Post# 1443625613

30-Sep-2015 9:06 pm


বুদ্ধিমান লোকেরা সাধারনতঃ ভুল করে না। তার পরও জীবনের কোন জাগায় গিয়ে সে এমন ভুল করে যে কোনো বোকা লোকও এরকম ভুল করতো না।

সাবধানী মানুষ আছাড় খায় না। তার পরও জীবনের কোন সহজ পথে সে এমন ভাবে আছাড় খায় যে বেখায়ালী লোকও এখানে আছাড় খেতো না।

এ কারনে বোকা লোকদের নির্বুদ্ধিতার জন্য তাকে উপহাস করি না। তাকে নিচু মনে করি না। সিম্পেথেটিক হই। সে সাহায্য চাইলে সাহায্য করি।

"এটা করেছিলে কেন, এখন ভুগো" --- এটা কোনো জবাব না। আমার এই কথাটা আল্লাহ তায়ালার অপছন্দ হলে উনি আমাকেও এই ধরনের পরিস্থিতিতে হয়তো ফেলে দিবেন যেখানে আমার সাবধানতা বা বুদ্ধি কোনো কাজে আসবে না।

আমরা আল্লাহ তায়ালার কাছে আমাদের সহজ পথ দেখিয়ে দেবার জন্য দোয়া করছি।

// life experience.

30-Sep-2015 9:06 pm

Published
30-Sep-2015