ইফতারির সময়ের সাথে কেন ৪ মিনিট যোগ করা হয় তার ব্যখ্যা।
কারো প্রশ্ন থাকলে এখানে করলে আমি জবাব দেবো ইনশাল্লাহ।
যারা এখানে কমেন্ট করতে পারছেন না, inbox এ প্রশ্ন পাঠালে এখানে জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ।
রেফারেন্স গুলো বুঝতে আপনাকে ইংরেজি এবং সাইন্স একটু বুঝতে হবে।
- Comments:
- শহরের কেন্দ্র কে কোথায় ধরছে এটা নিয়েও ক্যচাল আছে। বৃটিশ আমলে ঢাকার যে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেয়া হতো সেটা এখন ম্যপে ফেললে বুড়িগংগার দক্ষিনে কামরাঙ্গির চরে পড়ে। তখন লোকেশন মাপা বেশি একুরেট ছিলো না বলে। কিন্তু এটাই সব জায়গায় প্রচলিত।
নরমালি ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট কেন্দ্র ধরা হয়। কিন্তু উইকিপিডিয়া বা অন্যান্য জায়গায় ঢাকার যে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেয়া আছে, সেটাও কখনো zero point এ আসে না।
গুগুল ম্যপে দেখলে গুলশানকে ঢাকার কেন্দ্র মনে হয়। যেহেতু মিরপুর-উত্তরায় শহর এক্সপান্ড করেছে। আমি সেখানেই কেন্দ্র ধরেছি। এবং ইফার সাথে আমার ২-৩ সেকেন্ড পার্থক্য দেখে বুঝতে পারি ইফাও এর কাছাকাছি কোথাও ধরেছে।
এটা খেয়াল রাখতে হবে।
- জামাতের সাথে ইফতার করলে এটা মানসিক শান্তি পাবেন। আগে করলে একটা খুত খুত থাকবে যেটা প্রতিদিন বাড়তে থাকবে। এবং পরে একসময় মনে হবে হয়তো এটা ঠিক না।
- জানি। এই হাদিসটার কথাও নোটে লিখেছি।
- তাদের কিছু বলতে পারি না কারন ইয়ং বয়সে আমিও এরকম বিদ্রোহি ছিলাম। এরকম আগে ইফতারি বা পরে সেহরি করতাম। "মানুষ ভুল, তারা জানে কম" এরকম ধারনা করে।
আস্তে আস্তে দেখে বুঝে অনেক কিছু শিখেছি। তারা যে আমার কথা শুনবে তাও না। আমিও তাদের বয়সে বড়দের কথা শুনতাম না। :-) /confession.
- //Nowadays we get exact time due to satellite time//
GPS দিয়ে হিসাব করালে আমিও ২ মিনিট যোগ করি। - প্লাস এখানে বলা হয়েছে "সূর্য ডুবার পরে"। নিশ্চিৎ সূর্য ডুবার পরে আমি ১ মিনিট যোগ করারও পক্ষপাতি না।
- হবে। সেটাই বলছিলাম। এবং আমার সাইটও সেটা প্রোপোজ করছে।
- টকশোর হাইলাইট পরবর্তিতে ইউটুবে দেখবেন। লাইভ টকশো দেখার জন্য আবার কেউ তারাবী বাদ দেয় নাকি?
- জানা নেই। বাসায় টিভি নেই।