Post# 1496146244

30-May-2017 6:10 pm


ঢাকা শহরের কেন্দ্র কোথায়?


ইফতারের সময়ের জন্য এই প্রশ্নটা খুব বড় কিছু ছিলো না কিছু দিন আগ পর্যন্তও। কিন্তু এখন যেহেতু অনেকে সেকেন্ড ধরে ইফতার করছেন, তাই প্রশ্নটা বড় হয়ে এসেছে।

উল্লেখ্য ইফতারির সময় যদি শহরের কেন্দ্রের জন্য হিসাব করা হয় তবে কেন্দ্র থেকে প্রতি কিলোমিটার দুরে যাবার জন্য ২ থেকে ৩ সেকেন্ড পর্যন্ত কম বা বাশি হতে পারে। নির্ভর করে উত্তর-দক্ষিন কোন দিকে আছেন।


ঐতিহাসিক ভাবে ঢাকার কেন্দ্র ধরা হয় 23°42′N 90°22′E তে। এটা বৃটিশ আমল থেকে চলে আসছে। দুনিয়ার সব ডাটাবেইসে এই কোঅর্ডিনেটটা দেয়া আছে। এবং ইন্টারনেটের সব সাইটে ঢাকার জন্য এটাকে কেন্দ্র ধরে নামাজের সময় হিসাব করে।

এটাই তাহলে ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট, ঠিক?
না ভুল।
Map এ এই লোকেশনটা বুড়িগঙ্গার ঐ পাড়ে কেরানিগঞ্জে।

সেখান থেকে আমার বাসা ১০ কিলোমিটার দূরে,
গুলশান ২০ কিলোমিটার দূরে এবং
উত্তরা ৩০ কিলোমিটার দূরে।

উইকিপিডিয়াতে কোঅর্ডিনেট টা।
https://en.wikipedia.org/wiki/Dhaka

আর এর প্রোজেকশন, উইকির লিংক থেকে।
https://tools.wmflabs.org/geohack/geohack.php?pagename=Dhaka¶ms=23_42_N_90_22_E_region:BD-13_type:city

Google maps এ
https://www.google.com/maps/place/23°42'00.0%22N+90°22'00.0%22E/@23.7018076,90.3543074,14z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d23.7!4d90.366667?hl=en


সূর্যাস্তের হিসাবের সময়ের সাথে কয়েক মিনিট যোগ করা হয় বলে এটা নিয়ে আমি ভাবি না। কিন্তু কোনো মিনিট যোগ না করে সেকেন্ড ধরে এক্সাক্ট সময়ে ইফতার করলে এটা নিয়ে ভাবতে হয়।

কেউ যদি আমাকে বলে আমার বাসা ঢাকার কেন্দ্রের কাছে, তবে আমি মনে মনে ভাবি "সে কি এই সব কিছু জেনে বলছে?"

#HabibSays

30-May-2017 6:10 pm

Published
30-May-2017