রমজান মাসে রোজা রাখার কথা বলে আল্লাহ তায়ালা আয়াতটা শেষ করেছেন "ওয়া লি তুকাব্বিরাল্লাহ আলা মা হাদা কুম, ওয়া লাআল্লাকুম তাশকুরুন" বলে। সুরা বাকারায়।
মোটা মুটি অর্থ: যেন, আল্লাহ তায়ালা যে তোমাদের পথ দেখিয়েছেন সে জন্য তোমরা "আল্লাহু আকবার" বল আর শুকরিয়া আদায় কর।
এ থেকে আমরা রমজানের শেষে বলি: আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
হিদায়া আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটা উপহার। উনি যাকে দেন। এ নিয়ামতের জন্য আমরা আল্লাহকে সবচেয়ে বড় বলি। আর আমরা উনার হামদ আদায় করি।
- Comments:
- দরসি কিতাব আরবীতে লিখা হয়। অথবা বেশি হলে উর্দুতে। এ দুটো বই বাংলায় :-P