Post# 1442501053

17-Sep-2015 8:44 pm


এখন প্রশ্ন হলো এই দেশে বসে কেউ যদি আরাফার দিনে রাখতে চায়, তবে সে কি আরাফার দিন রোজা রাখবে নাকি নয় তারিখে রোজা রাখবে?

উত্তর: জানা নেই :-P

    Comments:
  • হজ্জ যখন ডিসেম্বরে ছিলো তখন রাখতো। এখন রাখে না।
  • সোয়াবের জন্য কেউ কেউ রাখে। রাসুলুল্লাহ নিজে আরাফার দিন ﷺ রোজা রাখেন নি।
  • OK.
  • "........O......K" <--- এটা হলো কষ্টের ok. :-P
  • আমার কোনো মত দেই নি স্টেটাসে। পড়ে দেখেন।
  • এদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি। তারা এটাকে হারাম মনে করে না --- কারন তাদের মতে --- সুদ এখন সর্বত্র প্রচলিত হয়ে গিয়েছে এবং সুদের লেনদেন ছাড়া এখন কিছু চলে না।

17-Sep-2015 8:44 pm

Published
17-Sep-2015