দুয়া - ৪
আনাস ইবন মালিক (রাঃ) বলেছেন,
এক লোক নবী ﷺ এর কাছে এসে জিজ্ঞাসা করে,
: ইয়া রাসূলাল্লাহ কোন দু'আ সর্বোত্তম?
উনি ﷺ জবাব দিলেন,
: তোমার রবের কাছে চাইবে
الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ
দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা ও মুক্তি।
লোকটি দ্বিতীয় দিন আবার এল।
: ইয়া রাসূলাল্লাহ! সর্বোত্তম দু'আ কোনটি?
তিনি এই দিনও তাকে আগের মত জওয়াব দিলেন।
সে তৃতীয় দিনও এল।
এ বারও তিনি আগের মতই জওয়াব দিয়ে বললেন,
: দুনিয়াতে যদি তোমাকে নিরাপত্তা দেয়া হয় আর আখিরাতেও নিরাপত্তা দেয়া হয়, তবে তুমি সফল।
ইবনে মাজাহ ও তিরমিজি
হাসান-গরিব।
আররীতে দোয়াটা হবে
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ
হে আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও মুক্তি চাচ্ছি।
আফিয়া মুয়াফিয়ার অনেক অর্থ আছে। রোগমুক্তি, বিপদমুক্তি, শান্তি, ক্ষমা, ভালো থাকা, সুখে থাকা। কাছা কাছি অর্থ উপরে লিখেছি।
#HabibDua