতে HHVM এর জন্য একটা লেংগুয়েজও লিখে নামে দেয় Hack. দুটোই রিলিজড।

    HHVM/Hack এর সাথে কমপিটিশনে পড়ে PHP ওয়ালারা এর পর PHP7 এর পারফরমেন্স ভালো করে। PHP5 থেকে প্রায় ডাবল স্পিড। এর আগে PHP অনেকটা ইচ্ছে করে PHP এর স্পিড কমিয়ে রাখতো তাদের প্রোপাইটরি বুস্টার বিক্রি করার জন্য।


    Twitter ওয়ালারা Ruby নিয়ে বহুদিন ভুগে। প্রায়ই লোডে পড়ে সাইট ডাউন হয়ে যায়।

    এর পর তারা JVM এ গিয়ে কিছু সলভ করার চেষ্টা করে। শেষে কোর ফাংশনগুলো C++ এ লিখে জিনিষগুলো স্টেব্যল করে।

    #HabibTech

    28-May-2017 7:59 pm

    29-May-2017 12:06 am


    জুম্মার দিন আসরের পর যে এই ___ দুরুদ ৮০ বার পড়বে তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে।

    বিখ্যাত এই হাদিসটার ব্যপারে মত।

    islamqa: এটা জইফ বা মওজু। বরং সহি হাদিসের উপর আমল করতে হবে।

    https://islamqa.info/ar/202162

    islamweb: হাদিসটা হাসান, গরিব অথবা জয়িফ। হাসান হলে তো ভালই। জয়িফ হলেও আমল করা যায়।

    http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwa&Option=FatwaId&Id=75386

    alifta: হাদিসটার বেইস নেই। এর উপর আমল করা নিষেধ।

    http://www.alifta.net/Fatawa/FatawaSubjects.aspx?languagename=ar&View=Page&HajjEntryID=0&HajjEntryName=&RamadanEntryID=0&RamadanEntryName=&NodeID=8374&PageID=9482&SectionID=3&SubjectPageTitlesID=31092&MarkIndex=8&0

    29-May-2017 12:06 am

    29-May-2017 11:38 am


    Haskell

    জব মার্কেটে ইদানিং Haskell এর ডিমান্ড বেড়ে গিয়েছে।

    ওয়েব এপস অনেক কম্পানি হেসকেল এ লিখেছে। এখন কন্টিনিউ করার জন্য প্রোগ্রামার পাচ্ছে না। এড দিয়ে বসে আছে।

    বড় কম্পানিগুলোর মাঝে ফেসবুক Haskell ব্যবহার করে।

    এটা functional language. কোনো ভ্যরিয়েবেল ব্যবহার করা যায় না। এবং কোডিং স্টাইলটা C/Java/Ruby এগুলোর থেকে ভিন্ন।

    যারা ব্যবহার করেছে তাদের মতে লংগ টার্মে এটা ব্যবহার করা টাফ।

    #HabibTech

    29-May-2017 11:38 am

    29-May-2017 1:00 pm



    এ দেশে হানাফি ইমামের পেছনে যখন আহলে হাদিস কেউ নামাজ পড়ে তখন ৩য় তকবিরে হাত না তুলে স্থির থাকে। যেহেতু আহলে হাদিসে এই নিয়ম নেই।


    সৌদিতে রমজানে ৩য় রাকাতে ইমাম যখন দোয়া করতে থাকে। তখন হানাফি অনেকে তাদের মত হাত না তুলে সোজা দাড়িয়ে থাকে। যেহেতু হানাফি মাজহাবে বেতের রুকুর পরে দোয়া নেই।


    দুটোর কোনোটাতে সমস্যা নেই। দুটোই ঠিক।


    আমি হানাফি ইমামের পেছনে হানাফি নিয়মে পড়ি। সৌদিতে গেলে তাদের ইমামের পেছনে তাদের মত।

    29-May-2017 1:00 pm

    29-May-2017 2:18 pm


    ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সেহরি/ইফতারের সময়সূচি।


    ইফার সময় আর https://habibur.com/salat/ এর সময় অধিকাংশ দিন একই। কিছু দিন ২-৩ সেকেন্ডর ব্যবধানের জন্য হয়তো ইফা পরের মিনিটে রাউন্ড করে। আমারটায় আগের মিনিটে থাকে।

    দুটোতেই ইফতারিতে চার মিনিটের সাবধানতা আছে। তাই সেটার জন্য অসুবিধা নেই।


    সময়ের জন্য আপনার মোবাইল ফোনের ঘড়ি সবচেয়ে একুরেট। যেহেতু এগুলোর সময় টাওয়ারের সাথে synced থাকে। টাওয়ারগুলো থাকে internet time server এর সাথে synced.


    গত মাসে শবে বরাতের তারিখের জন্য পাকিস্তান থেকে এত বেশি হিট পেয়েছিলাম যে রেংকিং সাইটগুলো habibur.com কে পাকিস্তানি সাইট হিসাবে ক্যটগরাইজ করছিলো।

    এই মাসে নামাজের সময় সূচির জন্য বাংলাদেশ থেকে এত হিট পাচ্ছি যে আশা করছি আবার ইনশাল্লাহ বাংলাদেশে ফেরত আসতে পারবো :-)


    habibur.com এ ডেইলি পেইজ ভিউ এখন ১০ থেকে ১৫ হাজার।

    যদিও রমজান আসার পর এটা ২৫ হাজারে স্পাইক করেছে। কিছুদিন পরে আবার নেমে যাবে।

    এটা bots এক্সক্লুড করার পর।

      Comments:
    • //বাংলাদেশের লোকজন সেটা সার্চ করে Product Price in Bangladesh দিয়ে তারপর ডিটেইলস দেখে দোকানে গিয়ে কিনে//
      হুহ?? আমার ধারনা ছিলো এটা শুধু আমি করি।
    • প্রচুর লোক আছে যারা তারাবি পড়েই না। তাই যারা ৮ রাকাত পড়ছেন তারা ভালো। ৮ রাকাত হলেও পড়ছেন। আমি এভাবে দেখি। :-)
    • এবং অতিরিক্ত javascript ব্যবহার করার কারনে শান্তি মত কোথাও ক্লিক করা যায় না। ছবি দেখার আগে পরের ছবি ফ্লিপ করে চলে আসে।
    • ভালোটা ধারনা করে নেই। খারাপটা সন্দেহ না করে।
    • :-) (Y)
    • এখানে পাবেন stats. লগ ফাইল থেকে পার্সড।
      https://habibur.com/stats/
      https://habibur.com/stats/
    • Google's webmaster tools

      - আরাবিক নাম্বর দিয়ে করা সার্চগুলো আসে /ar/ সেকশনে শুধু। এটা বেশি না।
      ক্যলেন্ডার সেকশনের 14K হিটের মাঝে আরবী ক্যলেন্ডার পায় 1K.

      https://habibur.com/stats/?path=/hijri/
      https://habibur.com/stats/?path=%2Fhijri%2F

    • al-habib .info নামে একজন কম্পিটিটর ছিলো গতবছর-এইবছর। একই ক্যলেন্ডার নিয়ে। মালয়শিয়ান সাইট। রেংকিং অনেক দিন ছিলো আমার উপরে, যদিও আমার কন্টেন্ট স্ক্রেপ করেছিলো বলে ধারনা করতাম :-P

      এর পর এখন পড়ে গিয়েছে। কে জানে কেন :-) । তাই কম্পিটিটর নেই, সেটা কিন্তু ঠিক না। আরো কয়েকটা সাইট ছিলো এগুলো এখন আর সার্চে তেমন আসে না।

    29-May-2017 2:18 pm

    29-May-2017 5:52 pm


    ইফতারির সময়ের সাথে কেন ৪ মিনিট যোগ করা হয় তার ব্যখ্যা।

    কারো প্রশ্ন থাকলে এখানে করলে আমি জবাব দেবো ইনশাল্লাহ।

    যারা এখানে কমেন্ট করতে পারছেন না, inbox এ প্রশ্ন পাঠালে এখানে জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ।

    রেফারেন্স গুলো বুঝতে আপনাকে ইংরেজি এবং সাইন্স একটু বুঝতে হবে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • শহরের কেন্দ্র কে কোথায় ধরছে এটা নিয়েও ক্যচাল আছে। বৃটিশ আমলে ঢাকার যে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেয়া হতো সেটা এখন ম্যপে ফেললে বুড়িগংগার দক্ষিনে কামরাঙ্গির চরে পড়ে। তখন লোকেশন মাপা বেশি একুরেট ছিলো না বলে। কিন্তু এটাই সব জায়গায় প্রচলিত।

      নরমালি ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট কেন্দ্র ধরা হয়। কিন্তু উইকিপিডিয়া বা অন্যান্য জায়গায় ঢাকার যে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেয়া আছে, সেটাও কখনো zero point এ আসে না।

      গুগুল ম্যপে দেখলে গুলশানকে ঢাকার কেন্দ্র মনে হয়। যেহেতু মিরপুর-উত্তরায় শহর এক্সপান্ড করেছে। আমি সেখানেই কেন্দ্র ধরেছি। এবং ইফার সাথে আমার ২-৩ সেকেন্ড পার্থক্য দেখে বুঝতে পারি ইফাও এর কাছাকাছি কোথাও ধরেছে।

      এটা খেয়াল রাখতে হবে।

    • জামাতের সাথে ইফতার করলে এটা মানসিক শান্তি পাবেন। আগে করলে একটা খুত খুত থাকবে যেটা প্রতিদিন বাড়তে থাকবে। এবং পরে একসময় মনে হবে হয়তো এটা ঠিক না।
    • জানি। এই হাদিসটার কথাও নোটে লিখেছি।
    • তাদের কিছু বলতে পারি না কারন ইয়ং বয়সে আমিও এরকম বিদ্রোহি ছিলাম। এরকম আগে ইফতারি বা পরে সেহরি করতাম। "মানুষ ভুল, তারা জানে কম" এরকম ধারনা করে।

      আস্তে আস্তে দেখে বুঝে অনেক কিছু শিখেছি। তারা যে আমার কথা শুনবে তাও না। আমিও তাদের বয়সে বড়দের কথা শুনতাম না। :-) /confession.

    • //Nowadays we get exact time due to satellite time//
      GPS দিয়ে হিসাব করালে আমিও ২ মিনিট যোগ করি।
    • প্লাস এখানে বলা হয়েছে "সূর্য ডুবার পরে"। নিশ্চিৎ সূর্য ডুবার পরে আমি ১ মিনিট যোগ করারও পক্ষপাতি না।
    • হবে। সেটাই বলছিলাম। এবং আমার সাইটও সেটা প্রোপোজ করছে।
    • টকশোর হাইলাইট পরবর্তিতে ইউটুবে দেখবেন। লাইভ টকশো দেখার জন্য আবার কেউ তারাবী বাদ দেয় নাকি?
    • জানা নেই। বাসায় টিভি নেই।

    29-May-2017 5:52 pm

    30-May-2017 5:01 am


    Clicking the link wil give you live view of Mora.

    Still holding distance from coast. 100km/hr wind speed.

    Was expected to landfall by now. Didn't happen.

    https://earth.nullschool.net/#current/wind/surface/level/orthographic=-270.58,18.91,2053/loc=92.256,19.084

      Comments:
    • Made about $50K in 2 mins.
    • দেখে মনে হচ্ছে নোয়াখালির চর অঞ্চলে আঘাত হানবে। আজকে দুপুরের পরে বা বিকালের আগে। এখনো এটার স্পিড বাড়ছে। তবে দুপুরের রোদে স্পিড বাড়বে নাকি কমবে আল্লাহ জানেন।
    • Wind speed now at 110km/hr.
    • Now crossing Cox-Bazar.
    • http://www.jugantor.com/online/national/2017/05/29/48332/১৩৫-কিমি-বেগে-টেকনাফে-আঘাত-হেনেছে-ঘূর্ণিঝড়-'মোরা'
    • It's bad, but not of the worst kinds. The 1991 cyclone was Cat 5. Historic!
      This one is Cat 1 or less. Let's hope for the best.

    30-May-2017 5:01 am

    30-May-2017 8:14 am


    জাকাত:

    রূপার ভরি এখন ৫০০ থেকে ৬০০ টাকা ধরে এবছর নিসাব হলো ৩০ হাজার টাকা।

    অর্থাৎ আমার ৩০ হাজার টাকা একবছর ধরে জমা থাকলে আমাকে এর উপর জাকাত দিতে হবে।

    এবং যাকে দিবো তারও যদি ৩০ হাজার টাকা জমা থাকে, তবে তাকে জাকাত দিতে পারবো না। অন্য আরো গরিব কাউকে দিতে হবে।

    30-May-2017 8:14 am

    30-May-2017 4:37 pm


    জাকাতের মাসলা আলেমদের থেকে জেনে নিতে হবে।

    যদি বলেন "একেক জন একেক কথা বলে, কোনটা করবো? আমি কনফিউজড!" তবে তাদের এজন্য এই পার্থক্য টেবলটা লিখেছিলাম।

    এটা দেখে নিতে পারেন।

    আবারো, সবকিছু নিচে বলা হয় নি, শুধু পার্থক্যগুলো বলা হয়েছে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    30-May-2017 4:37 pm

    30-May-2017 6:10 pm


    ঢাকা শহরের কেন্দ্র কোথায়?


    ইফতারের সময়ের জন্য এই প্রশ্নটা খুব বড় কিছু ছিলো না কিছু দিন আগ পর্যন্তও। কিন্তু এখন যেহেতু অনেকে সেকেন্ড ধরে ইফতার করছেন, তাই প্রশ্নটা বড় হয়ে এসেছে।

    উল্লেখ্য ইফতারির সময় যদি শহরের কেন্দ্রের জন্য হিসাব করা হয় তবে কেন্দ্র থেকে প্রতি কিলোমিটার দুরে যাবার জন্য ২ থেকে ৩ সেকেন্ড পর্যন্ত কম বা বাশি হতে পারে। নির্ভর করে উত্তর-দক্ষিন কোন দিকে আছেন।


    ঐতিহাসিক ভাবে ঢাকার কেন্দ্র ধরা হয় 23°42′N 90°22′E তে। এটা বৃটিশ আমল থেকে চলে আসছে। দুনিয়ার সব ডাটাবেইসে এই কোঅর্ডিনেটটা দেয়া আছে। এবং ইন্টারনেটের সব সাইটে ঢাকার জন্য এটাকে কেন্দ্র ধরে নামাজের সময় হিসাব করে।

    এটাই তাহলে ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট, ঠিক?
    না ভুল।
    Map এ এই লোকেশনটা বুড়িগঙ্গার ঐ পাড়ে কেরানিগঞ্জে।

    সেখান থেকে আমার বাসা ১০ কিলোমিটার দূরে,
    গুলশান ২০ কিলোমিটার দূরে এবং
    উত্তরা ৩০ কিলোমিটার দূরে।

    উইকিপিডিয়াতে কোঅর্ডিনেট টা।
    https://en.wikipedia.org/wiki/Dhaka

    আর এর প্রোজেকশন, উইকির লিংক থেকে।
    https://tools.wmflabs.org/geohack/geohack.php?pagename=Dhaka¶ms=23_42_N_90_22_E_region:BD-13_type:city

    Google maps এ
    https://www.google.com/maps/place/23°42'00.0%22N+90°22'00.0%22E/@23.7018076,90.3543074,14z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d23.7!4d90.366667?hl=en


    সূর্যাস্তের হিসাবের সময়ের সাথে কয়েক মিনিট যোগ করা হয় বলে এটা নিয়ে আমি ভাবি না। কিন্তু কোনো মিনিট যোগ না করে সেকেন্ড ধরে এক্সাক্ট সময়ে ইফতার করলে এটা নিয়ে ভাবতে হয়।

    কেউ যদি আমাকে বলে আমার বাসা ঢাকার কেন্দ্রের কাছে, তবে আমি মনে মনে ভাবি "সে কি এই সব কিছু জেনে বলছে?"

    #HabibSays

    30-May-2017 6:10 pm

    30-May-2017 11:35 pm


    বলে দাও, "জানি না"


    ওস্তাদ উপদেশ দিচ্ছেন।

    আমি জবাব দিলাম, "কিন্তু আমি তো জানি!"
    "তার পরও বলো জানি না।"

    "মিথ্যা বলবো?"
    "মিথ্যা বলো।"


    ওস্তাদ বললো, "তুমি নিজে যতটুকু জানো বলে মনে করো, তুমি ততটুকু জানো না।"
    আমি কথাটা গ্রহন করলাম না। কিন্তু কিছু বললামও না।

    "তারা তোমার কাছে দলিল চাইবে? দিতে পারবে?"
    বললাম, "না"

    "বিপরিত কোনো মত দিয়ে তোমাকে চ্যলেঞ্জ করবে, বাহাস করতে পারবে?"
    "না"

    "শুধু মাত্র কোরআন হাদিস থেকে দলিল দিয়ে এটা প্রমান করতে পারবে?"
    "না"

    "তাহলে তুমি নিজে যত জানো মনে করো, তুমি তত জানো না। মাসলা সংক্রান্ত সব প্রশ্ন আলেমদের কাছে পাঠিয়ে দিও।"


    বললাম, "আমি জেনেও যদি না বলি, যদি তাকে পথ না দেখাই, তবে এর পর সে ভ্রান্ত কারো খপ্পরে পড়লে পথভ্রষ্ট হবে!"

    "বারসিসা লজিক। গল্পটা জানো?"

    বললাম, "জানি।"

    এর পর চুপ করে গেলাম।


    মিশকাত শরিফ পড়ছিলাম,
    "যে ব্যক্তি তার জানা ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে গোপন করেছে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পড়িয়ে দেয়া হবে।"

    কিছুক্ষন থামলাম। এর পর আরো পড়তে থাকলাম,

    "যাকে ইলাম ছাড়া ফতোয়া দেয়া হয়েছে, গুনাহ যে ফতোয়া দিয়েছে তার উপর পড়বে..."


    ওস্তাদের কথা আবার মনে পড়লো, "বলে দাও, জানি না।"

    #HabibFeels

      Comments:
    • Relevant
      https://www.facebook.com/notes/sanjir-habib/প্রসংগ-সূর্যাস্তের-সময়-ও-ইফতারি/10154966409594167/

    30-May-2017 11:35 pm

    31-May-2017 2:04 pm


    সূর্যাস্ত এবং ইফতারি: কিছু FAQ


    "আমি GPS লোকেশন দিয়ে ইফতারির সময় বের করি। আমাকে কি কিছু যোগ করতে হবে?"

    Horizontal Dip, Refraction আর Rounding এর জন্য দুই মিনিট যোগ করবেন।


    "কিন্তু হাদিসে দেরিতে ইফতার করতে যে নিষেধ আছে?"

    সূর্য ডুবে যাবার পরও ইফতার করতে দেরি করা --- "দিনের আলো এখনও প্রচুর আছে" বলে -- এটা করতে নিষেধ করেন উলামা গন। অনেকের মনে সন্দেহ হয় এখনোতো দিন, ইফতার করবো?

    শিয়ারা সূর্য ডুবার পর পর ইফতার করে না। দিনের আলো চলে যাবার পর যখন আকাশে তারা দেখা যায় তখন তারা ইফতারের সময় হিসাব করে। জাফরি ফিকাহ। দেরিতে ইফতার করা বলতে আমি এটা বুঝি।

    ইহুদিরাও এইভাবে তারকা দেখে রোজা ভাঙ্গে।

    আর মুসলিমরা ভাঙ্গে সূর্যাস্ত দেখে, যখন প্রচুর দিনের আলো আছে। দেরি না করে।


    "আপনি সাবধানতার জন্য যে পয়েন্টগুলো লিখেছেন এগুলো সব কনসিডারে নিয়েই সূর্যাস্ত হিসাব করে। মানে সূর্যাস্তের সময়ের সাথে এগুলো অলরেডি যোগ করা আছে।"

    সংখ্যাগুলোতে আমি এরকম কিছু দেখছি না। নেটে এর উপর যে আর্টিক্যল আছে সেখানেও এই ধরনের কথা নেই। এবং বিষয়গুলো আমার কাছে পরিষ্কার। আপনি আমার থেকে এ ব্যপারে বেশি জানলে আমাকে বুঝাতে পারেন।


    "তাহলে শুধু সূর্যাস্তের সময়ের সাথে সাবধানতা যোগ করেন কেন? সূর্যোদয়ে যোগ করেন না কেন? অন্যান্য সময় গুলোতে যোগ করেন না কেন?"

    Dip/Refraction এগুলো শুধু সূর্যাস্ত/সূর্যোদয়ের সময়ে সিগনিফিকেন্ট। অন্য সময়গুলোতে না। আর সূর্যোদয়ের সময় সাবধানতার জন্য এক মিনিট আগিয়ে আনার সুযোগ নেই। মানুষ সে ক্ষেত্রে সময় থাকলেও সূর্য উঠে গিয়েছে ধারনা করে ফজরের নামাজ কাজা করবে।


    "ইসলামিক ফাউন্ডেশনের ক্যলেন্ডারে ভুল আছে। তারা ৩-৪ মিনিট যোগ করে।"

    এখানে এর ব্যখ্যা আছে।
    https://www.facebook.com/notes/sanjir-habib/প্রসংগ-সূর্যাস্তের-সময়-ও-ইফতারি/10154966409594167/

    "আপনি কিছু জানেন না। এখন যে GPS দিয়ে App দিয়ে একুরেট টাইম বের করা যায় এটা জানেন?"

    আপনার GPS লোকেশনের টাইমে আপনি ইফতার করবেন। আরেকজনের লোকেশনে আরেকজন। বিষয় হলো, আপনার GPS লোকেশনের সময় নেটে দিয়ে শহরের সবাইকে ঐ সময়ে ইফতার করতে বলছেন কেন? এবং ইসলামিক ফাউন্ডেশনের ক্যলেন্ডার ভুল একথা বলছেন কেন?

    এটা জানা কথা যে ইসলামিক ফাউন্ডেশনকে পুরো ঢাকা জেলার জন্য ক্যলেন্ডার করতে হয়। আপনার বা আমার লোকেশনের উপর না।


    "আপনি শুধু উত্তর দক্ষিন বুঝেন। পূর্ব পশ্চিম সম্পর্কে আপনার কোনো ধারনাই নেই।"

    ভাবিয়ে তুললো।

    #HabibFAQ

      Comments:
    • এটা আরো বাড়বে। Unstoppable tide. সৌদি আরবে weather department থেকে প্রকাশিত সময়েই সবাই ইফতার করে কোনো সেকেন্ড যোগ না করে। এবং এদেশেও সালাফি মানহাজের সবাই আল্টিমেটলি সেই সিসটেমে সুইচ করবে।

      ইশুটা যখন বিশাল হয়ে যাবে তখন আমি আর কিছু বলবো না, ফিতনা এড়ানোর জন্য। এটা তখন আমার মাজহাবগত পার্থক্যের ফুটনোটে চলে যাবে।

    • ওয়া লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।

    31-May-2017 2:04 pm

    31-May-2017 6:24 pm


    Comments বন্ধ করে রেখেছি কারন অধিকাংশ প্রশ্নের উত্তর দেবার মত সময় বা মানসিকতা নেই।

    কিন্তু কেউ কমেন্ট করলে কমেন্টাকারী আশা করতে থাকে আমি উত্তর দেবো। না দিলে বিরক্ত হয়। সম্পর্ক খারাপ হয়। বার বার ট্যগ করতে থাকে। বা একই প্রশ্ন বার বার পোষ্ট করতে থাকে।

    কমেন্ট বন্ধ থাকায় তাই আশা করছি দুই পক্ষেরই উপকার হবে।

      Comments:
    • বড় প্রশ্ন, কুতুব বলে কি আসলেই কিছু আছে?

    31-May-2017 6:24 pm