একটা সম্রাজ্যের পতনের প্রথম লক্ষন হলো অন্তর্দন্ধ। ঠিক একারনে আমি আওয়ামিলিগের সহসা পতনের কোনো সম্ভাবনা দেখছি না। কারন এই মুহুর্তে তাদের মাঝে কোনো অন্তর্ধন্ধ নেই। বিএনপির পতন আরম্ভ হয়েছিলো ২০০২ সালে প্রসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরিকে অপসারনের দ্বারা।
সৌদি সরকারের ভেতরেও অন্তর্দন্ধ আরম্ভ হয়েছে বলে খবরে আসছে। বিশেষ করে তেলের দাম পড়ে যাওয়া নিয়ন্ত্রন না করতে পারা এবং অপ্রয়োজনীয় ভাবে ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারনে।
গত কয়েক বছর ধরে সৌদি সরকার খরচ চালাচ্ছে এত বছর ধরে জমানো বিশাল টাকার ভান্ডার থেকে খরচ করে। কিন্তু এটাও দ্রুত শেষ হয়ে আসবে যদি না তেলের দাম সহসা বাড়ে।
http://www.rt.com/news/316348-saudi-royals-letter-replace-king/