Post# 1443013982

23-Sep-2015 7:13 pm


হজ্জের খুতবা দেয়া হয় আরাফার মাঠের বাইরে, তবে মাঠের বর্ডারের কাছা কাছি একটা মসজিদ থেকে। আরাফার মাঠ থেকে না। যে ইমাম খুতবা দেন উনার উচু গলার খুতবা সেই ৮০ সাল থেকে শুনে আসছি। কিন্তু এবার মনে হচ্ছে শায়েখ দুর্বল হয়ে পড়েছেন। উনার সেই শক্তি আর নেই।

https://www.youtube.com/watch?v=UWmQdQ2osSk

    Comments:
  • প্রথম খুতবাতে থাকে তাকওয়ার ব্যপারে। "ইত্তাকিল্লাহ" শব্দটা বার বার শুনতে পারবেন। দ্বিতীয় খূতবাতে থাকে হজ্জের নিয়ম কানুন, হাজ্জিরা এর পর কি করবে এবং রাসুলুল্লাহ ﷺ কি করেছেন তার বর্ননা।
  • এই লোক খুন করতে পারবে।

    // মানে গরু জবাই করতে পারবে :-P

23-Sep-2015 7:13 pm

Published
23-Sep-2015