Post# 1495823151

27-May-2017 12:25 am



এক সময়ে আমরা সবাই ২০ রাকাত তারাবী পড়তাম।

এর পর মোটামুটি ১৯৯৫ এর পর থেকে তারাবী ৮ রাকাত মতটা জনপ্রীয় হয়ে উঠে।

তর্ক বাড়ে। ৮ রাকাতের পক্ষে যারা তারা ২০ রাকাত বিদআত বলতে থাকেন। হাটে মাঠে ঘাটে বাসে যেখানে যাই এটা নিয়ে জোর আলোচনা। ইন্টারনেটে ফোরামে ভিষন তর্ক। লিফলেট বিতরন, পোষ্টার অনেক কিছু।


এর পর ২০১৫ এর পর থেকে ২০ রাকাত মতটাই গ্রহনযোগ্যতা পেয়ে আবার ফিরে আসে।

২০০০-২০১০ পর্যন্ত দেখতাম তারাবির ৮ রাকাতের সালাম ফিরানোর পর মসজিদের তিনভাগের একভাগ খালি হয়ে যেতো।

এখন আর এরকম হয় না।


একটা আইডোলজি উঠে আবার আগের অবস্থায় ফিরে আসতে ২০ বছর সময় লাগলো।

#HabibHistory

27-May-2017 12:25 am

Published
27-May-2017