Post# 1495979991

28-May-2017 7:59 pm


Tech


Facebook লিখা হয় PHP তে। Twitter Ruby তে।
ভুল ডিসিশন ছিলো। দুটোর কোনোটাই এত লোড নিতে পারে না।


Facebook এটা সলভ করার চেষ্টা করে PHP কে compile করে। HHVM তৈরি করে। পরবর্তিতে HHVM এর জন্য একটা লেংগুয়েজও লিখে নামে দেয় Hack. দুটোই রিলিজড।

HHVM/Hack এর সাথে কমপিটিশনে পড়ে PHP ওয়ালারা এর পর PHP7 এর পারফরমেন্স ভালো করে। PHP5 থেকে প্রায় ডাবল স্পিড। এর আগে PHP অনেকটা ইচ্ছে করে PHP এর স্পিড কমিয়ে রাখতো তাদের প্রোপাইটরি বুস্টার বিক্রি করার জন্য।


Twitter ওয়ালারা Ruby নিয়ে বহুদিন ভুগে। প্রায়ই লোডে পড়ে সাইট ডাউন হয়ে যায়।

এর পর তারা JVM এ গিয়ে কিছু সলভ করার চেষ্টা করে। শেষে কোর ফাংশনগুলো C++ এ লিখে জিনিষগুলো স্টেব্যল করে।

#HabibTech

28-May-2017 7:59 pm

Published
28-May-2017