Post# 1443027637

23-Sep-2015 11:00 pm


মুজদালিফা:

আরাফার দিনের পর এই সাইন বোর্ডটা দেখার আশায় আমরা মাইলের পর মাইল পাড়ি দিতাম। কিছুক্ষন পর পর "আর কত দূর পাঞ্জেরি?" এই জিজ্ঞাসা। এর পর প্রীয় সাইনবোর্ডের দেখা পেলে অজু করে নামাজ পড়ে, প্রচন্ড ক্লান্ত শরিরে রাস্তার সাইডে Deep ঘুম। পেটে প্রচন্ড ক্ষুধা, কিন্তু ক্লান্তি তার থেকেও বেশি।

হজ্জের এই রাতটা হলো হাজ্জিদের জন্য সবচেয়ে কষ্টের। কত টাকার পেকেজ সেটা নির্বিশেষে সবারই প্রচন্ড কষ্ট হয়। তাই সোয়াবেও সবচেয়ে বেশি। বিশেষ করে আজকে রাতের ইবাদতের সোয়াব সবচেয়ে বেশি।

আরাফার মাঠে রাসুলুল্লাহ ﷺ এর যে দোয়া কবুল হয় নি, সেই শেষ দোয়াটা এই জাগায় এসে আল্লাহ তায়ালা কবুল করেছিলেন। ফজরের ওয়াক্তে। এর পর উনি ﷺ মুচকি হেসেছিলেন।

23-Sep-2015 11:00 pm

Published
23-Sep-2015