Post# 1443154191

25-Sep-2015 10:09 am


ঢাকায় প্রথম জামাত হয়েছে "রাজারবাগ পাক দরবার শরিফে"। সকাল ৬:১০ মিনিটে। আলেমগন যদি বলতেন ওখানে নামাজ পড়লে সমস্যা নেই, তাহলে আমি ওখানেই নামাজ পড়তাম। সকাল সকাল পড়ার জন্য।

আরব দেশে সূর্য উঠার সাথে সাথেই ঈদের নমাজ হয়। এশরাক ওয়াক্তে। বাংলাদেশে বেশি কালেকশনের জন্য মসজিদগুলোতে নামাজ দেরি করে পড়ে। যদিও বছর বছর আস্তে আস্তে এটা আরো সকালের দিকে আসছে, কিন্তু এর পরও অনেক দেরি।

25-Sep-2015 10:09 am

Published
25-Sep-2015