Post# 1436343901

8-Jul-2015 2:25 pm


ক্বদরের রাত্রটা প্রতি বছর ২৭ এ পড়ে না। কোনো বছর ২১শে কনো বছর ২৩শে কোনো বছর ২৭শে এরকম হয়। তাই শেষ ১০ দিনের প্রতি রাতে ক্বদরের জন্য ইবাদত করলে ক্বদর পাওয়া নিয়ে সন্দেহ থাকে না।

আরবরা প্রতি বছরে কোন রাতে ক্বদর হয়েছে সেটা বের করার জন্য বিজোড় তারিখগুলোর সকালের সূর্যদয়ের ভিডিও ইউটুবে আপলোড করে। ক্বদরের পরের সকালের সৃর্য হয় ঘোলা।

এরকম একটা ভিডিওর লিংক নিচে। এটা ১৪৩০ হিজরির [২০০৯ সাল] ২৩ তারিখের সকালের সুর্য। সাইড বারে related এ খুজলে আরো অনেক পাবেন।
https://www.youtube.com/watch?v=8jofXVpZd3c

https://www.youtube.com/watch?v=8jofXVpZd3c

8-Jul-2015 2:25 pm

Published
8-Jul-2015