হেটে গেলে মক্কা থেকে মিনা যেতে এক ঘন্টা লাগে। মিনা থেকে আরাফা চার ঘন্টা, বিশ কিলোমিটার দূরত্ব।।
ফিরে আসার সময়, আরাফা থেকে মুজদালিফা আড়াই ঘন্টা। মুজদালিফা থেকে মিনা দেড় ঘন্টা হাটা।
হজ্জের কাজগুলো করতে হয় ৬ দিন ধরে। এই ছয় দিনে ১৩০ কিলোমিটার হাটতে হবে, যদি সব কাজ হেটে করে তাহলে।
- Comments:
- ইংলিশ মিডিয়ামের মেয়েরা স্টার জলসা দেখে না।
- তাহলে এই শর্ত চলবে না। নতুন শর্ত বের করেন। :-P