Post# 1494139590

7-May-2017 12:46 pm


IPS vs Generator

- IPS সাধারনতঃ দৈনিক ২ ঘন্টা চলে। এর থেকে বেশি সময়ের জন্য কারেন্ট চলে গেলে অন্ধকারে থাকতে হবে।

- প্রতি বছর একবার ব্যটারি বদলাতে হবে। ২৫-৩০ হাজারের ধাক্কা।

- কারেন্ট চলে গেলে যতটুকু পাওয়র সে সাপ্লাই দেবে, তার ২ থেকে ৩ গুন বেশি পাওয়ার টানবে চার্জ নেবার জন্য। কারেন্টের এই বাড়তি বিলটা হিসাবে আনতে হবে।

- বছর বছর ব্যটারি খরচ + এক্সট্রা কারেন্টের বিল হিসাব করলে খরচ জেনারেটর থেকে কম না।

- এবং জেনারেটর সারা বছর একই লোড নিতে পারে। আইপিএসে ব্যটারি কয়েক মাস পুরানো হলে আর ঐ লোড নিতে পারে না। খুব দ্রুত ৬০% লোডে চলে যায়।

"কিন্তু জেনারেটর ম্যনুয়ালি স্টার্ট অফ করতে হয়।"
হালকা করে একবার টানদিলে স্টার্ট হয়ে যাবে। আর ২০০ টাকার একটা relay switch লাগিয়ে দিলে কারেন্ট অসলে অটো অফ হয়ে যাবে।

    Comments:
  • That was pure evil.
  • Even this type of wash might work, if the phone is dried 100% before being powered up.
  • বর্তমানের ফেইসবুক পোলাপাইন এরশাদ শিকদারের কাহিনীর সময় জন্মায়ও নি। তাই ভদ্রলোক কে সেটাও জানে না। Reality.
  • মুখোশ উন্মোচন।
  • বয়স ৪০ এর উপর বলে।
  • "এরশাদ শিকদার হলেন আমার ভাই" - মাজহার ভাই।
  • চুপ থাকার কথা বলা হয় সম্ভবতঃ যে সব ব্যপারে উলামাদের মাঝে দ্বিমত আছে সে সব ব্যপারে।
  • Hope she can also contribute for science like Einstein, Hawking and others.
  • //আযানের পরে হাজার হাজার দোকানে কেনা-বেচা হয় কি হয় না ?// জুম্মার সানি আজানের পর সব বন্ধ হয়ে যায় বলে আমার ধারনা।
  • ঘুষ না খেলেও হাশরের ময়দানে সরকারী চাকরিজীবিদের দায়িত্বের জবাব দিতে হবে কঠোর। যে কারনে আল্লাহ ভীরুরা সরকারী চাকরি নিতেন না।
  • বিভিন্ন কিতাব পড়তে থাকলে এর উপর বিস্তারিত যুক্তি পাবেন। বা এর বিপক্ষে।
  • জানা নেই।
  • ...trying to impress others.... through FB posts.
  • It's a wonder how they did it w/o special effect.
  • 'ওয়াবি কেস' <-- ওহাবী কেইস। এই আন্দোলনকে ইংরেজরা বলতো ওহাবী আন্দোলন। সেই থেকে কওমি মাদ্রাসাগুলো ওহাবী মাদ্রাসা।
  • ১ এর পরে কোলোনের বদলে বিসর্গ দেবার কারনে আমার কম্পিউটারে এরকম এসেছে।

    - একে কুংফু শিখানোর জন্য মাইর দিতে হবে রেগুলার।

  • sponsored by samsung, I guess. :-P
  • কিছু না ভাই। পোলায় অনেকক্ষন ধরে কিছু পোষ্টায় না, তাই মনে করলো কিছু একটা পোষ্ট দেয়া দরকার।
  • E100 হলো সাধারন খাবার হলুদ যেটা কেজি দরে বাজার থেকে কিনে আমরা বেটে খাই। এই লিষ্টের প্রথম আইটেম। এতে শুকর নেই। কিন্তু লিষ্টটা এই ভুল তথ্য দিয়ে আরম্ভ করা হয়েছে।

    https://en.wikipedia.org/wiki/Curcumin

  • E110 হলো হলুদ রং যেটা পেট্রলিয়াম থেকে আসে। কোনো প্রানী থেকে না। লিষ্টের দ্বিতীয় আইটেমও ভুল তথ্য।
    https://en.wikipedia.org/wiki/Sunset_Yellow_FCF
    https://en.wikipedia.org/wiki/Sunset_Yellow_FCF
  • আরো কয়েকটা দেখলাম। বুঝালাম এই লিষ্টটা ভুয়া। এখানে কোনোটাতে শুকর নেই তা বলছি না। কিন্তু এখানে দুনিয়ার সব E নম্বর ঢুকিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে।

    কোনটা ঠিক কোনটা ভূল বুঝার উপায় নেই।

  • চ্যানেল চালাতে পয়সা লাগবে না? /s
  • But the republicans are in control of the senate.
  • Shahidul Islam Majumder Sounds legit. Can vouch for it (Y)
  • //লোকটি বলল, আমি দুই বস্তা নেব পাইকারিতে// এটাই হলো সমস্যা। লাভ না করলে পাশের ব্যবসায়িরা পাইকারি সব মাল কিনে নিয়ে নিজেরা লাভে বিক্রি করবে। মাল কিনার জন্য কষ্ট করে পাইকারি বাজারে যাবার দরকার কি, যদি পাশের দোকানে একই দামে পাওয়া যায়?

7-May-2017 12:46 pm

Published
7-May-2017