মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা। উনি ছিলেন শিয়া, যদিও জন্ম সুত্রে ছিলেন ইসমাইলি।
জেরারেল ইয়াহিয়া খান, যার ব্যপারে গান হয়েছিলো "ইয়াহিয়া তুমি হত্যা যতই করনা", উনিও ছিলেন শিয়া।
জুলফিকার আলী ভুট্টো আর বেনজির ভুট্টোও ছিলেন শিয়া পরিবারের। তবে বেনজির ৯০ এর পর থেকে নিজেকে সুন্নি হিসাবে পরিচয় দিতেন। উনার হাজবেন্ড আসিফ আলী জারদারী ছিলেন একজন বড় পরিবারের শিয়া।
বস্তুতঃ এক হিসাবে পাকিস্তানের ২০% লোকই শিয়া।
আর ভারতের শিয়াদের মাঝে সবচেয়ে বিখ্যাত হলেন মীর জাফর আলী খান। উনি ছিলেন নবাব সিরাজুদ্দৌলার সংগী।
এই কারনে "মুসলিমরা এই করেছে, ঐ করেছে", শুধু এত টুকু কথার উপর আমি কংক্লুশন টানি না। উনি শিয়া ছিলো না সুন্নি, এটা আমার জন্য একটা বড় ফেকটর। এতটুকু জানলে অনেক আনএক্সপ্লেনেবল জিনিষের এক্সপ্লেনেশন এর পর সহজ হয়ে যায়।
- Comments:
- মধ্যপথে থাকতে পারাটা আল্লাহ তায়ালার একটা বড় নিয়ামত। যারা দল নিয়ে আছে, তারা যতই অসন্তুষ্টই হোক না কেন মধ্যপথ অবলম্বিদের উপর।