একজনকে টাকা দিতে চেয়ে অন্য জনের হাতে টাকা দেয়া আমি সমর্থন করি না। এমন কি তারাবির হাফেজদের হাদিয়ার বাক্সে টাকা ফেলাও অপছন্দ করি। বাক্সের টাকার একটা বড় অংশ মসজিদ কমিটি হাফেজদের না দিয়ে অন্য কাউকে দেবে। ইমাম, মুয়াজ্জিন খাদেমের বেতন বা অন্য কোনো "ভালো কাজ" দেখিয়ে খরচ করবে।
তাই যাকে দিতে চাই তার হাতে সরাসরি টাকা দেয়া পছন্দ করি। হাফেজদের দিতে চাইলে হাফেজদের হাতে সরাসরি। নচেৎ দেয়ার জন্য অন্য খাত খুজে নিতে হবে।