Facebook Posts - September 2015

2-Sep-2015 11:14 pm


Life:
পাচ দিন ধরে চেষ্টা করছি প্রোগ্রামের কোন লাইনে Bug আছে সেটা বের করতে। রাতগুলো নির্ঘুম। কাজ হলো না। Stress এ মেজাজটা খিটখিটিয়ে আছে। বৌয়ের সাথে লাগলো ঝগড়া। খবরে পড়লাম এর থেকে ছোট আপদেও আমাদের "স্যার" গলায় দড়ি দিতে চাচ্ছিলেন।

এর পর্যায় ঠিক করলাম কালকে রোজা রাখবো। রোজা কেন? প্রোগ্রামের ভৌতিক বাগটা যেন বের করতে পারি সে জন্য। মানুষ শুনলেও বলবে কি?

যে মুহুর্তে মনে হলো জীবনের লাইফটা হ্যংগিং অবস্থায় ঝুলছে, সে দিন Bug গুলো বেরুলো, এক সাথে দুটো। দুটো মিলে কনফিউজ করে দিয়েছিলো।

আল্লাহর এক বান্দার জীবনের ৫ দিন নষ্ট। এখন মাথা ঠান্ডা হবার পর প্রথমতঃ বৌয়ের সাথে সম্পর্কটা ঠিক করতে হবে। এর পর এই পাচ দিন কাজ যতটুকু পিছিয়ে গিয়েছে সেটা শেষ করতে হবে। :-P

    Comments:
  • Fixed. এখন টাইমটা মেকআপ করার চেষ্টা করছি।

2-Sep-2015 11:14 pm

3-Sep-2015 12:01 pm


ভদ্রলোক কন্টিনিউ করলেন...

- ... একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য এক মহিলাকে আল্লাহ তায়ালা মাফ করে বেহেস্ত দিয়েছেন, আর আপনি বলছেন নাস্তিকরা দোজোখে ... ...

- ব্যপার সেটা না।

- তাহলে কি?

- ব্যপার হলো, নাস্তিকদের কাছ থেকে আমি ইসলাম শিখি না।

কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বললেও না।

3-Sep-2015 12:01 pm

3-Sep-2015 3:53 pm


দেশি হিসাব:
তোলা আর ভরি একই জিনিষ। ১ তোলা = ১ ভরি। "আনা" হলো পার্সেন্টেজ এর বিকল্প। ১০০% = ১৬ আনা। সে হিসাবে ৮ আনা মানে ৫০%।

Lost culture: বাজারে গেলে দোকানদার যখন বলতো, চার আনা বা পাচ সিকা দাম।

    Comments:
  • "BRTC আর BRTA দুটো পুরোই আলাদা জিনিস" <-- BRTC এর অফিস হলো কমলাপুরে, রেল ইস্টিশনের পাশে।

3-Sep-2015 3:53 pm

3-Sep-2015 10:12 pm


Self Reminder: Wealthy nations like Saudi and UAE aren't taking in any refugees either. And BD can't tolerate neighboring Rohingas.

3-Sep-2015 10:12 pm

4-Sep-2015 7:31 am


Aylan Kurdi

4-Sep-2015 7:31 am

5-Sep-2015 4:35 pm


আল্লাহ তায়ালার দুনিয়ায় সবাইকে সমান করে উনি পাঠান নি। এখানে Upper ক্লাস আর Lower ক্লাস আছে। যদিও সমাজতন্ত্রীরা এ শ্রেনীভাগকে অস্বিকার করে, আমি এটা অস্বিকার করি না। "আখেরাতে এরা আর আপার ক্লাসে থাকবে না" -- কথাটা সত্য হলেও, দুনিয়াতে এখন তারা আপার ক্লাস -- একথাটাও সত্য।

নিয়ম হলো/

  • আপার ক্লাসের লোকদের নিয়ামতের দিকে তাকাবো না, আবার হিংসাও করবো না।
  • ভালো ব্যবহার করবো, কিন্তু সংগী বানাবো না।
  • সাহায্য নেব না। প্রয়োজনেও না অপ্রয়োজনেও না।
  • আল্লাহ তায়ালা তাদের যে সম্মান দিয়েছেন তার জন্য তাদের সম্মান করবো। তবে অহংকার দেখালে দুরত্ব বজায় রাখবো।

    আর সম্পর্ক রাখতে হয় নিজ থেকে সাধারন শ্রেনীর লোকদের সাথে।

    5-Sep-2015 4:35 pm

  • 6-Sep-2015 5:56 am


    "I cannot close my eyes without having sleeping pills. Even the noise of the window shutters scares me," ---- that's after having 24 hours police protection.

    http://www.haveeru.com.mv/south_asia/62028

    6-Sep-2015 5:56 am

    6-Sep-2015 11:35 am


    "My mannerisms, my compulsive tidiness and cleanliness, my approach to sensitive issues – they don’t quite fit with the stereotypes associated with being a “real man.”

    ...how the absence of a strong male role model in the family, hurts boys growing up. Nice article. The school didn't provide one, as 70% of the teachers where female, too.

    http://www.independent.co.uk/voices/comment/like-many-other-black-men-i-grew-up-with-only-women-around-now-im-worried-the-experience-has-feminised-me-10484794.html

    6-Sep-2015 11:35 am

    6-Sep-2015 1:41 pm


    Another reason why your wife shouldn't be on your FB friend list.
    _______
    "A therapist has come up with some unexpected advice for couples looking to strengthen their relationship – unfriend each other on Facebook."

    "I realised for a little while with my own wife that I didn’t really want her to be my friend on Facebook. I didn’t want all of that extra information. If anything, I wanted less information - I wanted more mystery and more unpredictability," he said.

    http://www.independent.co.uk/life-style/love-sex/unfriend-your-partner-on-facebook-if-you-want-to-stay-together-therapist-says-10488002.html

      Comments:
    • You should have taken your time to find a good meme pic with this title. :-P
    • Web এ আছে এখানে http://habibur.com/hijri/
      http://habibur.com/hijri/
    • অপরিচিত ফেসবুক শায়েখের "ফুল রেফারেন্স দিয়ে বলা প্রমানিত এবং সহি কথা" গ্রহন করতে নেই। এটা শুধু মাত্র এই কারনে যে সে আমার পরিচিত না। সহি কথা বললেও তারটা গ্রহন করবো না।

      শুধু মাত্র পরিচিত আলেমেদের কাছ থেকে মাসলা নিতে হয়।

    6-Sep-2015 1:41 pm

    8-Sep-2015 7:46 pm


    দস্তানে মুহাম্মদ ﷺ। Soft Version. Full.
    Warning: soft background music.

    https://www.youtube.com/watch?v=mguDU4rv0mw

      Comments:
    • সমস্যা হলো হযরত উসমান রাঃ এর সময় থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যত মুসলিম গ্রুপ শাষকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সবাই এই দাবির উপর করেছে যে শাষকের মূলভিত্তি আর ইসলাম নেই।
    • তাবুগুলো তুরস্কে, সৌদি আরবে না। সৌদি আরব এখানে শুধু টাকা দিয়েছে তাবুগুলো কেনার জন্য। টাকা দিয়ে আশে পাশের মুসলিম দেশগুলোকে সাহায্য সৌদি সরকার প্রচুর করে। কিন্তু নিজ দেশে জায়গা দেয় না। এটাতে ছোট একটা সমস্যা হয় সেটা হলো উদ্বাস্তু মুসলিমদের তখন ইউরোপে জায়গা খুজতে হয়।

      http://www.arabnews.com/news/460413

    • Going এ ৩০০ জন ক্লিক করলে ৩০ জন আসবে, আমরা এটা ধরে নেই। Rule of thumb.

    8-Sep-2015 7:46 pm

    11-Sep-2015 10:47 pm


    How a poem against self deception, has been interpreted as a poem about individualism :-P
    ______
    Most readers consider “The Road Not Taken” to be a paean to triumphant self-assertion (“I took the one less traveled by”), but the literal meaning of the poem’s own lines seems completely at odds with this interpretation. The poem’s speaker tells us he “shall be telling,” at some point in the future, of how he took the road less traveled by, yet he has already admitted that the two paths “equally lay / In leaves” and “the passing there / Had worn them really about the same.” So the road he will later call less traveled is actually the road equally traveled. The two roads are interchangeable.

    http://www.theparisreview.org/blog/2015/09/11/the-most-misread-poem-in-america/

    11-Sep-2015 10:47 pm

    11-Sep-2015 11:00 pm


    ক্রেন ভেঙ্গে পড়ার পর মক্কায় আজকে বিকালে ৫২ জন মারা গিয়েছে মসজিদুল হারামে।

    http://www.newsweek.com/report-52-dead-after-crane-crahs-mecca-grand-mosque-371233
    _________

    Update 1: নিহতের সংখ্যা এখন ৬২
    Update 2: এখন বলা হচ্ছে ৬৫ জন নিহত।
    Update 3: ১০৭ জন নিহত।

    11-Sep-2015 11:00 pm

    12-Sep-2015 7:03 am


    রাজশাহির মুশফিক স্যার মারা গিয়েছেন গত সপ্তাহে। খবর পাই নি। আজকে হটাৎ করে আপডেট খুজতে গিয়ে জানতে পারলাম।

    কিন্তু তবলিগের মাঝে যে বিভাজন যেটা হয়েছে সেটা কি এখন সমাধান হবে? মনে হয় না। নিজেদের মাঝে এই দ্বন্ধটা চলছে অনেক যুগ ধরে। সেই ৯০ এর প্রথম থেকে। ২৫ বছর। এর মাঝে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু দ্বন্ধটা রয়ে গিয়েছে।

    Time should say.

    12-Sep-2015 7:03 am

    12-Sep-2015 7:31 am

  • ঘটেছে আসর আর মাগরিবের মাঝে।
  • দৌড়ানোর জায়গাটা ৪ তলা। এর উপরের তলার ছাদ ভেঙ্গে পড়েছে। তোয়াফের জায়গাতেও পড়েছে। মাকামে ইব্রাহীমের সাইডে।
  • ক্রেনটা ছিলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম।
  • প্রচন্ড ঝড় বৃষ্টি, তার মাঝে ক্রেনের উপর একটা বজ্রপাত হয়, এর পর এটা ভেঙ্গে পড়ে।
  • ১০৭ জন নিহত এখন পর্যন্ত।

    12-Sep-2015 7:31 am

  • 12-Sep-2015 12:48 pm


    A double rainbow appears in NY near the twin towers on the day before 9/11 this year. And thunder strike on a crane run by Bin-Laden Co. in Mecca results in over a hundred death on the day of 9/11.

    Not for the faint hearted. 8-) (Y)

      Comments:
    • ^ মানে স্যারের দল এখন "যত নেতা তত দলে" বিভক্ত হয়ে যাবে। একত্রিত থাকতে পারবে না। কারন এই দলটাই তৈরি হয়েছে "যদি ভুল দেখো তবে নিজের নেতার বিরোধিতা করে বিভক্ত হয়ে যাও" এই নীতির উপর। Tanvir Raj Ibn Adam
    • ^ Personally I see it as a sign of possible upcoming tests of Muslims' faith.

    12-Sep-2015 12:48 pm

    12-Sep-2015 5:27 pm


    পনের বছর পর প্রতিশোধে নেবার সুন্দর গল্প । তবে উনার সাথে আমার পার্থক্য হলো আমি প্রতোশোধও নেই না, আবার ক্ষমাও করি না। কেউ যদি বলে "হাশরের ময়দানে আল্লাহর কাছে ক্ষমা চাইবার কথা চিন্তে করে মাফ করে দেন, আল্লাহ তায়ালা আপনাকেও মাফ করে দেবেন।"

    তখন জবাব দেই "আল্লাহ ক্ষমা করেন। বান্দা না।" :-P

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • Never missed that school though, after leaving. :-P

    12-Sep-2015 5:27 pm

    12-Sep-2015 8:53 pm


    শায়েখ উসাইমিন রাহি: কে জিজ্ঞাসা করা হয়েছিলো ইসমে আজম কোনটা? উনি জবাব দিলেন "হাইয়ুল কাইয়ুম"।

    তুমি বলবে "ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া জিলজালালি ওয়াল ইকরাম।" কোরআন শরিফের তিন জায়গায় এই নামটা আছে, আয়াতুল কুরসি, সুরা আল ইমরানের প্রথমে আর সুরা ত্বোয়া হা তে।

    12-Sep-2015 8:53 pm

    13-Sep-2015 12:20 pm


    হাতের নোখ আর চুল কেটে ফেলার আজকে লাস্ট দিন। জিলহজ্জ মাস আরম্ভ হয়ে গেলে, কোরবানীর দেবার আগে আর নোখ কাটা যাবে না।

    জিলহজ্জ মাসে যে কোরবানীর আগে চুল নোখ কাটবে না সে কোরবানীর দেবার সোয়াব পাবে বলে বর্ননা আছে।

      Comments:
    • কাজীর ফি ৪০০ টাকা জানতাম।
    • "যে সাপের চোখ নেই, শিং নেই, নোখ নেই। ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না" <-- এখন বলেন এটাও ভুল। :-P
    • ক্যলিফোর্নিয়ায় দাবানল জ্বলছে আজ অনেক দিন। তবে বংগ দেশে এর আগের সব আগুন এই সরকার নিভিয়ে দিয়েছে।
    • মেরেজ সার্টিফিকেট পাসপোর্ট বা ভিসার জন্য লাগেনা।

      // শুধু আমেরিকান ভিসার জন্য লাগলে লাগতে পারে। জানি না।

    • বৌয়ের সাথে ঝগড়া যদি আদালত পর্যন্ত গড়ায়, তখন কাজে লাগে।
    • Yes.

    13-Sep-2015 12:20 pm

    13-Sep-2015 3:37 pm


    গতকাল রাতে বাচ্চাদের স্কুল থেকে এসএমএস পাঠিয়েছিলো আজকে স্কুল বন্ধ। এডভান্স ঘোষনা। VAT আন্দোলনের ভয়ে?

    সত্যি সত্যি আজকের খবর, "ছাত্র বিক্ষোভে স্থবির ঢাকা"।।

    http://www.mzamin.com/details.php?mzamin=OTIzODQ=&s=MQ==

    13-Sep-2015 3:37 pm

    13-Sep-2015 5:52 pm


    শায়েখ আব্দুল ওয়াহেদ র. বলেন, একবার আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে বললাম, হে আল্লাহ ! জান্নাতে যাকে আপনি আমার সঙ্গী বানাবেন দুনিয়াতে তাকে একটু দেখিয়ে দিন। আমার দোয়া কবুল হলো। স্বপ্নে আমাকে জানানো হলো, হাবশার আধিবাসী মায়মূনা নামক একজন রমনী জান্নাতে তোমার সঙ্গীনি হবে।

    আমি সেই জনপদে গিয়ে উপস্থিত হলাম। লোকদের কাছে তার আকৃতির বর্ণনা দিয়ে তাঁর নাম ও বাড়ি কোথায় জানতে চাইলাম। লোকেরা জানালো, তার নাম মায়মূনা। সে বকরী চরায়। সম্ভবত এখন কোথাও বকরী চরাচ্ছে। আমি তাদের বর্ণনা অনুসারে মাঠের দিকে চললাম। বস্তির বাইরে এসে অবাক হয়ে দেখলাম, সব বকরী এক স্থানে ঘাস খাচ্ছে। কোথাও পালাচ্ছে না। সামান্য দূরে একজন রমনী গাছের নিচে দাঁড়িয়ে নামায আদায় করছেন। আমি আরো গভীর ভাবে তাকানোর পর চমকে উঠলাম। যে মাঠে বকরীগুলো ঘাস খাচ্ছিলো তার একপার্শ্বে কয়েকটি বাঘ বসে বসে বকরীগুলো পাহারা দিচ্ছে। ফলে বকরীগুলো কোথাও পালিয়ে যাচ্ছে না।

    মহিলা সালাম ফেরানোর পর আমাকে দেখে বললেন, হে আব্দুল ওয়াহেদ ! সাক্ষাতের স্থান তো আল্লাহ পাক নির্ধারণ করেছেন জান্নাতে । দুনিয়ায় আপনি আমার সন্ধান পেলেন কি করে? আমি তার মুখে আমার নাম শুনে তাজ্জব বনে গেলাম ....

    ...

      Comments:
    • Irrelevant তাই। Relevant part এ focus রাখার জন্য।
    • এতটুকুর মাঝে শিক্ষনীয় আছে, আমার জন্য।

    13-Sep-2015 5:52 pm

    13-Sep-2015 6:03 pm


    তোমরা যারা ফজরের পরে ঘুমাও।

    // Advice to self. :-P

    https://www.washingtonpost.com/news/to-your-health/wp/2015/09/01/scientists-have-discovered-why-running-makes-you-happy/

    13-Sep-2015 6:03 pm

    13-Sep-2015 11:50 pm

    14-Sep-2015 1:44 pm


    আজকের খবর:
  • সাত হাজার গান জানা আমাদের সমাজকল্যান মন্ত্রী আর নেই। দেশের সংস্কৃতি অংগনের এক বিরাট ক্ষতি।
  • এবং প্রাইভেট ইউনিভার্সিটির উপর ভ্যট প্রত্যাহার করা হয়েছে, এটা দ্বিতীয়বার আরোপের চেষ্টা ও প্রত্যাহার। সরকারের এটা একটা বিরাট বিজয়।
      Comments:
    • ^ ফলো করি নি।
    • কাহিনী মোটামুটই এখানেই শেষ। এর পর কিছু উপদেশ বানী আদান প্রদান ছিলো। Mahmuda Rahman, Lovelo Hasan
    • জানা নেই।
    • নিঃসন্দেহে। (Y)
    • So true. পুরো মনোযোগ চলে যায় Ritual ছোটখাট বিষয়গুলোর পার্ফেক্টনেসের দিকে, সামনে দাড়ানো ইলাহ এর দিকে মনোযোগ দেবার আর সময় থাকে না।
    • তিন ভাগ করাটা মুস্তাহাব বা মুবাহ। ফরজ না, সুন্নাহ না।
    • মুস্তাহাব হলো করলে সোয়াব আছে, না করলে গুনাহ নেই।
    • এগুলো মাজহাবের আলেমদের ক্লাসিফিকেশন। সুন্নাহ না এবং সুন্নাহ এর থেকে কম গুরুত্বপূর্ন এমন কিছু আমলকে মুস্তাহাব পর্যায়ে ফেলা হয়।

      তেমনি ওয়াজিব হলো সুন্নাহ এর থেকে বেশি গুরুত্বপূর্ন।

      হানাফি মাজহাবের অনুসারিদের জন্য এই ক্লাসিফিকেশনগুলো গুরুত্বপূর্ন। আহলে হাদিসে সম্ভবতঃ এই ভাগগুলো নেই। অথবা থাকলেও আমি জানি না।

    14-Sep-2015 1:44 pm

  • 17-Sep-2015 12:40 pm


    জীবনের সময়গুলো কাটানো যায়।
  • আমার স্বিদ্ধান্ত ঠিক, এটা অন্যকে বুঝানোর দ্বারা।
  • তার কাজ ভুল, এটা তার কাছে প্রমান করার দ্বারা।
  • অন্য কোনো দল ভালো নাকি মন্দ এই ব্যপারে আমার মত তাকে গ্রহন করানোর দ্বারা।

    অথবা সময় কাটানো যায়,

  • ইবাদতে। আমার রবকে সন্তুষ্ট করার জন্য।
  • তর্কে যে বইয়ের রেফারেন্স তারা দেয়, সরাসরি ঐ বইগুলো পড়ে।
  • এবং তর্কের চ্যলেঞ্জের মাঝে চুপ থেকে, নিজের কাজের প্রতি মনোযোগি হয়ে।

    দ্বিতীয় কাজগুলোকে আমি প্রথম কাজ থেকে উত্তম মনে করি।

    17-Sep-2015 12:40 pm

  • 17-Sep-2015 4:13 pm


    From "Interpretations of quantum theory: A map of madness"
    __________
    Motivated by some recent news, a journalist asks a group of physicists: “What’s the meaning of the violation of Bell’s inequality?” One physicist answers: “It means that non-locality is an established fact”. Another says: “There is no non-locality; the message is that measurement outcomes are irreducibly random”. A third one says: “It cannot be answered simply on purely physical grounds, the answer requires an act of metaphysical judgement”a. Puzzled by the answers, the journalist keeps asking questions about quantum theory: “What is teleported in quantum teleportation?” “How does a quantum computer really work?” Shockingly, for each of these questions, the journalist obtains a variety of answers which, in many cases, are mutually exclusive. At the end of the day, the journalist asks: “How do you plan to make progress if, after 90 years of quantum theory, you still don’t know what it means?

    17-Sep-2015 4:13 pm

    17-Sep-2015 4:19 pm


    সরকার "অনুমোদিত" "পশু জবাই" স্থানসমুহ।
    _________
    সালাম বাগ মসজিদ সংলগ্ন মাঠ, পূর্ব রামপুরা।
    একরামুনেছা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ, পশ্চিম রামপুরা
    বনশ্রী আইডিয়াল স্কুল এবং কলেজ, বনশ্রী।
    মহানগর প্রজেক্ট এর ভিতরের খালি জায়াগা।
    উলন রোড সংলগ্ন খালি জায়গা।
    খিলগাঁও কবরস্থান সংলগ্ন স্থান।
    তালতলা মার্কেটের ভিতরের খালি জায়গা।
    তালতলা মার্কেট সংলগ্ন শহীদ বাকী সরণী (৮০ ফুট রাস্তা) খালি জায়গা।
    পল্লীমা সংসদ সংলগ্ন মাঠের খারি জায়গা।
    খিলগাঁও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ।

    17-Sep-2015 4:19 pm

    17-Sep-2015 8:44 pm


    এখন প্রশ্ন হলো এই দেশে বসে কেউ যদি আরাফার দিনে রাখতে চায়, তবে সে কি আরাফার দিন রোজা রাখবে নাকি নয় তারিখে রোজা রাখবে?

    উত্তর: জানা নেই :-P

      Comments:
    • হজ্জ যখন ডিসেম্বরে ছিলো তখন রাখতো। এখন রাখে না।
    • সোয়াবের জন্য কেউ কেউ রাখে। রাসুলুল্লাহ নিজে আরাফার দিন ﷺ রোজা রাখেন নি।
    • OK.
    • "........O......K" <--- এটা হলো কষ্টের ok. :-P
    • আমার কোনো মত দেই নি স্টেটাসে। পড়ে দেখেন।
    • এদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি। তারা এটাকে হারাম মনে করে না --- কারন তাদের মতে --- সুদ এখন সর্বত্র প্রচলিত হয়ে গিয়েছে এবং সুদের লেনদেন ছাড়া এখন কিছু চলে না।

    17-Sep-2015 8:44 pm

    18-Sep-2015 2:10 pm


    কোরবানীর চামড়া বিক্রি না করে চামড়াটা কোনো মাদ্রাসায় দান করে দেয়াকে আমি ভালো মনে করি।

    "কিন্তু মাদ্রাসার লোক এটা বিক্রি করবে, একই হলো।" এ যুক্তিটা খাটে না, কারন অনেক গরিব লোকও গরুর গোস্ত সারাদিন কালেক্ট করে সন্ধায় রেলগেটে বিক্রি করে। এই কারন দেখিয়ে কোরবানীর গোস্ত দালালের কাছে নিজে সরাসরি বিক্রি করে টাকাটা দান করে দেয়া --- এটাকে খারাপ মনে করি, অধিকাংশ লোকও খারাপ মনে করে।

    দান করে দেবার পর সে বিক্রি করুক বা নিজে খাক তার ব্যপার। আমার কাজ গোস্ত বা চামড়া বিক্রি না করে দান করে দেয়া।

    কিন্তু বিক্রি করলে কোরবানী হবে না?
    হবে, যদি বিক্রির পুরো টাকাটা দান করে দেয় তবে। তবে নিজে বিক্রি না করে দান করাটা উত্তম।

    এক সময় ঢাকাতে সাত পরিবার মিলে এক গরু কোরবানী করতো। তাই তখন চামড়া বিক্রি করে টাকাটা ভাগাভাগি করা সহজ সমাধান ছিল। এখন মোটামুটি প্রতি পরিবার এক গরু দেয়। তাই সরাসরি চামড়া দান করায় অসুবিধা দেখছি না।

      Comments:
    • কোরবানীর ঈদ?

    18-Sep-2015 2:10 pm

    18-Sep-2015 11:47 pm


    ডোনাল্ড ট্রাম্প যদি আগামি বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তবে নতুন খেল দেখা যাবে।

    Just waiting. Nobody knows the future.

      Comments:
    • হালাল পথে যে বেশি টাকা কামাচ্ছে সে আশরাফ। দুই নম্বর বেক্তি বেশি আশরাফ।

    18-Sep-2015 11:47 pm

    19-Sep-2015 12:43 am


    এর থেকে সহজ সমাধান? বাংগালি স্টাইলে কয়েকটা মাইর :-P

    19-Sep-2015 12:43 am

    19-Sep-2015 9:20 pm


    মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা। উনি ছিলেন শিয়া, যদিও জন্ম সুত্রে ছিলেন ইসমাইলি।

    জেরারেল ইয়াহিয়া খান, যার ব্যপারে গান হয়েছিলো "ইয়াহিয়া তুমি হত্যা যতই করনা", উনিও ছিলেন শিয়া।

    জুলফিকার আলী ভুট্টো আর বেনজির ভুট্টোও ছিলেন শিয়া পরিবারের। তবে বেনজির ৯০ এর পর থেকে নিজেকে সুন্নি হিসাবে পরিচয় দিতেন। উনার হাজবেন্ড আসিফ আলী জারদারী ছিলেন একজন বড় পরিবারের শিয়া।

    বস্তুতঃ এক হিসাবে পাকিস্তানের ২০% লোকই শিয়া।

    আর ভারতের শিয়াদের মাঝে সবচেয়ে বিখ্যাত হলেন মীর জাফর আলী খান। উনি ছিলেন নবাব সিরাজুদ্দৌলার সংগী।

    এই কারনে "মুসলিমরা এই করেছে, ঐ করেছে", শুধু এত টুকু কথার উপর আমি কংক্লুশন টানি না। উনি শিয়া ছিলো না সুন্নি, এটা আমার জন্য একটা বড় ফেকটর। এতটুকু জানলে অনেক আনএক্সপ্লেনেবল জিনিষের এক্সপ্লেনেশন এর পর সহজ হয়ে যায়।

      Comments:
    • মধ্যপথে থাকতে পারাটা আল্লাহ তায়ালার একটা বড় নিয়ামত। যারা দল নিয়ে আছে, তারা যতই অসন্তুষ্টই হোক না কেন মধ্যপথ অবলম্বিদের উপর।

    19-Sep-2015 9:20 pm

    20-Sep-2015 6:42 pm


    Rock paper scissor strategy:

    If you win, play what your opponent just played as they will expect you to play the same thing again.

    If you lose, play the thing that didn’t come up (e.g. if you lose to paper after playing rock, play scissors) because there is a high chance they will play the thing they won with.

      Comments:
    • Never played -lizard-spoke :-)

    20-Sep-2015 6:42 pm

    20-Sep-2015 7:10 pm


    গরু আপডেট:

    আজকে হাটে গিয়েছিলাম। বেচা বিক্রি তেমন নেই। শুধু একটা গরু একজনকে কিনে বেরুতে দেখলাম। আর হাট প্রায় খালি। এখনো গরু আসে নি। তাই কেনা হলো না। কালকে আবার যেতে হবে।

    FB নিউজ ফিডে অনেকে হুমকি দিচ্ছে "গরুর সাথে সেলফি পোষ্ট দিলে আনফ্রেন্ড করা হবে"। এটাই করবো হয়তো :-P ফ্রেন্ড লিষ্টের সাইজ কমিয়ে আনতে হবে। :-P

    নিচের পোষ্টটা লাস্ট যে বছর গরু কিনেছিলাম তার এক্সপেরিয়েন্স।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    20-Sep-2015 7:10 pm

    20-Sep-2015 7:21 pm


    টাক মাথার কয়েকজনকে জিজ্ঞাসা করা হয়েছিলো "তোমার মাথায় চুল গজানোর বিপরিতে তুমি জীবন থেকে কত বছর দিয়ে দিতে রাজি?"

    বেশির ভাগ টাক্কু বলেছেন "এক বছর দিয়ে দিতে রাজি"। অনেকে দশ বছরও দিয়ে দিতে রাজি।

    // A note to my head :-P

    http://www.rt.com/news/315992-uae-baldness-trade-life/

      Comments:
    • :-D :-D :-D

    20-Sep-2015 7:21 pm

    20-Sep-2015 10:42 pm


    দুবাইয়ের সুলতানের বড় ছেলে মারা গিয়েছে। বয়স ৩৩। হার্ট এটাক।

    ৩৩ বছর বয়সে হার্ট এটাক? বিশ্বাস করা কষ্টকর। Time for some conspiracy theory.

    20-Sep-2015 10:42 pm

    21-Sep-2015 12:48 am


    Oooops.
      Comments:
    • ছেলেটার পেজ মনে হয় এটা। এখন ডিসেবেলড :-P

      https://www.facebook.com/tanviral.mahmud.7

    21-Sep-2015 12:48 am

    21-Sep-2015 1:40 pm


    হাজ্জিদের জন্য কালকে হজ্জ আরম্ভ। মিনা যাবার দিন। পরশু আরাফা। এর পর দিন কোরবানী ও ঈদ।
      Comments:
    • রোজা*

    21-Sep-2015 1:40 pm

    21-Sep-2015 4:23 pm


    "If someone makes same mistake twice - you relieve him of duty. That is as old principle as they come. Things get done by people that do different mistakes every time." -- Anonymous.

    21-Sep-2015 4:23 pm

    21-Sep-2015 9:21 pm


    জীবনের প্রথম বছর যখন নিজে গরু কিনতে গিয়েছিলাম তখন ৩০ মিনিটের মাঝে কিনে ফেলেছিলাম, ৩ টা গরু দাম করার পর।

    এখন এক্সপার্ট হবার পরে তিন দফা হাটে গিয়েও গরু কিনতে পারলাম না।

    এই বছর ধরা খেয়ে যাই কিনা আশংকায় আছি। :-P

    21-Sep-2015 9:21 pm

    21-Sep-2015 11:46 pm

    22-Sep-2015 1:07 pm


    জাপানের সরকার আর্টস আর কমার্স সাবজেক্টগুলো বন্ধ করে দেবার ডাক দিয়েছে। ছাত্ররা শুধু সাইন্স শিখবে।

    http://www.bloombergview.com/articles/2015-09-20/japan-dumbs-down-its-universities-at-the-wrong-time

    22-Sep-2015 1:07 pm

    22-Sep-2015 1:53 pm


    ১ কোটি টাকা থাকলে মালেশিয়া চলে যেতাম :-P
    ________
    "১০ বছরের নন-মালয়েশিয়ান ভিসার জন্য আবেদন করতে অ্যাকাউন্টে জমা থাকতে হয় ৫ লাখ রিঙ্গিত বা ১ কোটি টাকা"

    http://mzamin.com/details.php?mzamin=%20OTM3Nzk=&s=Mg==

    22-Sep-2015 1:53 pm

    22-Sep-2015 7:06 pm


    ১৯৫০ সালে হজ্জে শয়তানকে পাথর মারার ছবি। কোকা কোলার সাইনবোর্ডটা না থাকলে এটাকে হাজার বছর আগের বলেও চালানো যেতো। গত ৩০-৪০ বছরে হাজার বছরের ঐতিয্য বদলিয়ে গিয়েছে।

    Time is passing quickly.

    22-Sep-2015 7:06 pm

    22-Sep-2015 9:19 pm


    হাজ্জীগন আজ রাত থেকে আরাফার মাঠের দিকে রওনা হচ্ছেন। কালকে জোহরের পর থেকে আরাফা অবস্থানের সময়। হজ্জের রোকন।

    সুন্নাহ হলো কালকে ইশরাকের পর আরাফার দিকে রওনা হওয়া। কিন্তু ভীড়ের জন্য আগে আগেই রওনা হয়।

    22-Sep-2015 9:19 pm

    22-Sep-2015 9:49 pm


    হেটে গেলে মক্কা থেকে মিনা যেতে এক ঘন্টা লাগে। মিনা থেকে আরাফা চার ঘন্টা, বিশ কিলোমিটার দূরত্ব।।

    ফিরে আসার সময়, আরাফা থেকে মুজদালিফা আড়াই ঘন্টা। মুজদালিফা থেকে মিনা দেড় ঘন্টা হাটা।

    হজ্জের কাজগুলো করতে হয় ৬ দিন ধরে। এই ছয় দিনে ১৩০ কিলোমিটার হাটতে হবে, যদি সব কাজ হেটে করে তাহলে।

      Comments:
    • ইংলিশ মিডিয়ামের মেয়েরা স্টার জলসা দেখে না।
    • তাহলে এই শর্ত চলবে না। নতুন শর্ত বের করেন। :-P

    22-Sep-2015 9:49 pm

    23-Sep-2015 12:15 pm


    by Monoar Hossen,
    এবারকার হজ্জের কিছু বিষয় আমাকে ভাবিয়ে তুলছে
  • মক্কার ক্রেন ট্রাজেডি ( বালাদুল আমিনে)
  • দু দিন পর হোটেলে আগুন, যে খবরটি পুরো প্রকাশ করা হয়নি
  • বজ্রপাত, বৃষ্টি। আজ মিনা থেকে আরাফা যাবার সময় বৃষ্টি শুরু হলো, সাথে বজ্রপাত। ভয়ঙ্করভাবে আগুনের ফুলকি যেন হাজিদের মাথায় আছড়ে পড়তে লাগলো। দিকিবিদ্বিকি ভিজে ভিজে হাজিগণ আশ্রয় নিল যে যার মত! এমন বজ্রপাত আমি ১২ দিনে তিনদিন প্রত্যক্ষ করলাম!
      Comments:
    • ওটা ছিলো আনঅফিসিয়াল। এবং নিজেদের বেইস ছিলো না। এবং স্বল্প সংখ্যায়। ৪০-৫০ জন হয়তো। ভারি অস্ত্র ছিলো না।

    23-Sep-2015 12:15 pm

  • 23-Sep-2015 12:24 pm


    হজ্জ ভিসা নিয়ে এসে যারা অসুস্থ হয়ে মক্কার হাসপাতালে থাকে, সৌদি সরকার তাদের প্রত্যেকে এম্বলেন্স করে হজ্জের দিন হাসপাতাল থেকে সরাসরি আরাফার মাঠে নিয়ে যায়। নিজ উদ্যোগে। রোগীর জ্ঞান থাকুক বা না থাকুক। যেন কারো হজ্জ মিস না হয়। এখানে ভিআইপি নন ভিআইপি বলে কথা নেই।

    এটা এবছরের ছবি। এবার যোগ হয়েছে ক্রেন এক্সিডেন্টের আহতগন।

    23-Sep-2015 12:24 pm

    23-Sep-2015 1:40 pm


    Hajj Live [Youtube Feed]. আরাফার মাঠের খুতবা আরম্ভ হবে বাংলদেশ সময়ে ৩:১৫ থেকে, ইনশাল্লাহ।

    https://www.youtube.com/watch?v=ArVmnth5jB4

    https://www.youtube.com/watch?v=ArVmnth5jB4

    23-Sep-2015 1:40 pm

    23-Sep-2015 3:00 pm


    রাসুলুল্লাহ ﷺ বলেছেন “শ্রেষ্ঠ দো‘আ হচ্ছে আরাফাত দিবসের দো‘আ। আর আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে:

    لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

    লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর।

    তিরমিযী নং ৩৫৮৫।।

    23-Sep-2015 3:00 pm

    23-Sep-2015 4:20 pm


    হজ্জ এখনো শেষ হয় নি। তবে ঢোল এখনই বাজানো আরম্ভ হয়ে গিয়েছে।

    http://www.almasdarnews.com/article/chinese-military-personnel-expected-to-arrive-in-syria/

    23-Sep-2015 4:20 pm

    23-Sep-2015 5:13 pm


    একাহারী বলে একটা কথা আছে। যারা সারা দিনে একবার খায়। এদের সারা বছর রোজা রাখলেও কোনো সমস্যা নেই। কারন রোজা রাখুক বা না রাখুক তারা দিনে একবারই খাবে।

    এখন সেহরীও করি না ইফতারিও করি না। শুধু মাগরিবের পর রাতের খাবারটা খাই। তার পরও ওজন বাড়ছে।

    এর পর নেক্সট স্টেপ হলো "সওমে বেসাল"। রোজার পর ইফতারি সেহরি কিছু না করে পর দিন আবার রোজা রাখা। রাসুলুল্লাহ ﷺ এভাবে তিন চার দিন রোজা রাখতেন। কিন্তু অন্যদের এরকম রোজা রাখতে নিষেধ করে গিয়েছে। কারন হিসাবে বলেছেন উনি উনার রবের তরফ থেকে রিজিক পান।

    এ রকম রোজা রাখবো কিনা চিন্তে করছি।

    23-Sep-2015 5:13 pm

    23-Sep-2015 7:13 pm


    হজ্জের খুতবা দেয়া হয় আরাফার মাঠের বাইরে, তবে মাঠের বর্ডারের কাছা কাছি একটা মসজিদ থেকে। আরাফার মাঠ থেকে না। যে ইমাম খুতবা দেন উনার উচু গলার খুতবা সেই ৮০ সাল থেকে শুনে আসছি। কিন্তু এবার মনে হচ্ছে শায়েখ দুর্বল হয়ে পড়েছেন। উনার সেই শক্তি আর নেই।

    https://www.youtube.com/watch?v=UWmQdQ2osSk

      Comments:
    • প্রথম খুতবাতে থাকে তাকওয়ার ব্যপারে। "ইত্তাকিল্লাহ" শব্দটা বার বার শুনতে পারবেন। দ্বিতীয় খূতবাতে থাকে হজ্জের নিয়ম কানুন, হাজ্জিরা এর পর কি করবে এবং রাসুলুল্লাহ ﷺ কি করেছেন তার বর্ননা।
    • এই লোক খুন করতে পারবে।

      // মানে গরু জবাই করতে পারবে :-P

    23-Sep-2015 7:13 pm

    23-Sep-2015 9:12 pm


    "Donald Trump for President - 2016" কিছু স্টিকার গুগুলে খুজে ডাউনলোড করলাম এগুলোকে নিজের ওয়াল ফটো বানাবো বলে।

    এর পর মনে হলো এই দিনগুলো দোয়া কবুলের রাত। সারকাজামের জন্য ঈদের এবং আইয়ামে তাশরিকের দিনগুলো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে :-P

      Comments:
    • প্রশ্ন হলো হুজুর ফেসবুক করেন কিনা?

    23-Sep-2015 9:12 pm

    23-Sep-2015 10:15 pm


    কালকে ফজরের নামাজের পর থেকে তকবিরে তাশরিক পড়তে হবে।

    "আল্লাহু আকবার, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু।
    আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।"

    প্রতি ফরজ নামাজের পর ১বার বা ৩ বার। এবং অন্যান্য সময়েও বেশি বেশি।

    এটা সামনের কয়েক দিন পর্যন্ত চলবে।

    23-Sep-2015 10:15 pm

    23-Sep-2015 11:00 pm


    মুজদালিফা:

    আরাফার দিনের পর এই সাইন বোর্ডটা দেখার আশায় আমরা মাইলের পর মাইল পাড়ি দিতাম। কিছুক্ষন পর পর "আর কত দূর পাঞ্জেরি?" এই জিজ্ঞাসা। এর পর প্রীয় সাইনবোর্ডের দেখা পেলে অজু করে নামাজ পড়ে, প্রচন্ড ক্লান্ত শরিরে রাস্তার সাইডে Deep ঘুম। পেটে প্রচন্ড ক্ষুধা, কিন্তু ক্লান্তি তার থেকেও বেশি।

    হজ্জের এই রাতটা হলো হাজ্জিদের জন্য সবচেয়ে কষ্টের। কত টাকার পেকেজ সেটা নির্বিশেষে সবারই প্রচন্ড কষ্ট হয়। তাই সোয়াবেও সবচেয়ে বেশি। বিশেষ করে আজকে রাতের ইবাদতের সোয়াব সবচেয়ে বেশি।

    আরাফার মাঠে রাসুলুল্লাহ ﷺ এর যে দোয়া কবুল হয় নি, সেই শেষ দোয়াটা এই জাগায় এসে আল্লাহ তায়ালা কবুল করেছিলেন। ফজরের ওয়াক্তে। এর পর উনি ﷺ মুচকি হেসেছিলেন।

    23-Sep-2015 11:00 pm

    23-Sep-2015 11:56 pm


    ফেসবুকের কমেন্ট আক্রমনে যে কারনে কান দিতে হয় না :-P

    23-Sep-2015 11:56 pm

    24-Sep-2015 1:47 pm


    How did Syria, historically the most stable country in Arab region, ended up in a civil war like this? This comics describe it. With a twist of linking it to global warming. Though in reality it had more to do with "Arab Spring."

    Informative article, nevertheless.

    http://www.upworthy.com/trying-to-follow-what-is-going-on-in-syria-and-why-this-comic-will-get-you-there-in-5-minutes?g=3

    24-Sep-2015 1:47 pm

    24-Sep-2015 2:02 pm


    একটা সম্রাজ্যের পতনের প্রথম লক্ষন হলো অন্তর্দন্ধ। ঠিক একারনে আমি আওয়ামিলিগের সহসা পতনের কোনো সম্ভাবনা দেখছি না। কারন এই মুহুর্তে তাদের মাঝে কোনো অন্তর্ধন্ধ নেই। বিএনপির পতন আরম্ভ হয়েছিলো ২০০২ সালে প্রসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরিকে অপসারনের দ্বারা।

    সৌদি সরকারের ভেতরেও অন্তর্দন্ধ আরম্ভ হয়েছে বলে খবরে আসছে। বিশেষ করে তেলের দাম পড়ে যাওয়া নিয়ন্ত্রন না করতে পারা এবং অপ্রয়োজনীয় ভাবে ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারনে।

    গত কয়েক বছর ধরে সৌদি সরকার খরচ চালাচ্ছে এত বছর ধরে জমানো বিশাল টাকার ভান্ডার থেকে খরচ করে। কিন্তু এটাও দ্রুত শেষ হয়ে আসবে যদি না তেলের দাম সহসা বাড়ে।

    http://www.rt.com/news/316348-saudi-royals-letter-replace-king/

    24-Sep-2015 2:02 pm

    24-Sep-2015 2:33 pm


    গ্লোবাল vs লোকাল:

    "যেদিন তোমরা রোজা রাখো সেদিনই হলো রোজা রাখার দিন, যেদিন রোজা ভাঙ্গ সেদিন হলো রোজা ভাঙ্গার দিন, আর যে দিন তোমরা কোরবানী দাও সেদিন হলো কোরবানীর দিন।"

    Narrated by Abu Dawood, 2324; al-Tirmidhi, 697; classed as saheeh by al-Albaani in Saheeh al-Tirmidhi, 561
    _______________
    তাই যে দেশের লোকেরা যে দিন ঈদ বা রোজা করে সেদিন তাদের সাথে ঈদ, রোজা বা কোরবানী পালন করি। এখানে ভুল বা শুদ্ধ বের কারার কোনো দায়িত্ব আমার নেই।

    24-Sep-2015 2:33 pm

    24-Sep-2015 2:46 pm


    ৪৫০ জন নিহত! আল্লাহ তায়ালা আমাদের উপর রহম করুন।

    ________

    আগের খবর: ৩১০ জন নিহত। এখন পর্যন্ত।
    ________

    আগের খবর: আল জাজিরা বলছে এখন পযর্ন্ত ২২০ জন মৃত। আগের রেকর্ড হলো ৩৩০ জন মৃত এক দিনে। ছাড়িয়ে যাবে কিনা আশংকা করছি।

    _______
    আগের খবর: দেড়শ জন মৃত এখন পর্যন্ত। প্রথম দিন পাথর মারা ঘটনায়।

    http://www.bbc.com/news/world-middle-east-34346449

      Comments:
    • এখন খবর হলো ৪৫০ জন মারা গিয়েছে! আল্লাহ তায়ালা আমাদের উপর রহম করুন।

    24-Sep-2015 2:46 pm

    24-Sep-2015 6:51 pm


    ৭২০ জন নিহত! ২০০০ সালের পর এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা হজ্জে।

    http://www.nbcnews.com/news/world/saudi-arabia-says-450-dead-700-injured-hajj-stampede-mina-n432756

      Comments:
    • ৭২০ জন মারা গিয়েছে, বিকেলের খবর।

    24-Sep-2015 6:51 pm

    24-Sep-2015 10:00 pm


    যতটুকু খবর আসছে বুঝা যাচ্ছে সৌদি কতৃপক্ষ হটাৎ করে রাস্তা বন্ধ করে দেবার কারনে এই মৃত্যুগুলো হয়েছে।

    ২০০৬ সালেও রাস্তা বন্ধ করে রাখার কারনে ৩৬০ জন মারা গিয়েছিলো।

    24-Sep-2015 10:00 pm

    24-Sep-2015 10:06 pm


    হিন্দুদের কমেন্ট পড়ে বুঝা যাচ্ছে তারা মুসলিমদের রক্তের জন্য পাগল হয়ে আছে।

    https://www.facebook.com/24ghantaonline/photos/a.309216045778790.77974.297340303633031/1066118010088586/?type=3&theater

    24-Sep-2015 10:06 pm

    25-Sep-2015 8:47 am


    For whom the bell tolls.

    25-Sep-2015 8:47 am

    25-Sep-2015 9:59 am


    অস্ত্র নিয়ে একযুবক আত্মহত্যার করতে যাচ্ছিলো। আশে পাশের লোক পুলিশকে খবর দিলো। পুলিশ এসে বললো "অস্ত্র ফেলে দাও"। সে ফেললো না। পুলিশ গুলি করে তাকে মেরে ফেললো :-P

    ভালো, ভালো না? আত্মহত্যার গুনাহ থেকে বেচে গেলো। :-P

    http://www.independent.co.uk/news/world/americas/police-shoot-dead-man-in-wheelchair-who-was-trying-to-kill-himself-10515573.html

      Comments:
    • কারন, যত দেরীতে নামাজ হবে তত বেশি মানুষ হবে এবং তত টাকা আদায় হবে। তাই দেরিতে নামাজ হয়। এর উপর আছে এমপি মেম্বরদের একটু দেরিতে ঘুম থেকে উঠা এবং তাদের জন্য জামাত দেরি করা।

    25-Sep-2015 9:59 am

    25-Sep-2015 10:09 am


    ঢাকায় প্রথম জামাত হয়েছে "রাজারবাগ পাক দরবার শরিফে"। সকাল ৬:১০ মিনিটে। আলেমগন যদি বলতেন ওখানে নামাজ পড়লে সমস্যা নেই, তাহলে আমি ওখানেই নামাজ পড়তাম। সকাল সকাল পড়ার জন্য।

    আরব দেশে সূর্য উঠার সাথে সাথেই ঈদের নমাজ হয়। এশরাক ওয়াক্তে। বাংলাদেশে বেশি কালেকশনের জন্য মসজিদগুলোতে নামাজ দেরি করে পড়ে। যদিও বছর বছর আস্তে আস্তে এটা আরো সকালের দিকে আসছে, কিন্তু এর পরও অনেক দেরি।

    25-Sep-2015 10:09 am

    25-Sep-2015 2:41 pm


    কোরবানীর গোস্ত বানানোর মাঝে সোয়াব আছে, এটা যদি কেউ বলতো তাহলে আমি নিজে গোস্ত বানাতাম।

    Otherwise, কাজটা আউটসোর্স করে দিয়ে ঘুম :-P

      Comments:
    • সময়টা নিয়ে সমস্যা না। সমস্যা হলো মসজিদটা মেইনস্ট্রিম কোনো মসজিদ না। একটা cult এর।
    • এটা কাজ করবে না। হজ্জের সময় সবসময় "লাল" থাকবে, কারন মাথা ছাড়া কোথাও আর কিছু দেখা যায় না। ভীড় বেশি বলে রাস্তা বন্ধ করে রাখলেও সমস্যা। কারন যেখানে ব্লক করে রাখবে সেখানে চাপ বেড়ে মানুষ মারা যেতে থাকবে।
    • চারটা। একটা ভুমিধ্বসও হয়েছে।
      http://www.reuters.com/article/2015/09/19/us-saudi-haj-mountain-idUSKCN0RJ08C20150919
      http://www.reuters.com/article/2015/09/19/us-saudi-haj-mountain-idUSKCN0RJ08C20150919
    • মিডিয়াতে এখনো এব্যপারে কোনো খবর নেই।

    25-Sep-2015 2:41 pm

    25-Sep-2015 8:54 pm


    এবার হজ্জে যে ঘটনা গুলো ঘটেছে।

    ১। মরুঝড়।

    ২। বিকট বজ্রপাত।

    ৩। ক্রেন ধ্বস, ১১১ জন নিহত।

    ৪। পাহাড় ধ্বসে বাড়ির উপর পড়েছে। ২ জন আহত।
    http://www.reuters.com/article/2015/09/19/us-saudi-haj-mountain-idUSKCN0RJ08C20150919

    ৫। হজ্জের ৭ দিন আগে একটা আগুন। ১০০০ জনকে সরাতে হয়েছে।
    http://www.ibtimes.co.in/saudi-arabia-over-1000-asian-haj-pilgrims-evacuated-after-fire-breaks-out-mecca-hotel-2-injured-647001

    ৬। হজ্জের ১ দিন আগে দ্বিতীয় আগুন। এবার ১৫০০ জনকে সরাতে হয়েছে। হারাম শরিফের পাশে।
    http://www.ibtimes.co.in/saudi-arabia-another-fire-breaks-out-mecca-hotel-ahead-haj-2015-pilgrimage-647501

    ৭। মিনায় ৭০০ জন নিহত। গত ২৫ বছরে মাঝে সর্বোচ্চ।

    ___________

    এর পর কি আর কিছু ঘটবে? জানি না।

      Comments:
    • প্রায় প্রতি বছরই এরকম ঘটে। মৃতের সংখ্যাটা বেশি কম হয়। এজন্য বাচ্চাদের নিয়ে আমি হজ্জে যেতে নিষেধ করি। গেলেও খুব সাবধান থাকতে হবে এবং কখন কোথায় ভীড় হয় সে টাইমগুলো জেনে যেতে হবে।

    25-Sep-2015 8:54 pm

    26-Sep-2015 7:49 pm


    পরশুদিন সোমবার পূর্ন চন্দ্রগ্রহন দেখা যাবে সৌদি আরব সহ সমস্ত আরব দেশ থেকে। ফজরের আজানের কিছুক্ষন পরে গ্রহন আরম্ভ হবে।

    বাংলাদেশ থেকে দেখা যাবে না। কারন বাংলাদেশে তখন সকাল ৮টা, চাদ ডুবে গিয়েছে।

      Comments:
    • আপনার লিখা মনে করে লাইক দিলাম; এখন বলেন মোফাস্সল ভাইয়ের... :-P
    • ঐ রক্তপাত হবে গোলাগুলি থেকে। ধাক্কা ধাক্কি থেকে না। আর এর আগে সৌদির বাদশাহ মারা যাবে। দেরি আছে।

    26-Sep-2015 7:49 pm

    27-Sep-2015 12:06 am


    কিছু ফেসবুকিয় সারকাস্টিক উক্তি :-P

    "মিনা বললে যাদের মিনা-রাজু কার্টুনের কথা সবার আগে মনে পড়ে তারাই আজকে সেই জায়গাগুলো নিয়ে ফ্যক্ট ফাইন্ডিং মিশনে নেমেছে।"

    "একটা মনের পশু পালবো কিনা ভাবছি! আগামি ঈদে কুরবানি দেওয়া যেত।"

    "সাম্প্রদায়িক ঈদের শুভেচ্ছা।"

    "পুরোপুরি আলেম না হলে বাদশাহ সালমান সম্পর্কে কমেন্টস করা উচিত না।"

    27-Sep-2015 12:06 am

    27-Sep-2015 11:28 am


    মিনায় পাথর মারার জায়গায় আসার রাস্তাসমুহ। একেকটা রাস্তা একেক তলায় গিয়েছে। পাথর মারার জায়গা এখন ৬ তলা।

    27-Sep-2015 11:28 am

    27-Sep-2015 2:41 pm


    শেষে বেরুলো ২০৪ নম্বর রাস্তাটা হলো জামারাত থেকে ফিরার রাস্তা। ইরানী হাজ্বীরা গায়ের জোর খাটিয়ে ঐ রস্তা দিয়ে জামারাতের দিকে যাওয়া শুরু করার পর বিপরিতমুখি শ্রোতের ধাক্কায় এতগুলো মানুষ মারা গিয়েছে। এবং সবচেয়ে বেশি মারা গিয়েছে ইরানী।

    হুম। আমি সৌদি কর্তৃপক্ষের ধর্য্যের প্রশংসা করবো। অন্য কোনো জাতী বছর বছর ধরে এত প্রতিকুলতার মাঝে এভাবে এতগুলো ভিন্ন ভিন্ন জাতীর মানুষদের সামাল দিতে পারতো কিনা সন্দেহ।

      Comments:
    • সম অধিকার রক্ষার জন্য ৫০% হিন্দুদের হজ্জের কাজে পাঠিয়েছে কিনা জানেন নাকি?
    • It's small pushes from everyone that cascades. No one is pushing too hard. But still the cumulative effect topples people a few kilometers ahead, if he is blocked from moving for some reason.
    • Yes their "Shahadah" is between them and God, but those that are responsible for their death are still responsible.
    • Don't know. But if it was me, then I would die form inside nevertheless.
    • ^ we claimed the same when 7 foreigners were put to death for murdering 1 saudi. We went on with that claim for one year. Until the next year when 9 saudis were put to death for murdering 1 foreigner.

    27-Sep-2015 2:41 pm

    28-Sep-2015 11:42 am


    আজকে আসরের পর প্রতি নামাজের পরের তকবির শেষ হয়ে যাবে। আইয়ামে তাশরিক শেষ হবে আজকে সূর্যাস্ত হবার সাথে সাতে।

    হাজ্জিদের জন্য আজকের মাঝে হজ্জের সব কাজ শেষ করে মক্কায় ফিরে যেতে হয়। আজকে সন্ধার পর কোনো পাথর মারা নেই যেটা এতদিন ছিলো। কিন্তু সৌদি আরব যেহেতু একদিন এগিয়ে তাই তাদের গতকালই এটা শেষ হয়ে গিয়েছে।

    এবং কালকে থেকে আবার রোজা রাখতে পারবে, কেউ যদি রোজা রাখতে চায়।

    28-Sep-2015 11:42 am

    28-Sep-2015 12:15 pm


    Quote: The most generous people were overrepresented in both the bottom 25% of their field and the top 25%. As Grant put it, “Good guys and gals have a better chance of finishing last than the rest of us, but also better odds of finishing first.”

    http://time.com/4050924/the-science-behind-why-nice-people-finish-last-and-how-to-fix-that/?xid=homepage

      Comments:
    • ঈদের দিনের পর থেকে আরো তিন দিন পার হয়ে গেলে পারবেন। ১ তারিখে ঈদ হলে ৫ তারিখ থেকে রোজা রাখা যাবে।

    28-Sep-2015 12:15 pm

    28-Sep-2015 6:24 pm


    What's so special about this women in the crowd?

    Ans: She is the only one not looking at her phone :-/

    28-Sep-2015 6:24 pm

    28-Sep-2015 6:46 pm


    Market:

    "One day earlier in his career Dall was in the market to buy 50 million dollars. He checked around and found the money market was 4 per cent-4.25 per cent, which meant he could buy at 4.25 per cent or sell at 4 per cent. When he actually tried to buy 50 million dollars at 4.25 per cent, however, the market moved to 4.25 per cent-4.5 per cent. The sellers were scared off by a large buyer. Dall bid 4.5. The market moved again, to 4.5p per cent-4.75 per cent. He raised his bid several more times with the same result, then went to Bill Simon’s office to tell him he couldn’t buy money. All the sellers were running like chickens.

    “Then you be the seller,” said Simon.

    "So Dall became the seller, although he actually needed to buy. He sold 50 million dollars at 5.5 per cent. He sold another 50 million dollars at 5.5 per cent. Then, as Simon had guessed, the market collapsed. Everyone wanted to sell. There were no buyers. “Buy them back now,” said Simon when the market reached 4 per cent. So Dall not only got his 50 million dollars at 4 per cent but took a profit on the money he had sold at higher rates."

    28-Sep-2015 6:46 pm

    28-Sep-2015 8:30 pm


    বাংলাদেশী আরেক বৈজ্ঞানিক Perpetual Motion Machine আবিষ্কার করেছেন :-P

    https://en.wikipedia.org/wiki/Perpetual_motion

    http://bn.advicebd.com/9529/news/2015/09/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E-%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AD/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/

      Comments:
    • সামনের নির্বাচনেও জিতবে, me thinks.

    28-Sep-2015 8:30 pm

    28-Sep-2015 9:51 pm


    অস্ট্রেলিয়া ভয়ে বাংলাদেশ সফর বাতিল করার পরদিন, আজকে সন্ধায় গুলশানে একজন আমেরিকান নাগরিক জগিং করার সময় গুলিতে নিহত।

    Coincidence? Most likely.

    28-Sep-2015 9:51 pm

    28-Sep-2015 10:44 pm


    ক্লাস ওয়ানের ছাত্রর থেকে আমার বুদ্ধি বেশি :-P

    http://www.independent.co.uk/news/education/education-news/new-government-key-stage-one-sats-school-assessments-receive-mixed-response-a6670271.html

    28-Sep-2015 10:44 pm

    29-Sep-2015 12:06 am


    ঢাকাস্থ বৃটিশ নাগরিকদের সতর্ক করলো বৃটেন। Something is up. আমরা জানি না, কিন্তু তাদের ইন্টেলিজেন্স জানে। It doesn't sound like scaremongering, doesn't sound like fake.

    Brace yourself. Something is coming.

    http://mzamin.com/details.php?mzamin=+OTQzNDM%3D&s=Mg%3D%3D

      Comments:
    • ট্যগ করলে আনফ্রেন্ড করে ব্লক। খুব অল্প কিছু লোক ট্যগ করে। এদের কয়েকজনকে ব্লক করে দিলেই দেখবেন ট্যগ সমস্যা সমাধান হয়ে গিয়েছে।
    • "বাংলাদেশের আইটি সেক্টর এর এত উপরে উঠে আসার কারণ হল Microsoft এর পাইরেসি এর ব্যাপারে ছাড় দেয়া" <-- সত্য কথা।

    29-Sep-2015 12:06 am

    30-Sep-2015 7:39 pm


    Trevor Noah is The new face in "The Daily Show" replacing Jon Stewart. Not better than Jon, but not bad either. A few more episodes, and we should have a fairly good view on how it goes.

    https://www.youtube.com/watch?v=0OGZMfVQROY

    30-Sep-2015 7:39 pm

    30-Sep-2015 9:06 pm


    বুদ্ধিমান লোকেরা সাধারনতঃ ভুল করে না। তার পরও জীবনের কোন জাগায় গিয়ে সে এমন ভুল করে যে কোনো বোকা লোকও এরকম ভুল করতো না।

    সাবধানী মানুষ আছাড় খায় না। তার পরও জীবনের কোন সহজ পথে সে এমন ভাবে আছাড় খায় যে বেখায়ালী লোকও এখানে আছাড় খেতো না।

    এ কারনে বোকা লোকদের নির্বুদ্ধিতার জন্য তাকে উপহাস করি না। তাকে নিচু মনে করি না। সিম্পেথেটিক হই। সে সাহায্য চাইলে সাহায্য করি।

    "এটা করেছিলে কেন, এখন ভুগো" --- এটা কোনো জবাব না। আমার এই কথাটা আল্লাহ তায়ালার অপছন্দ হলে উনি আমাকেও এই ধরনের পরিস্থিতিতে হয়তো ফেলে দিবেন যেখানে আমার সাবধানতা বা বুদ্ধি কোনো কাজে আসবে না।

    আমরা আল্লাহ তায়ালার কাছে আমাদের সহজ পথ দেখিয়ে দেবার জন্য দোয়া করছি।

    // life experience.

    30-Sep-2015 9:06 pm

    30-Sep-2015 9:47 pm


    সিরিয়া যত সহজে রাশিয়ার হয়ে গেলো।

    30-Sep-2015 9:47 pm

    30-Sep-2015 11:04 pm


    Logging: One of the toughest job in the world, has turned into this.
    This post had an attachment, which is now missing
      Comments:
    • -

      - left most পিচ্চিটাকে তোমার ছোটকালের ছবি বলে easily চালিয়ে দেয়া যাবে।

    30-Sep-2015 11:04 pm