Post# 1495875837

27-May-2017 3:03 pm


আইটি জব:

In the 90s job market was driven by Internet/web development.

নতুন টেক। প্রচুর সফটওয়ার লিখতে হবে। প্রচুর ডিমান্ড।

এর উপর প্রতি বছর কম্পিউটারের পাওয়ার দ্বিগুন হারে বাড়ছে। পাওয়ারফুল কম্পিউটারের জন্য আগের সফ্টওয়ার আবার নতুন করে এবং রোবাস্ট করে লিখার চাহিদা।


এর পর ২০০০ এর দিকে ছিলো Y2K এর জন্য প্রোগ্রামারদের ডিমান্ড।

২০০০ এর পর মোবাইল ফোন রেভুলেশন আরম্ভ হয়। টেকিরা সব সে দিকে ব্যস্ত হয়ে যায়।


এর পর কি?

ধারনা করেছিলাম হয়তো 3D vision বা 3D printing মেইনস্ট্রিম হয়ে যাবে। জব ডিমান্ড সে দিকে বাড়বে। অবভিয়াসলি সেটা হয় নি।

তবে বেড়েছে, ডাটা সাইন্স আর মেশিন লার্নিং এর ডিমান্ড।


এটা বুঝতে হবে সফটওয়ারের ডিমান্ড আসে নতুন হার্ডোওয়ার রেভুলেশনের সাথে। নতুন হার্ডওয়ার যদি বাজারে না আসে, নতুন সফ্টওয়ারের ডিমান্ড আস্তে আস্তে কমতে থাকবে।

ML, Neural Network এর জন্য স্পেশাল চিপ এখন বাজারে আসছে। আগে যেমন গ্রাফিকস কার্ডের আসতো সেরকম। Nvidia ছেড়েছে, Apple তাদের পরবর্তি ফোনে এরকম একটা চিপ বসাবে, rumored.


সাথে যুক্ত হয়েছে Trump এর H1B Visa ban. প্রোগ্রামারদের এই ভিসাতে আর আমেরিকা যাবার সুযোগ নেই।

সাইড ইফেক্ট? আমি দেখছি offshore job এর ডিমান্ড বাড়ছে।


তাহলে ভবিষ্যতে জন্য কিভাবে প্রিপারেটেড হবো?

আমি বলবো Data science, ML এ জোর দিতে। এর ডিমান্ড অলরেডি stratosphere এ.

#HabibTrend

27-May-2017 3:03 pm

Published
27-May-2017