১
এ দেশে হানাফি ইমামের পেছনে যখন আহলে হাদিস কেউ নামাজ পড়ে তখন ৩য় তকবিরে হাত না তুলে স্থির থাকে। যেহেতু আহলে হাদিসে এই নিয়ম নেই।
২
সৌদিতে রমজানে ৩য় রাকাতে ইমাম যখন দোয়া করতে থাকে। তখন হানাফি অনেকে তাদের মত হাত না তুলে সোজা দাড়িয়ে থাকে। যেহেতু হানাফি মাজহাবে বেতের রুকুর পরে দোয়া নেই।
৩
দুটোর কোনোটাতে সমস্যা নেই। দুটোই ঠিক।
৩
আমি হানাফি ইমামের পেছনে হানাফি নিয়মে পড়ি। সৌদিতে গেলে তাদের ইমামের পেছনে তাদের মত।