Facebook Posts - July 2015

1-Jul-2015 5:01 am

1-Jul-2015 6:05 pm


একটা Epson Color প্রিন্টার, Photo Paper আর Digital Camera দিয়ে যেভাবে বাচ্চাদের কষ্ট বাচানো যায়।

- স্কুলে ভর্তির জন্য বাচ্চা ও অভিবাকদের ছবি লাগবে? নিজেই তুলে প্রিন্ট করে নেয়া যায়।

  • প্রোগ্রেস কার্ডের ফটোস্টেট লাগবে? স্কেন করে প্রিন্ট করে নেয়া যায়।
  • বাচ্চাদের ব্লাডগ্রুপ সার্টিফিকেট জমা দিতে হবে? ভুয়া একটা ডায়াগন্টিক সেন্টারের নাম দিয়ে MS Word এ নিজে টাইপ করে প্রিন্ট করে নেয়া যায়। :-P

    1-Jul-2015 6:05 pm

  • 1-Jul-2015 6:25 pm


    Ask Siri 'what's zero divided by zero?' and you get this nuanced mathematical response:

    "Imagine that you have zero cookies and you split them evenly among zero friends. How many cookies does each person get? See? It doesn’t make sense."
    _______
    Doesn't make sense? Well it perfectly makes sense to me. In this case they each get zero cookies. :-)

    1-Jul-2015 6:25 pm

    1-Jul-2015 6:29 pm


    আজকে ইফতারি ৫৩ এর বদলে ৫৪ তে। এক মিনিট বাড়লো।

    1-Jul-2015 6:29 pm

    2-Jul-2015 2:16 pm


    When I feel lost or find myself on the edge, I listen to these verses, again and again.
    _____________________
    And the servants of the Most Merciful are those who walk upon the earth easily, and when the ignorant address them [harshly], they say "peace",

    And those who spend the night to their Lord prostrating and standing [in prayer]

    And those who say, "Our Lord, avert from us the punishment of Hell. Indeed, its punishment is ever adhering; Indeed, it is evil as a settlement and residence."

    And those who, when they spend, do so not excessively or sparingly but are ever, between that, moderate

    And those who do not invoke with Allah another deity or kill the soul which Allah has forbidden [to be killed], except by right, and do not commit unlawful sexual intercourse.

    And whoever should do that will meet a penalty

    Multiplied for him is the punishment on the Day of Resurrection, and he will abide therein humiliated

    Except for those who repent, believe and do righteous work. For them Allah will replace their evil deeds with good. And ever is Allah Forgiving and Merciful.

    And he who repents and does righteousness does indeed turn to Allah with repentance.

    And those who do not testify to falsehood, and when they pass near ill speech, they pass by with dignity.

    And those who, when reminded of the verses of their Lord, do not fall upon them deaf and blind.

    And those who say, "Our Lord, grant us from among our wives and offspring comfort to our eyes and make us an example for the righteous."

    https://www.youtube.com/watch?v=9hE8ArNHuKY

    2-Jul-2015 2:16 pm

    2-Jul-2015 10:47 pm


    NYTimes' demonstration of "Confirmation Bias".

    http://www.nytimes.com/interactive/2015/07/03/upshot/a-quick-puzzle-to-test-your-problem-solving.html

      Comments:
    • বর্তমান জামানার সুফিদের মতে সালাফিরা কাফের কারন "ওহাবিরা কাফের"। আর সালাফিদের মতে সুফিরা কাফের কারন "এরা মাজার পুজারি।"

    2-Jul-2015 10:47 pm

    4-Jul-2015 7:33 pm

      Comments:
    • দেখলেই বোঝা যায় বুজুর্গ মানুষ।
    • হয়তোবা।
    • Classic. Nevertheless.

    4-Jul-2015 7:33 pm

    5-Jul-2015 12:00 am


    গাফফার চৌধুরীর বক্তব্য পড়লাম। "ইসলাম পৃর্ব দেবতাদের ৯৯ নাম নিয়ে আল্লাহর নাম হয়েছে" এটা এ যুগের নাস্তিকদের বক্তব্য। গাফফার চৌধুরিরও বক্তব্য। উনি আবার "মুহাম্মদী ইসলাম" মাজার পন্থী।

    কি জানলাম? নাস্তিক, শাহবাগী, আওয়ামী, কমুনিস্ট, মাজার ব্যবসায়ী এরা সব একদল। তাদের ধর্ম তাদের জন্য।

    আমার ধর্ম ভিন্ন। তাদের থেকে আমার শেখার কিছু নেই। তাদেরকে শেখানোর মত আমারও কিছু নেই।

      Comments:
    • তবে তার দিন শেষ। শিশির বা ঘাসের আনন্দ ভোগ করার জন্য আল্লাহ তায়ালা উনাকে নির্দিষ্ট এবং সিমিত কিছু সময় দিয়েছিলেন। ওটা পার হয়ে গিয়েছে। এর পর সামনে হল অনন্তকালের এক জীবন। যেখানে শিশির না থাকলে থাকবে আগুন।

      আল্লাহ তায়ালা আমাদের আগুন থেকে হিফাজত করুন।

    5-Jul-2015 12:00 am

    6-Jul-2015 12:21 am


    Greece: Are we watching the beginning of the end of Greece?

    My next prediction: The divide in Europe will now increase.

    6-Jul-2015 12:21 am

    6-Jul-2015 12:35 am


    মক্কা শরিফে তারাবী যেভাবে পড়ে:

    ২০ রাকাত পড়ে। প্রতি রাতে ১ পারা, প্রতি রাকাতে ১ পৃষ্ঠা করে। ইশার ১০-১৫ মিনিট পর আরম্ভ হয়। শেষ হয় রাত ১১ টার দিকে। মাঝে বিশ্রামের জন্য বসে ১০ রাকাতের পর, এক বার। চার রাকাত পর পর বসে না।

    বিতির ৩ রাকাত পড়ে। প্রথম দুই রাকাতের পর সালাম ফিরায়। এর পর তৃতীয় রাকাতে রুকুর পৃর্বে কুনুত পড়ে না। বরং রুকুর পরে সিজদায় যাবার আগে দুই হাত তুলে কুনুত সহ অন্যান্য দোয়া পড়ে ১৫ থেকে ২০ মিনিট।

    বিতিরের প্রথম রাকাতে সুরা সাব্বিহিসমা, এর পর কাফিরুন আর শেষ রাকাতে ইখলাস পড়ে। সবসময়।

    শেষ ১০ দিন রাতে তাহাজ্জুদের জামাত হয়। মক্কা মদিনা দুই মসজিদেই। আরম্ভ হয় ১ টার দিকে। ১০ রাকাত পড়ে। প্রতি রাকাতে ২ পৃষ্ঠা করে ১০ রাকাতে ১ পারা।

    মসজিদে ইতিকাফকারীদের সেহরি খেতে দেখিনি। সন্ধার ইফতারী খেয়ে সেহরিতে সম্ভবতঃ শুধু পানি খেয়ে পরদিন রোজা রাখে, আমার ধারনা। ইফতারীতে খেজুর থাকে বেশি।

      Comments:
    • হে আল্লাহ আপনি আমাকে অধিকাংশ মুসলিমদের সংগে রেখেন। ছোট ছোট দলগুলো থেকে হিফাজত করুন।
    • ফ্রিলেন্সিং এ কাজ জমাতে না পারলে চাকরি। অনেক চাকরিতে মালিক ফ্রিলেন্সিয়ের কাজ এনে আপনাকে দিয়ে করিয়ে, আপনাকে দেবে চার ভাগের এক ভাগ টাকা, আর বাকিটা নিজে রেখে দেবে। আপনি মনে করবেন "চাকরি করছি, ভাল করছি, ফ্রিলেন্সিংতো করছি না।"
    • সকাল ৮:৩০ এ উঠে দুপুর ২:৩০ পর্যন্ত কাম করা যায়। এর পর রক্তে গ্লুকুজ কমে যায় বলে চিন্তার কাজ করতে পারবেন না। শারিরীক কাজ করে যেতে পারবেন একটা সেমি ঘোরের মাঝে।
    • আপনার অটোগ্রাফ নিতে কোথায় যোগাযোগ করতে হবে জানাবেন। আপনি সেলিব্রিটি হবার আগেই একটা গ্রুপ ফটো নিতে চাই। :-P

    6-Jul-2015 12:35 am

    7-Jul-2015 4:42 am


    যেভাবে ঘরে বসে খাবার থেকে ফরমালিন দূর করতে পারবেন –

    মাছের শরীর থেকে ফরমালিন দূর করতে মাছটি অন্তত ১ ঘণ্টা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। পরিক্ষায় দেখা গিয়েছে এতে করে মাছের শরীরে যে ফরমালিন থাকে সেটি প্রায় ৬১% কমে গেছে।

    আরও একটি কার্যকর উপায় হল মাছটি রান্না করার আগে কমপক্ষে ১ ঘণ্টা লবন পানিতে ডুবিয়ে রাখা, এতে করে মাছের ফরমালিনের পরিমাণ প্রায় ৯০% কমে যাবে।
    আরও একটি কার্যকর পদ্ধতি হচ্ছে, আপনি যখন চাউল ধুবেন এবং প্রথম বার চাউল ধোবার সময় যে পানি বের হবে সেটি দিয়ে প্রথমে মাছটি ধুয়ে নিন এরপর আবার সাধারণ কলের পানি দিয়ে ধুবেন। দেখবেন এতে করে প্রায় ৭০% ফরমালিন দূর হয়ে যাবে।

    কোন ফলমূল খাবার আগে সেটি হালকা গরম এবং লবন মিশ্রিত পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে করে ফরমালিনের পরিমাণ প্রায় ৯৮% ভাগ দূর হবে (পরিক্ষিত)।

    আমাদের দেশে এখন শুঁটকি মাছেও প্রচুর পরিমানে ফরমালিন মেশানো হচ্ছে। শুঁটকি মাছ থেকে ফরমালিন দূর করতে ঠিক একই রকম পন্থা অবলম্বম করবেন। প্রথমে ১ ঘণ্টা লবন মিশ্রিত হালকা গরম পানিতে পরে ১০ মিনিট ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। এতে করে ফরমালিন তো দূর হবেই পাশাপাশি মাছের স্বাদও বাড়বে।
    অনেক সময় ফলমুলে বিশেষ করে আম, লিচুতে স্প্রে করার মাধ্যমে ফরমালিন দেয়া হয়। সেজন্য গাড় বা উজ্জল রঙের ফল কেনা থেকে বিরত থাকুন।

    খাবার বা ফলমূল থেকে ফরমালিন দূর করার সব থেকে কার্যকরী উপাদান হল ভিনেগার। প্রথমে এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রিত পানিতে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট রেখে দিন। এরপর সাধারণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। ব্যাস! এই পদ্ধতিতে খাদ্য দ্রব্য থেকে প্রায় ৯৮% ফরমালিন দূর করা সম্ভব।

    (collected)

    7-Jul-2015 4:42 am

    7-Jul-2015 5:07 am


    Greece owes European countries and international bodies €340bn borrowed over the past five years.

    To afford the debt repayments, Greece made huge cuts leaving many impoverished.

    In February, a fed-up population elected the left-wing Syriza party.

    As Greece lagged on repayments, they were told to make more cuts, or lose aid. Syriza refused and asked the people whether they agreed in Sunday’s referendum. They did.

    The big problem now is Greek banks are running out of money. If they do, Greece will have to start printing its own currency – the drachma - and drop out of the euro.

      Comments:
    • ওটার উপরই ভোট হলো। ভোটাররা রায় দিলো দেউলিয়া ঘোষনা করা হোক।
    • They can't. That's the point.
    • এর পর কি হয় দেখার অপেক্ষায় রইলাম। উল্লেখ্য গ্রীসে সমস্ত ব্যংক, আমদানি রপ্তানী বন্ধ আজ প্রায় ১০ দিন ধরে। এই ভোটের পরও খুলবে না। এই ঘটনা কতটুকু কেসকেইড করে দেখার অপেক্ষায় রইলাম।

    7-Jul-2015 5:07 am

    7-Jul-2015 11:00 pm


    মসজিদে বিতিরের নামাজের সময় কারেন্ট চলে গেলো। এসি চলছিলো। তাই দরজা জানালা বদ্ধ। বদ্ধ রুম দ্রুত গরম গয়ে গেলো। কোনো রকমে বিতিরের নামাজের সালাম ফিরিয়ে দৌড়ে বেরিয়ে এলাম। বারান্দার ঠান্ডায় নফল পড়ার জন্য।

    এবংআবিস্কার করলাম বাইরে বারান্দা আরো গরম। যেনো আগুনের হলকা। দরজার ফাক দিয়ে ভিতেরের এসির যতটুকু বাতাস আসছিলো ততটুকুই মনে হচ্ছিলো কত শান্তি।

    অথচ একটু আগে এর ভেতরে মনে হচ্ছিলো প্রচন্ড গরম।

    Human nature.

      Comments:
    • এতদিন জানতাম মাজহাব দুটো আছে "সহি মাজহাব" আর "হানাফি মাজহাব"। এবার আপনি দিলেন আবার কনফিউশনে ফেলে। অন্য দলকে তাহলে কি ডাকবো?
    • ট্যগ করতে অনুমতি লাগে এটা নতুন জানলাম।

    7-Jul-2015 11:00 pm

    8-Jul-2015 2:25 pm


    ক্বদরের রাত্রটা প্রতি বছর ২৭ এ পড়ে না। কোনো বছর ২১শে কনো বছর ২৩শে কোনো বছর ২৭শে এরকম হয়। তাই শেষ ১০ দিনের প্রতি রাতে ক্বদরের জন্য ইবাদত করলে ক্বদর পাওয়া নিয়ে সন্দেহ থাকে না।

    আরবরা প্রতি বছরে কোন রাতে ক্বদর হয়েছে সেটা বের করার জন্য বিজোড় তারিখগুলোর সকালের সূর্যদয়ের ভিডিও ইউটুবে আপলোড করে। ক্বদরের পরের সকালের সৃর্য হয় ঘোলা।

    এরকম একটা ভিডিওর লিংক নিচে। এটা ১৪৩০ হিজরির [২০০৯ সাল] ২৩ তারিখের সকালের সুর্য। সাইড বারে related এ খুজলে আরো অনেক পাবেন।
    https://www.youtube.com/watch?v=8jofXVpZd3c

    https://www.youtube.com/watch?v=8jofXVpZd3c

    8-Jul-2015 2:25 pm

    8-Jul-2015 10:56 pm


    মিশরে এই বছর শুধুমাত্র লাইসেন্সড কিছু মসজিদে ইতিকাফ করা যাবে এবং এর জন্য ১ সপ্তাহ আগে ন্যশনাল আই ডি কার্ড দিয়ে দরখাস্ত করতে হবে।

    এর বাইরে যে কোনো মসজিদে যে কেউ ইতিকাফ করলে "অবৈধ মিটিং" করার অপরাধে জেল।

    http://www.doamuslims.org/?p=4020

      Comments:
    • আল্লাহ তায়ালা কখন কতটুকু করবেন উনি এটা জানেন। আমরা উনার উপর সন্তুষ্ট অবস্থায় ধর্য্য ধরে আছি।

    8-Jul-2015 10:56 pm

    8-Jul-2015 11:29 pm


    A computer glitch has halt NY Stock Exchange trading today, while another one grounded all United Airlines flights.

    Some evil genius is at work. Where is Austin Powers when we need him?

    8-Jul-2015 11:29 pm

    9-Jul-2015 4:38 pm


    হারাম শরিফের নতুন এক্সটেনশেন খুলে দেবার পর ছবি।

    9-Jul-2015 4:38 pm

    10-Jul-2015 10:44 am


    ‘‘ফিতরা’’ টাকা দ্বারা আদায় করলেও আদায় হয়ে যাবে। তার দলীল-
    مصنف ابن أبي شيبة (2/ 398)
    فِي إِعْطَاءِ الدَّرَاهِمِ فِي زَكَاةِ الْفِطْرِ
    10371 - حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زُهَيْرٍ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يَقُولُ: «أَدْرَكْتُهُمْ وَهُمْ يُعْطُونَ فِي صَدَقَةِ رَمَضَانَ الدَّرَاهِمَ بِقِيمَةِ الطَّعَامِ»
    অর্থ : হযরত যুহাইর (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ ইসহাক (রহ.) থেকে শুনেছি যে, তিনি বলেছেন, আমি সাহাবায়ে কেরাম (রা.) কে এই অবস্থায় পেয়েছি যে, তারা রমজানে সাদাকায়ে ফিতর খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন। ইবনে আবি শায়বা-২/৩৯৮, হাদীস-১০৩৭১। এটির সনদ সম্পূর্ণ সহীহ তথা প্রমাণযোগ্য।

    ✏ তেমনি ভাবে ইবনে আবী শায়বার মাঝে টাকা দ্বারা সাদাকায়ে ফিতর আদায় করার ব্যাপারে রয়েছে হযরত হাসান বসরী (রহ.) এর আসার-
    مصنف ابن أبي شيبة (2/ 398)
    10370 - حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، قَالَ: «لَا بَأْسَ أَنْ تُعْطِيَ الدَّرَاهِمَ فِي صَدَقَةِ الْفِطْرِ»
    অর্থ : হযরত হাসান বসরী (রহ.) বলেন, টাকা দ্বারা সাদাকায়ে ফিতর আদায় করার দ্বারা কোন সমস্যা নেই। ইবনে আবি শায়বা-২/৩৯৮, হাদীস-১০৩৭০।

    ✏ অনুরুপ ভাবে রয়েছে এ বিষয়ে হযরত ওমর (রা.) এর পক্ষ থেকে হযরত ওমর বিন আব্দুল আযীয (রহ.) এর প্রতি চিঠি-
    مصنف ابن أبي شيبة (2/ 398)
    10369 - حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ قُرَّةَ، قَالَ: جَاءَنَا كِتَابُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي صَدَقَةِ الْفِطْرِ «نِصْفُ صَاعٍ عَنْ كُلِّ إِنْسَانٍ أَوْ قِيمَتُهُ نِصْفُ دِرْهَمٍ»
    ইবনে আবি শায়বা-২/৩৯৮, হাদীস-১০৩৬৯।

    - মুফতি মোঃ ছানাউল্লাহ।

    10-Jul-2015 10:44 am

    10-Jul-2015 12:27 pm


    রোজা ভাঙ্গার যে কারনগুলো আমরা মুখস্ত করেছি তার মাঝে "মুখভরে বমি করলে... " এরকম কিছু একটা ছিলো।

    এক্সাক্টলি কি ছিলো সেটা ভুলে যাবার কারনে, অনেকে মনে করে মুখভরে বমি করলে রোজা ভেঙ্গে যায়।

    ঠিক কথা হলো:

  • বমি করলে রোজা ভাঙ্গে না। যত বমিই করুক না কেন।
  • বমি হবার সময়, বমি আবার উল্টো খেয়ে ফেল্লে রোজা ভেঙ্গে যায়। এখানে রোজা ভাঙ্গছে খাবার জন্য। বমি করার জন্য না।
  • অল্প বমি খেয়ে ফেল্লেও রোজা ভাঙ্গে না। অনেক খেয়ে ফেলতে হবে রোজা ভাঙ্গার জন্য।

    এখান থেকেই "মুখ ভরে বমি করে খেয়ে ফেল্লে" নিয়মটা এসেছে।

      Comments:
    • তারাবীর নামে হাদিয়া তুলে সেটার তিন ভাগের একভাগ ইমাম মুয়াজ্জিনকে দিয়ে দেয়া অন্যায় মনে হয়। পুরোটা হাফেজদের দেয়া উচিৎ ছিলো।

    10-Jul-2015 12:27 pm

  • 10-Jul-2015 2:31 pm


    একজনকে টাকা দিতে চেয়ে অন্য জনের হাতে টাকা দেয়া আমি সমর্থন করি না। এমন কি তারাবির হাফেজদের হাদিয়ার বাক্সে টাকা ফেলাও অপছন্দ করি। বাক্সের টাকার একটা বড় অংশ মসজিদ কমিটি হাফেজদের না দিয়ে অন্য কাউকে দেবে। ইমাম, মুয়াজ্জিন খাদেমের বেতন বা অন্য কোনো "ভালো কাজ" দেখিয়ে খরচ করবে।

    তাই যাকে দিতে চাই তার হাতে সরাসরি টাকা দেয়া পছন্দ করি। হাফেজদের দিতে চাইলে হাফেজদের হাতে সরাসরি। নচেৎ দেয়ার জন্য অন্য খাত খুজে নিতে হবে।

    10-Jul-2015 2:31 pm

    10-Jul-2015 2:53 pm


    আজকে সকালে জাকাতের কাপড় নিতে গিযে ২৭ জন মৃত।

    https://www.youtube.com/watch?v=29Z2LbRw-GY

      Comments:
    • ^ Yes.
    • কেন। কি হয়েছে?
    • ^ এজেন্টদের কাউকে জানাবেন না প্লিজ।

    10-Jul-2015 2:53 pm

    11-Jul-2015 12:37 am


    আমি স্বর্নের জাকাত দিতে হলে স্বর্ন আমার কতটুকু আছে তা মেপে এর ৪০ ভাগের একভাগ মধ্যম কোয়ালিটির স্বর্ন আলাদা করে ফেলতাম। এর পর ওটাকে জাকাত হিসাবে কাউকে দিয়ে দিতাম।

    এর পর স্বর্নের দাম কত? কিনা দাম নাকি বিক্রি দামে দেবো? সনাতন নাকি ক্যরেট? এই প্রশ্নগুলো অপ্রয়োজনীয় হয়ে যায়।

    এভাবে যদি দোকান থাকতো তবে প্রতি প্রকার মাল আলাদা করে এগুলোর ৪০ ভাগের এক ভাগ করে চাল, ডাল, চকলেট, বিস্কিট সব দিয়ে দিতাম।

    আর ক্যশ টাকা থাকলে ক্যশ টাকার ৪০ ভাগের এক ভাগ।

    এর মাঝে কোথাও শাড়ি কাপড় নেই। শাড়ি দিয়ে জাকাত দিতাম শুধু মাত্র আমার যদি শাড়ির দোকান থাকতো শুধু তবে।

    মানুষ ক্যশ টাকার জাকাত শাড়ি কিনে দিতে যায় কেন এটা আমার বুঝে আসে না। এবং প্রতি বছর এটা করতে গিয়ে এতগুলো মানুষ মরে।

      Comments:
    • গরিব বাচ্চারা পেতো, ইনশাল্লাহ। Mahmuda Rahman
    • ^ Some people age faster than others mama. :-)

    11-Jul-2015 12:37 am

    11-Jul-2015 12:43 pm


    Fasting in Ramadan this year. Around the world.

    This life will end. Pretty quickly. And the next life is, forever.

    Pictures in order: Afghanistan, Syria, Palestine, Burma.


    Afghanistan


    Syria


    Palestine


    Burma

      Comments:
    • কোন সাদ সাহেব? নিজামুদ্দিনের?
    • চুরি করে চিনি খাচ্ছিলো। এর পর তার মাম্মির কাছে ধরা খেয়ে একটা মুড নিয়েছে আরকি।
    • Never saw any picture of the interior of the Safa palace. Always saw it from the outside.

    11-Jul-2015 12:43 pm

    11-Jul-2015 11:02 pm


    Q. Name 4 heavy metals and their symbols.
    A. Metalica, Megadeath, Slayer, Anthrax.
    This post had an attachment, which is now missing
      Comments:
    • Apparently, two 220V relays, one 5V relay board with 4 relays and two three pin sockets.
    • Controller for water motors.
    • Historical pic. Recent কিছু না।
    • আলিমদের কাছ থেকে শুনা।
    • Funded by whom? Vegetarians?
    • We shall all move to the open field mama. As there is no point in sitting in the exam hall as soon as the exam is over.

      Time to pick up our result card from the examiner, and move to our permanent prized destination, forever.

    • ইমোশন গুলো যখন আসে তখন করেসপন্ডিং কবিতাগুলো মনে চলে আসে।

      নচেৎ সবকিছুই স্মৃতির বাইরে।

    • "ওমর ফারুক"

    11-Jul-2015 11:02 pm

    12-Jul-2015 3:17 pm


    রোজা এবার দেশে ২৯ টি হবে ইনশাল্লাহ। শুক্রবার সন্ধ্যায় চাদ দেখে শনিবার ঈদ।
      Comments:
    • উনাদেরকে একটা বিস্কিট দিলেই সব ঠিক হইয়া যাইবে বলিয়া আমার বিশ্বাস।
    • Domestic dispute এর সময় ফাইট চালিয়ে যাওয়া জায়েজ আছে। ফিতনার সময় জায়েজ নেই <--- আমার ধারনা। :-P
    • আমাকে টিফিন বিস্কুট দোকান থেকে আনতে বললে আমি এটা কিনে আনি।

      - আহনাফ ভাইয়ের নাম থেকেই কি আহনাফ মিডিয়ার নামকরন?

    • আমি মনে করেছিলাম বুজুর্গ মানুষের কেরামতি। ছবি তুললে ব্লেংক আসে।
    • But I have to learn it anyway. Need to give it 6 hours more.

    12-Jul-2015 3:17 pm

    13-Jul-2015 12:09 am


    "গতবছর আমার এক শ্রদ্ধেয় স্যার আমাকে ক্লাসের সামনে ডেকে বলেছিলেন একটা টপিক বুঝিয়ে দিতে। আমি আমার স্বভাবসুলভ গতিময়তা দিয়ে খুব তাড়াহুড়ো করে শুরু করতেই স্যার আমাকে থামিয়ে দিয়ে বললেন: আস্তে বাবা আস্তে, এটা তারাবির নামাজ না।”

    - Shonon

    13-Jul-2015 12:09 am

    13-Jul-2015 5:02 am


    এত কিছু পরও আমাদের জাভেদ কায়সার ভাই আবার খিলাফা নিয়ে লিখা আরম্ভ করেছেন। এদিকে আমি সুরা বাকারার "কুতিবা আলাইকুমুল কিতাল..." পড়ার সময় নিজের অজান্তেই গলার স্বর নিচু করে ফেলেছি পাছে আবার সরকারী লোক শুনে ফেলে কিনা।

    Difference has.

      Comments:
    • এতক্ষন পরে এই বিষয়ে অন দা টপিক একটা পোষ্ট পড়লাম। বিষয় এটাই। খুন হচ্ছে এ ভাবে বা এর থেকে নিষ্ঠুর ভাবে। আমরা কান্না করার সাহস পাই না। এখানে আমরা করতে পারছি কারন এর সাথে সরকারের ইমেজের সরাসরি সম্পর্ক নেই।

    13-Jul-2015 5:02 am

    13-Jul-2015 11:16 pm


    Prayers in Africa.

    13-Jul-2015 11:16 pm

    13-Jul-2015 11:37 pm


    While large portion of the world seems to be burning around us, I am finding this years Ramadan more peaceful, inwardly, than the average.

    Engaging in sole worship of Allah, in the time of civil strife carries a far greater reward for the muslim than any other time. There is a reason for that.

    13-Jul-2015 11:37 pm

    14-Jul-2015 3:23 pm


    বাংলা ফিলিমের কাহিনী। একসিডেন্টের পর একটা মেয়ের এক বছরের মেমোরি লস। পুরো লস না। নিজের বাড়ি আর বিয়ের কথা ভুলে গিয়েছে, বাকি সব মনে আছে। জেগে উঠে দেখে আমি কোথায়? আমার বিয়ের ছবি কোথা থেকে আসলো? আমার তো বিয়ে হয় নি। এরকম।

    http://www.independent.co.uk/news/world/americas/husband-plans-second-wedding-for-wife-who-lost-memory-in-accident-19-days-after-they-married-10386367.html?dsgf

    14-Jul-2015 3:23 pm

    15-Jul-2015 6:48 pm


    আজকে ইফতারি ৫২ তে। এক মিনিট আগে।
      Comments:
    • আম জনতার এখন ধারনা বসে নামাজ পড়া মানে চেয়ারে বসে নামাজ পড়া। আগেও কিছু কিছু লোক বসে নামাজ পড়তো। তারা কাতারের সাইডে মাটিতে বসে নামাজ পড়তো। এখন এদের সবার জন্য চেয়ার। মাটিতে বসে নামাজী আর দেখা যায় না।

    15-Jul-2015 6:48 pm

    16-Jul-2015 11:35 am


    Fred brings home 100 kg of potatoes, which consist of 99 percent water. He then leaves them outside overnight so that they consist of 98 percent water. What is their new weight?

    The surprising answer is 50 kg!

    https://en.wikipedia.org/wiki/Potato_paradox

    100 kg of potatoes, 99% water, means that there's 99 kg of water, and 1 kg of solids. It's a 1:99 ratio.

    If the water decreases to 98%, then the solids account for 2% of the weight. The 2:98 ratio reduces to 1:49. Since the solids still weigh 1 kg, the water must weigh 49 kg.

    16-Jul-2015 11:35 am

    16-Jul-2015 6:16 pm


    Hit by "Game Theory":

    Professor Dylan Selterman at the University of Maryland offered one of his classes the chance to get extra credit at the end of an online exam paper on social psychology - but it came with a rather meta caveat.

    The extra question read:

    "Select whether you want 2 points or 6 points added onto your final paper grade. But there's a small catch: if more than 10% of the class selects 6 points, then no one gets any points."

      Comments:
    • কাবা ঘড়ের ছাদে কোনো পাখি বসে না। যদিও আশে পাশে প্রচুর পাখি আছে।

    16-Jul-2015 6:16 pm

    16-Jul-2015 10:25 pm


    Ramadan 2015 In pictures.


    UAE.



    Pakistan. Praying on the roof to make time for new moon sighting.


    Iraq. In Abdur Kader Zilani Mosque.


    Seconds before the start of prayers.


    Pakistan. Enough food for four.


    Washing for prayers.

    16-Jul-2015 10:25 pm

    16-Jul-2015 11:53 pm


    Eid Mubarak.
      Comments:
    • না। পুরান ছবি।
    • আমাদের যুগে আমরা চাদ দেখতে আসমানে তাকাতাম। এখনকার ছেলেপেলেরা যে ঈদের চাদ ফেসবুকে খুজে, সেটা তো আগে জানতে হবে। :-P Mahmuda Rahman
    • Yes. তবে সম্ভবতঃ আপনার খালামনি। আমি আবার সম্পর্ক টম্পর্কের ইকুয়েশন একটু কম বুঝি :-P Chowdhury Saima Ferdous
    • "দোয়া রাইখেন!" <-- আল্লাহ তায়ালা যেন আপনার শপিংয়ে বরকত দান করেন।
    • প্রচন্ড জামের সময় গাড়ির ছেড়ে পায়ে হেটে গেলে দ্রুত যেতে পারবেন।
    • বৃষ্টি পড়াটা শবে কদর হবার একটা লক্ষন। বলছি না আজ রাতে কদর বা আজ রাতে শুধু বৃষ্টি পড়ছে।
    • সারা রমজান মাসে আল্লাহ তায়ালা যত বান্দার গুনাহ মাফ করেন, তত জনের গুনাহ আল্লাহ তায়ালা মাফ করেন রমজানের শেষ রাতে।

      আজ রাত হলো রমজানের শেষ রাত।

    16-Jul-2015 11:53 pm

    17-Jul-2015 3:22 am


    তাহাজ্জুদ পড়ার একটি নিয়ম:

    - আট রাকাত পড়তে হয়। দুই রাকাত দুই রাকাত করে। চার রাকাতের পর একটু বিশ্রাম দোয়া তসবিহ।

    - অপটিমাম হলো এই আট রাকাতে কোরআন শরিফ থেকে ১ পারা পড়া। কিরাত শোনা যায় এমন উচু স্বরে পড়া। যদি কারো ঘুমের কষ্ট না হয়।

    - দ্রুত তিলওয়াতে এক পারার বেশি পড়ার থেকে একটু ধীর স্থির ভাবে এক পারা পড়া ভালো।

    - তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার আগে রাসুলুল্লাহ ﷺ প্রথমে দুই রাকাত নামাজ সংক্ষেপে পড়ে নিতেন। কাফিরুন ও ইখলাস দিয়ে সংক্ষেপে নামাজ পড়া যায়।

    - নামাজ শেষে বিতির। বিতিরের তিন রাকাত নামাজে যথাক্রমে সাব্বিহিসমা, কাফিরুন আর ইখলাস পড়া। তৃতীয় রাকাতের দোয়া কুনুতের পর দোয়াকে ইচ্ছামত লম্বা করা যায়।

    - বিতিরের পর আবারো সংক্ষেপে দুই রাকাত পড়ে নামাজ শেষ করা।

    - সব মিলিয়ে ১ ঘন্টা সময় লাগবে।

    - শেষ রাতে পড়তে চাইলে রাত দেড়টার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়।

    - একটা মত হলো, যারা পড়ে না তাদের জন্য এটা নফল। কিন্তু যারা পড়ে তাদের জন্য এটা ওয়াজিব হয়ে যায়। তাই রেগুলারিটি মেন্টেইন করা।

      Comments:
    • ওয়া লাইকুমুস সালাম। রাফির চাচ্চুকে দেখেও ভালো লাগছে :-P
    • পুরানো মসজিদগুলো এই আর্কিটেকচারে হয়। নতুন মসজিদগুলো বিশাল করে করলেও কলাম থাকে কম।

    17-Jul-2015 3:22 am

    17-Jul-2015 11:34 am


    ছিল আমার জরীর জামা কত ঝলমইলা
    মাওলা তুমি কাইরা নিয়া ছালা পিন্দাইলা।

    রাস্তা বড় লম্বা দেইখা কান্দি যারে যার
    মাওলা তুমি কান্ধে নিয়া করবা নাকি পার?

    আমি চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙ্গিলা
    মাওলা, তোমার নুরানী তীর হটাৎ মারিলা
    মাওলা, আন্ধা করিলা ।।

      Comments:
    • Nice catch :-)
    • "এসো ছরফ শিখি" আর "এসো নাহু শিখি" -- উনার এ দুটো বই পড়েছিলাম।

    17-Jul-2015 11:34 am

    17-Jul-2015 1:53 pm


    রমজান মাসে রোজা রাখার কথা বলে আল্লাহ তায়ালা আয়াতটা শেষ করেছেন "ওয়া লি তুকাব্বিরাল্লাহ আলা মা হাদা কুম, ওয়া লাআল্লাকুম তাশকুরুন" বলে। সুরা বাকারায়।

    মোটা মুটি অর্থ: যেন, আল্লাহ তায়ালা যে তোমাদের পথ দেখিয়েছেন সে জন্য তোমরা "আল্লাহু আকবার" বল আর শুকরিয়া আদায় কর।

    এ থেকে আমরা রমজানের শেষে বলি: আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

    হিদায়া আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটা উপহার। উনি যাকে দেন। এ নিয়ামতের জন্য আমরা আল্লাহকে সবচেয়ে বড় বলি। আর আমরা উনার হামদ আদায় করি।

      Comments:
    • দরসি কিতাব আরবীতে লিখা হয়। অথবা বেশি হলে উর্দুতে। এ দুটো বই বাংলায় :-P

    17-Jul-2015 1:53 pm

    17-Jul-2015 6:30 pm


    দুপুর সোয়া বারোটায় আজান দিচ্ছে কেন অবাক হলাম। আমার ঘড়ি স্লো নাকি আহলে হাদিস মসজিদের কাছে এসেছি? এর পর খেয়াল হলো আজকে শুক্রবার। মনেই ছিলো না।

    সন্ধার দিকে খেয়াল হলো আজকে ইফতারিও করতে হবে। আজকে যে রোজা সেটাও খেয়াল ছিলো না।

    ঈদে ধরেছে। বুঝলাম। :-P

    17-Jul-2015 6:30 pm

    17-Jul-2015 9:33 pm


    Happy Birthday মিলন ভাই.

    আমি ফাস্ট :-)

      Comments:
    • লা মাজহাবীদের যে ধারাটা কুরআনিয়ান ঘেষা তাদের মতে সেহরি ইফতারের পার্থক্য যদি ৬ ঘন্টার কম হয় তবে ৬ ঘন্টা ধরে অথবা মক্কার সময় ধরে রোজা করতে হবে।

      ইউরোপের যত উত্তরে যাবেন এদের সংখ্যা তত বেশি।

    17-Jul-2015 9:33 pm

    18-Jul-2015 5:39 am


    আজকে মসজিদের ভেতর ঈদের নামাজ জায়েজ। বৃষ্টি বলে। :-)

    বৃষ্টি না থাকলেও ঢাকাতে যে মাঠে নামাজ পড়া যেতো তাও না।

      Comments:
    • মাজার পন্থির মেগনিচিউড এর উপর নির্ভর করে। সিজদা জায়েজ টাইপের মাইজভান্ডারীর পেছনে আমি কখনো নামাজ পড়বো না। তবে বেরলভীর পেছনে ফিতনা এড়ানোর জন্য নামাজ পড়বো।

    18-Jul-2015 5:39 am

    19-Jul-2015 1:55 pm


    রমজান শেষ, ঈদও শেষ। এখন Back to politics. :-P
      Comments:
    • এক সময় ঢাকায়ও এরকম হতো । ঈদের পরের দিন এই সমস্যাটা প্রকট। বিশেষ করে কোরবানীর ঈদের পরদিন। ইমাম নেই, মুয়াজ্জিন নেই, হেড খাদেমও নেই। নামাজের আরম্ভের সময় পার হয়ে যাবার পর মসজিদের ভেতর ঘুমিয়ে থাকা এসিসটেন্ট খাদেমের ঘুম ভাঙ্গিয়ে মসজিদ খুলে আজান দিয়ে তিন চার জনে নামাজ।
    • ভালো উদ্দোগ মিলন ভাই। কিন্তু পুকুরের ছবিটা দিলে আরো খুশি হতাম।

    19-Jul-2015 1:55 pm

    21-Jul-2015 6:24 pm


    আগের গাড়ি। এখন শুধুই স্মৃতি।

    21-Jul-2015 6:24 pm

    21-Jul-2015 9:38 pm


    ফিতনা যতই ছড়াতে থাকে ততই আরো বেশি চুপ করে যেতে হয়। যে যত চুপ করে যেতে পারবে সে তত বেশি সোয়াব পাবে।

    আল্লাহ তায়ালা আমাকে যেন --- যে ব্যক্তি ধৈর্য ধরলো আর চুপ থাকলো তাদের একজন করেন।

    নিজেকে এত বেশি হকপন্থি মনে করা, যে অন্য সকল মুসলিমদেরকে পথভ্রান্ত মনে করে ঘৃনা করতে থাকা --- এ অবস্থা থেকে রক্ষা করেন।

    আমাকে জালেম হওয়া থেকে রক্ষা করেন, এবং মজলুম হওয়া থেকে রক্ষা করেন।

    দিনের শেষে আমরা উনার দিকে ফিরে যাবো। আমি সাক্ষি দিচ্ছি উনি ছাড়া কোনো ইলাহ নেই।

    21-Jul-2015 9:38 pm

    22-Jul-2015 6:48 am


    Only the orange colored countries drive on the left while the rest of the world drives on the right.
      Comments:
    • (Y)

    22-Jul-2015 6:48 am

    24-Jul-2015 6:05 am


    True vs Truth

    24-Jul-2015 6:05 am

    24-Jul-2015 10:54 pm


    অভিনেতা অনন্ত জলিল, ক্রিকেটার তামিম ইকবাল আর সৈয়দ ওয়াসিফের ছেলে ওসামা। তিন দিনের জামাতে তবলিগে, গুলশান আজাদ মসজিদ। এই বছর মে মাসে, ২০১৫ তে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ছবিটা সত্যি, গিয়েছিলেন সত্যি। কিন্তু এর পর ডিটেলস যা লিখা হয়েছে সেটা ঠিক নাও হতে পারে। অনন্ত জলিল অভিনয় ছেড়ে দেবেন এটা এত তাড়াতাড়ি বোঝা যাবে না।
    • মনে হয় নোকিয়া 1100 এর ক্যমেরা দিয়ে তোলা।

    24-Jul-2015 10:54 pm

    25-Jul-2015 11:22 pm


    আয়রে আমার পাশে আয় মা মনি
    এ হাতটা ভাল করে ধর এখনি
    হারানো সেদিনে চল চলে যাই
    ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি।।

    Nostalgia তে ভুগছি? অতীতের স্মৃতিচারন যদি অন্তরে ইমোশন আনে। তবে আমাকে স্মরনে রাখতে হবে যে বর্তমান দিনগুলোও আর কিছুদিন পর অতীত হয়ে যাবে। এবং তখনও মনে হবে এই দিনগুলো কত ভালো ছিলো।

    তাই এখন কতটা কষ্টে আছি সেটা সমস্যা না। সমস্যা হলো বর্তমান দিনের ভালো জিনিসগুলো বুঝে উঠতে যে আমার দশ বিশ বছর লেগে যায়, সেটা।

      Comments:
    • ^ অপনার ভাগেরটাও কেউ খেয়ে ফেলেছে লাভলু ভাই :-P

    25-Jul-2015 11:22 pm

    27-Jul-2015 12:12 am


    উনার "পম গানা" নিয়ে প্রচন্ড হাসা-হাসি, গিবাহ, হোটেলে রেস্তোরায় অপমান -- এসবের মাঝে উনি যেভাবে ধর্য্য ধরে ছিলেন এবং মানুষের সাথে রাগ না করে ক্ষমা আর ভালো ব্যবহার করে যাচ্ছিলেন এর পর আল্লাহ তায়ালার তরফ থেকে উনাকে কিছুটা উপরে উঠানো আমি আশা করছিলাম।

    https://www.youtube.com/watch?v=ZhIEou8sM2g

      Comments:
    • এক যুগে বেশির ভাগ খবর থাকতো "প্রেমিকার" আত্মহত্যা, মানে মেয়েটার। আর এ যুগে বেশির ভাগ খবর হলো "প্রেমিকের" আত্মহত্যা। ছেলেরা তাদের পৌরষত্ব হারিয়ে ফেলছে। ফেমিনিজমের সাইড ইফেক্ট।

    27-Jul-2015 12:12 am

    27-Jul-2015 3:46 pm


    Self Reminders:
  • মানুষের খারাপ কথার জবাবে যদি চুপ থাকতে না পারি তাহলে জীবনে উন্নতি করতে পারবো না। "তাকে হক কথা বলতে হবে" বা "তাকে শিখাতে হবে" এসব কথা দিয়ে শয়তান যেন আমাকে বিপথগামি না করে।

    - কারো পাপের বিচার করা আমার কাজ না। এটা আল্লাহর কাজ। আমার নিজের বিচার আমার সামনে। তাই "এই কাজের জন্য তাকে আল্লাহ তায়ালা আযাব দেবে" এটা ধারনা করাও ভুল।

    - আমার অন্তর জুড়ে যদি শুধু ঘৃনা থাকে তাহলে ওটাই আমাকে ধ্বংশ করে দেবে। আমর শত্রুর আর আমার বিরুদ্ধে কিছু করার দরকার নেই।

    ডান দিক আর বাম দিকের মাঝে সরল রাস্তা। আল্লাহ তায়ালা আমাদের এই রাস্তার উপর রাখেন।

      Comments:
    • আইয়ামে বিদ এর বাংলা অর্থ দাড়ায়, "সাদা রংয়ের দিনগুলো"

    27-Jul-2015 3:46 pm

  • 27-Jul-2015 10:21 pm


    "Nothing deterred you
    Neither defeat, nor loss.
    Until this community of Islam
    Was set among the stars."

    https://www.youtube.com/watch?v=t8dGisCH-HA

      Comments:
    • ^ ছাগলে আমার এলার্জি নেই।

    27-Jul-2015 10:21 pm

    29-Jul-2015 5:43 pm


    তালিবানদের নেতা মোল্লা ওমর মারা গিয়েছেন। এটা আজকের খবর।

    https://gma.yahoo.com/taliban-leader-mullah-omar-died-afghan-officials-105317136--abc-news-topstories.html

      Comments:
    • ইনঅথেকটিক হলে খবরটার আর কোনো ফলোআপ পাওয়া যাবে না। এখান থেকে খবরটা ছোটো হয়ে যাবে।
    • হুম। মরালিটির ব্যপারে কি বললো? সাইড দিয়ে কিন্তু আইএস আসার ভয় আছে।
    • ওকে। দেখি কোন দিকের পানি কোন দিকে গড়ায়। :-P
    • কেডা ব্লক দিছে? তানভীর ভাই নাকি আমি? Mohammad Zahidul Alam
    • আপনে উল্টা পাল্টা কমেন্ট করলে তো ব্লক করবোই।
    • নিশ্চই কইছেন।
    • তবে হানাফি মাজহাবে মুরতাদ না হলে, শুধু নাস্তিক হবার অপরাধে হত্যা বা শাস্তি দেবার হুকুম নেই। ঠিক?
    • কোনো কিছু নিয়ে ইসলামের কোনো মাথা ব্যথা নেই। ভুল বুঝেছেন ভাই।
    • হানাফি মাজহাবে কি আছে সেটা জেনে আমি অনুসরন করি।
    • ^ জানি না। কারন আমি আলেম না।
    • কারন "মাথা ব্যথা" কথাটা কেমন বেখাপ্পা লাগছিলো তাই। অন্য কোনো অর্থ নেই। জাজাকাল্লাহ। Samiur Rahman Piyal

    29-Jul-2015 5:43 pm

    30-Jul-2015 9:55 pm


    মুল্লা ওমরের মৃত্যু তালিবানগন কনফার্ম করেছেন। এবং তালিবানদের নেক্সট নেতা এপোয়েন্টেড হয়েছেন মনসুর।
    মনসুর?
    নামটায় একটা ঘন্টা বেজে উঠলো। কিছু এলার্ম। প্রকাশ না করে একটু কষ্ট করে হলেও ঢোগটা গিলে ফেললাম। :-P

    http://www.bbc.com/news/world-asia-33721074

    http://www.bbc.com/news/world-asia-33721074

    30-Jul-2015 9:55 pm

    30-Jul-2015 9:59 pm

    31-Jul-2015 10:49 am


    Remember the judge that recognized her classmate in the court last month? Well, looks like the same thing happened again with the same judge. It's deja vu all over.

    https://www.youtube.com/watch?v=MJfD6C3vOWQ

    https://www.youtube.com/watch?v=MJfD6C3vOWQ

      Comments:
    • ফেসবুকে যখন এই হাদিসগুলোকে নিয়ে বর্তমান জামানার কোনো না কোনো দলের সাথে লাগিয়ে প্রচার চলছে, তখন অনেক দিন পর একটা সঠিক বর্ননা পড়ে ভালো লাগলো। জাজাকাল্লাহ।

    31-Jul-2015 10:49 am