Post# 1495957701

28-May-2017 1:48 pm


গ্লোবাল vs লোকাল:


যে শহরের লোক যে দিন রোজা, ঈদ আরম্ভ করে আমি সে দিন তাদের সাথে রোজা, ঈদ করি।

"সত্যিকারে কবে আরম্ভ হলো? কোনটা ঠিক?" এই প্রশ্নগুলো তুলি না। আমি ফলো করি -- যে শহরে যখন রোজা-ঈদ করবে ঐ শহর বাসীদের জন্য সেটাই ঠিক। বাকি সব ঐ শহরের জন্য ভুল -- এই নীতি।


"এখন শহরবাসী যদি লোকাল সাইটিং ফলো করে?"
তাদের সাথে ঐ লোকাল সাইটিং অনুযায়ী রোজা রাখবো।

"যদি ঐ দেশে গ্লোবাল সাইটিং অনুসরন করা হয়?"
একই। ঐ দেশবাসীদের সাথে তাদের নিয়ম মত গ্লোবাল সাইটিং অনুযায়ী ঈদ করবো।


মূল কথা তাদের সিসটেম ঠিক আছে কিনা সেটা বের করার দায়িত্ব আমার না। চাদ আসলেই উঠেছিলো কিনা, নাকি কোনো কন্সপাইরেসি আছে, বা ভুল হয়েছে চাদ দেখতে -- এগুলো নিয়ে আমি বিচলিত না।


তাহলে আমি গ্লোবাল হলাম নাকি লোকাল?

কোনোটাই না। বরং জামাত পন্থি। শহরের মুসলিমদের জামাতের সাথে।


হাদিস,

যেদিন তোমরা রোজা রাখো সেদিনই হলো রোজা রাখার দিন,
যেদিন রোজা ভাঙ্গ সেদিন হলো রোজা ভাঙ্গার দিন,
আর যে দিন তোমরা কোরবানী দাও সেদিন হলো কোরবানীর দিন।

Narrated by Abu Dawood, 2324; al-Tirmidhi, 697; classed as saheeh by al-Albaani in Saheeh al-Tirmidhi, 561


নিচের বক্তব্য সবগুলো আমার কাছে ভুল এবং ফিতনা মূলক:

"ভাই রোজা আরম্ভ হয়ে গিয়েছে কিন্তু আমরা রাখছি না।"

"চাদ উঠে গিয়েছে, আজকে ঈদের দিন সাধারন মানুষ রোজা রেখে গুনাহগার হচ্ছে"

"সৌদি সরকার চাদ ঠিক মত দেখে না। আরাফার দিন বাদে ভিন্ন দিন হজ্জ করে তারা সবার হজ্জ নষ্ট করছে।"


আল্লাহ তায়ালা আমাদের সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।

#HabibSays

    Comments:
  • Joke,
    Q. শাহবাগীরা আহলে-সুন্নাহদের এত ঘৃনা করে কেন?
    A. তারা ওয়াল জামায়াত সেজন্য।
  • প্রশ্নটা নতুন না। কমন প্রশ্ন।

    স্টেটাসটা দিয়েই আমি নিচে লিখে দিতে চাচ্ছািলাম "নিচের দুটো প্রশ্ন অবভিয়াসলি জিজাসা করা হবে যার জবাব এখানে দেযা হয় নি....১। ২।"

    এর মাঝের প্রথম প্রশ্নটা হলো এটা।

  • নিচের প্রশ্নগুলো কভার করা হয় নি/
    ১। আমেরিকাতে আরবরা গ্লোবাল, পাকিস্তানিরা করে লোকাল, অন্যরা করে ICNA -- আপনার নিয়মে তখন কি করবেন?
    ২। মধ্যপ্রাচ্যে কয়েক বছর ঘোষনা দিয়েছিলো "চাদ দেখতে আমাদের ভুল হয়েছিলো, রমজানের পর আপনারা একটা রোজা কাজা করে নিবেন" -- তারাও কি তাহলে ঠিক ছিলো?

    এই ধরনের এক্সটেনডেড প্রশ্নের জবাব দেই না, কারন এক্সটেন্ড করে টানতে থাকলে পুরো শরিয়া চলে আসবে।
    ডিটেলস এর জন্য ফতোয়ার বই পড়ে জেনে নিতে পারেন। বা আলেমদের জিজ্ঞাসা করুন।

28-May-2017 1:48 pm

Published
28-May-2017