Post# 1495354881

21-May-2017 2:21 pm


অন্যান্য মাজহাবে আশারি মাতুরিদি:


শাফি মাজহাবের মূল ধারা আশারি-মাতুরিদি।

http://shafiifiqh.com/question-details.aspx?qstID=258

শেষ লাইনের অর্থ "আহলে সুন্নাহর ডেফিনিশনই হলো ইমাম আশারি এবং মাতুরিদির অনুসারী"

http://islamqa.org/shafii/shafiifiqh/30220


নিম্নোক্ত শাফি ইমামগন আশারি ছিলেন

  • ইমাম নববী
  • ইবনে হজর আল আসকালানী
  • ইমাম সুয়ুতি

    বুঝলাম টপ সবাই। কেউ বাদ নেই।
    https://en.wikipedia.org/wiki/Ash%27ari


    taqwa.sg নামে একটা সাইট ছিলো সিংগাপুরের যেখানে শাফি মাজহাবের মাতুরিদি অনুসরনের উপর বিশাল আর্টিক্যল ছিলো। গত কয়েকদিন ধরে সাইটটা ডাউন। আবার আপ হলে লিংক দেয়া যাবে ইনশাল্লাহ।


    মালিকিদের কি অবস্থা?
    তারাও আশারি মাতুরিদি।

    "Classically, scholars from the Hanafis and Maliki schools both follow the two orthodox Sunni theological schools of the Asharis and Maturidis"

    http://malikifiqhqa.com/uncategorized/is-there-any-difference-of-belief-between-hanafis-and-malikis/

    এবং মুফতি ইজহার ভাই যা বলেন সেই ব্যখ্যাতে।

    http://malikifiqhqa.com/uncategorized/did-the-maliki-jurist-ibn-abi-zayd-believe-allah-is-literally-above-the-throne-shaykh-rami-nsour/


    হাম্বলিরা ছাড়া বাকি সব মাজহাব আশারি মাতুরিদি অনসুরন করে পড়েছিলাম।

    https://baraka.wordpress.com/2007/02/03/ashari-and-maturidi-school-of-islamic-belief/

    তার পরও নিশ্চিৎ হবার জন্য প্রত্যেক মাজহাবের নিজস্ব আলেমদের ফতোয়া সরাসরি খুজে নিলাম।


    তাহলে হাম্বলি মাজহাবের অনুসারি এবং এর ধারা ধরে বর্তমান সালাফিরা আশারি-মাতুরিদিদের কাফের বলেন কেন?

    পেলাম বিভেদটা ঐতিহাসিক। যুগ যুগ ধরে চলে আসছে।

    http://seekershub.org/ans-blog/2009/11/19/the-asharis-maturidis-standards-of-mainstream-sunni-beliefs/


    কংক্লুশন : ভয় পাবার দরকার নেই। অধিকাংশ আলেমদের মতের উপর থাকা সবসময় নিরাপদ।

    মনে রাখতে হবে, যারা কুফর ফতোয়া দেয় তাদেরকে হাশরে মাঠে ওকালতি করার জন্য আশে পাশে পাওয়া যাবে না।


    এখানে নিজের কোনো ব্যখ্যা-যুক্তি-মত লিখলাম না।

    কেউ যদি বলেন "আলেমদের কথা কোনো দলিল না। আমাদের দলিল শুধু কোরআন হাদিস" তবে কোরআন হাদিস পড়েও আমি একই কংক্লুশনে পৌছবো।

    কিন্তু সেই তর্কে যাওয়া হানাফি মাজহাবে নিষেধ।

    تفكروا في خلق الله ولا تتفكروا في الله

    আল্লার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে না।

      Comments:
    • জানা নেই।
    • আপনার ব্যক্তিগত মত জানলাম।
    • আল্লাহ তায়ালা আপনার জীবনেও বরকত দান করুন। এবং আপনাকে উনার প্রীয় বান্দাদের একজন করুন।
    • :'(
    • I write unit tests for say when writing a new programming language. Otherwise I don't because the delivery time is always "yesterday."
    • আর বেশি দিন ধর্হ্য ধরতে হবে না ইনশাল্লাহ।

      - // আপনি নিজেদের ঘরানার সাইট থেকে দলিল দিয়ে// <-- তাই নাকি?

    • আপনার কথা, ক্ষোভ এবং কনফিউশন সম্পর্কে জানলাম। ধন্যবাদ।
    • আল্লাহ সত্য বলছেন। আমি উনার সব আয়াতে বিশ্বাস করি যা উনি নাযিল করেছেন।
      উনি যেন আমাকে যে পথে উনি কোরআন শরিফে চলতে বলেছেন সেই পথের উপর রাখেন।
    • এখানে এর উপর ফতোয়া আছে। অধিকাংশ মুসলিম যে পথে সেটাই সঠিক পথ। পড়ে দেখতে পারেন।
      https://islamqa.info/en/90112
      https://islamqa.info/en/90112
    • না। দুষ্টামি করে বলেছি।
    • আল্লাহ তায়ালা আমাকেও হিদায়াত দান করুন, এবং সত্যের উপর রাখুন, এবং মিথ্যাবাদীদের একজন হওয়া থেকে হিফাজত করুন।
    • //Any comment on this issue?//
      I act on the hadith Tafakkaru fi khalkillah.... think of the creation of Allah and not of Allah Himself.

      The only reason I posted this is so that Hanafi/Doebondis don't get upset after a recent fatwa posted by a Salafi shaykh that Sunnis should not marry Dewbondis.

      Personally I don't seek answer to the question: where is Allah? I know the answer pretty well without any debate.

      I only seek to know the different rulings from various schools of thought on people who express something on the physical attributes of Allah.

      To me, the rullings/fatwas are important. Not the answer to the main question.

    • //gold is extraterrestrial// so is Iron, and all materials above it.
    • আমি হানাফি/দেওবন্দি এবং তাদের অধিকাংশের/মূলধারার ফতোয়া/আকিদা অনুসরন করি।

    21-May-2017 2:21 pm

  • Published
    21-May-2017