Post# 1442216674

14-Sep-2015 1:44 pm


আজকের খবর:
  • সাত হাজার গান জানা আমাদের সমাজকল্যান মন্ত্রী আর নেই। দেশের সংস্কৃতি অংগনের এক বিরাট ক্ষতি।
  • এবং প্রাইভেট ইউনিভার্সিটির উপর ভ্যট প্রত্যাহার করা হয়েছে, এটা দ্বিতীয়বার আরোপের চেষ্টা ও প্রত্যাহার। সরকারের এটা একটা বিরাট বিজয়।
      Comments:
    • ^ ফলো করি নি।
    • কাহিনী মোটামুটই এখানেই শেষ। এর পর কিছু উপদেশ বানী আদান প্রদান ছিলো। Mahmuda Rahman, Lovelo Hasan
    • জানা নেই।
    • নিঃসন্দেহে। (Y)
    • So true. পুরো মনোযোগ চলে যায় Ritual ছোটখাট বিষয়গুলোর পার্ফেক্টনেসের দিকে, সামনে দাড়ানো ইলাহ এর দিকে মনোযোগ দেবার আর সময় থাকে না।
    • তিন ভাগ করাটা মুস্তাহাব বা মুবাহ। ফরজ না, সুন্নাহ না।
    • মুস্তাহাব হলো করলে সোয়াব আছে, না করলে গুনাহ নেই।
    • এগুলো মাজহাবের আলেমদের ক্লাসিফিকেশন। সুন্নাহ না এবং সুন্নাহ এর থেকে কম গুরুত্বপূর্ন এমন কিছু আমলকে মুস্তাহাব পর্যায়ে ফেলা হয়।

      তেমনি ওয়াজিব হলো সুন্নাহ এর থেকে বেশি গুরুত্বপূর্ন।

      হানাফি মাজহাবের অনুসারিদের জন্য এই ক্লাসিফিকেশনগুলো গুরুত্বপূর্ন। আহলে হাদিসে সম্ভবতঃ এই ভাগগুলো নেই। অথবা থাকলেও আমি জানি না।

    14-Sep-2015 1:44 pm

  • Published
    14-Sep-2015