১
এক সময়ে আমরা সবাই ২০ রাকাত তারাবী পড়তাম।
এর পর মোটামুটি ১৯৯৫ এর পর থেকে তারাবী ৮ রাকাত মতটা জনপ্রীয় হয়ে উঠে।
তর্ক বাড়ে। ৮ রাকাতের পক্ষে যারা তারা ২০ রাকাত বিদআত বলতে থাকেন। হাটে মাঠে ঘাটে বাসে যেখানে যাই এটা নিয়ে জোর আলোচনা। ইন্টারনেটে ফোরামে ভিষন তর্ক। লিফলেট বিতরন, পোষ্টার অনেক কিছু।
২
এর পর ২০১৫ এর পর থেকে ২০ রাকাত মতটাই গ্রহনযোগ্যতা পেয়ে আবার ফিরে আসে।
২০০০-২০১০ পর্যন্ত দেখতাম তারাবির ৮ রাকাতের সালাম ফিরানোর পর মসজিদের তিনভাগের একভাগ খালি হয়ে যেতো।
এখন আর এরকম হয় না।
৩
একটা আইডোলজি উঠে আবার আগের অবস্থায় ফিরে আসতে ২০ বছর সময় লাগলো।
#HabibHistory