১
জু্ম্মার আজান সৌদিতে এখন দুটো হয়।
প্রথম আজান হয় জোহরের ওয়াক্তের ৩০ মিনিট আগেই।
ওয়াক্ত হবার সাথে সাথে দ্বিতীয় আজান দিয়ে খুতবা হয়।
২
বাংলাদেশের কিছু আলমের কথা আছে ইউটুবে যেখানে উনারা বলেছেন "লা ইলাহা ইল্লাল্লাহ" কালেমার এর সাথে "মুহাম্মদ রাসুলুল্লাহ" নেই। প্লাস ফেসবুকে একটা ছবি দেখেছি যেখানে কোনো এক মসজিদ কালেমার দ্বিতীয় অংশটা ঢেকে দেয়া হয়েছে।
তবে মসজিদে নববীর ঝাড়বাতির প্রতিটা বাতির গায়ে লিখা আছে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"।
অর্থাৎ এটা সৌদি সরকারী আলেমদের মত না।
৩
মসজিদের দেয়ালে "আল্লাহু" ও "মুহাম্মদ" ﷺ পাশা পাশি লিখা নিয়েও কিছু আলেম আপত্তি জানিয়েছেন। এটাও ইউটুব খুজলে পাবেন। তাদের মতে একই লেভেলে দুটো না লিখে আল্লাহু উপরে লিখতে হবে। যেমন কিনা রাসুলুল্লাহ ﷺ এর আংটি মুবারকে লিখা ছিলো।
এখানেও, মসজিদে নববীর দেয়ালে আল্লাহ এবং মুহাম্মদ ﷺ পাশা পাশি লিখা আছে।
অর্থাৎ এটাও সৌদি আলেমদের মত না।
- Comments:
- তবে শহরে কম ভাড়ায় থাকলে হলে উচু তলায় থাকতে হয়। বাধ্য হয়ে।
- বাম দিকের জন দেওবন্দি ধারার বই বিক্রি করেন আর ডান দিকের জন বেরলভি।
ডান দিকের জন আমার কাছে বই কমে বিক্রি করেন না। চেহারা দেখে বুঝতে পারে আমি অন্য লাইনের :-)