বলে দাও, "জানি না"
১
ওস্তাদ উপদেশ দিচ্ছেন।
আমি জবাব দিলাম, "কিন্তু আমি তো জানি!"
"তার পরও বলো জানি না।"
"মিথ্যা বলবো?"
"মিথ্যা বলো।"
২
ওস্তাদ বললো, "তুমি নিজে যতটুকু জানো বলে মনে করো, তুমি ততটুকু জানো না।"
আমি কথাটা গ্রহন করলাম না। কিন্তু কিছু বললামও না।
"তারা তোমার কাছে দলিল চাইবে? দিতে পারবে?"
বললাম, "না"
"বিপরিত কোনো মত দিয়ে তোমাকে চ্যলেঞ্জ করবে, বাহাস করতে পারবে?"
"না"
"শুধু মাত্র কোরআন হাদিস থেকে দলিল দিয়ে এটা প্রমান করতে পারবে?"
"না"
"তাহলে তুমি নিজে যত জানো মনে করো, তুমি তত জানো না। মাসলা সংক্রান্ত সব প্রশ্ন আলেমদের কাছে পাঠিয়ে দিও।"
৩
বললাম, "আমি জেনেও যদি না বলি, যদি তাকে পথ না দেখাই, তবে এর পর সে ভ্রান্ত কারো খপ্পরে পড়লে পথভ্রষ্ট হবে!"
"বারসিসা লজিক। গল্পটা জানো?"
বললাম, "জানি।"
এর পর চুপ করে গেলাম।
৪
মিশকাত শরিফ পড়ছিলাম,
"যে ব্যক্তি তার জানা ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে গোপন করেছে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পড়িয়ে দেয়া হবে।"
কিছুক্ষন থামলাম। এর পর আরো পড়তে থাকলাম,
"যাকে ইলাম ছাড়া ফতোয়া দেয়া হয়েছে, গুনাহ যে ফতোয়া দিয়েছে তার উপর পড়বে..."
৫
ওস্তাদের কথা আবার মনে পড়লো, "বলে দাও, জানি না।"
#HabibFeels
- Comments:
- Relevant
https://www.facebook.com/notes/sanjir-habib/প্রসংগ-সূর্যাস্তের-সময়-ও-ইফতারি/10154966409594167/