Post# 1496045884

29-May-2017 2:18 pm


ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সেহরি/ইফতারের সময়সূচি।


ইফার সময় আর https://habibur.com/salat/ এর সময় অধিকাংশ দিন একই। কিছু দিন ২-৩ সেকেন্ডর ব্যবধানের জন্য হয়তো ইফা পরের মিনিটে রাউন্ড করে। আমারটায় আগের মিনিটে থাকে।

দুটোতেই ইফতারিতে চার মিনিটের সাবধানতা আছে। তাই সেটার জন্য অসুবিধা নেই।


সময়ের জন্য আপনার মোবাইল ফোনের ঘড়ি সবচেয়ে একুরেট। যেহেতু এগুলোর সময় টাওয়ারের সাথে synced থাকে। টাওয়ারগুলো থাকে internet time server এর সাথে synced.


গত মাসে শবে বরাতের তারিখের জন্য পাকিস্তান থেকে এত বেশি হিট পেয়েছিলাম যে রেংকিং সাইটগুলো habibur.com কে পাকিস্তানি সাইট হিসাবে ক্যটগরাইজ করছিলো।

এই মাসে নামাজের সময় সূচির জন্য বাংলাদেশ থেকে এত হিট পাচ্ছি যে আশা করছি আবার ইনশাল্লাহ বাংলাদেশে ফেরত আসতে পারবো :-)


habibur.com এ ডেইলি পেইজ ভিউ এখন ১০ থেকে ১৫ হাজার।

যদিও রমজান আসার পর এটা ২৫ হাজারে স্পাইক করেছে। কিছুদিন পরে আবার নেমে যাবে।

এটা bots এক্সক্লুড করার পর।

    Comments:
  • //বাংলাদেশের লোকজন সেটা সার্চ করে Product Price in Bangladesh দিয়ে তারপর ডিটেইলস দেখে দোকানে গিয়ে কিনে//
    হুহ?? আমার ধারনা ছিলো এটা শুধু আমি করি।
  • প্রচুর লোক আছে যারা তারাবি পড়েই না। তাই যারা ৮ রাকাত পড়ছেন তারা ভালো। ৮ রাকাত হলেও পড়ছেন। আমি এভাবে দেখি। :-)
  • এবং অতিরিক্ত javascript ব্যবহার করার কারনে শান্তি মত কোথাও ক্লিক করা যায় না। ছবি দেখার আগে পরের ছবি ফ্লিপ করে চলে আসে।
  • ভালোটা ধারনা করে নেই। খারাপটা সন্দেহ না করে।
  • :-) (Y)
  • এখানে পাবেন stats. লগ ফাইল থেকে পার্সড।
    https://habibur.com/stats/
    https://habibur.com/stats/
  • Google's webmaster tools

    - আরাবিক নাম্বর দিয়ে করা সার্চগুলো আসে /ar/ সেকশনে শুধু। এটা বেশি না।
    ক্যলেন্ডার সেকশনের 14K হিটের মাঝে আরবী ক্যলেন্ডার পায় 1K.

    https://habibur.com/stats/?path=/hijri/
    https://habibur.com/stats/?path=%2Fhijri%2F

  • al-habib .info নামে একজন কম্পিটিটর ছিলো গতবছর-এইবছর। একই ক্যলেন্ডার নিয়ে। মালয়শিয়ান সাইট। রেংকিং অনেক দিন ছিলো আমার উপরে, যদিও আমার কন্টেন্ট স্ক্রেপ করেছিলো বলে ধারনা করতাম :-P

    এর পর এখন পড়ে গিয়েছে। কে জানে কেন :-) । তাই কম্পিটিটর নেই, সেটা কিন্তু ঠিক না। আরো কয়েকটা সাইট ছিলো এগুলো এখন আর সার্চে তেমন আসে না।

29-May-2017 2:18 pm

Published
29-May-2017