মসজিদে বিতিরের নামাজের সময় কারেন্ট চলে গেলো। এসি চলছিলো। তাই দরজা জানালা বদ্ধ। বদ্ধ রুম দ্রুত গরম গয়ে গেলো। কোনো রকমে বিতিরের নামাজের সালাম ফিরিয়ে দৌড়ে বেরিয়ে এলাম। বারান্দার ঠান্ডায় নফল পড়ার জন্য।
এবংআবিস্কার করলাম বাইরে বারান্দা আরো গরম। যেনো আগুনের হলকা। দরজার ফাক দিয়ে ভিতেরের এসির যতটুকু বাতাস আসছিলো ততটুকুই মনে হচ্ছিলো কত শান্তি।
অথচ একটু আগে এর ভেতরে মনে হচ্ছিলো প্রচন্ড গরম।
Human nature.
- Comments:
- এতদিন জানতাম মাজহাব দুটো আছে "সহি মাজহাব" আর "হানাফি মাজহাব"। এবার আপনি দিলেন আবার কনফিউশনে ফেলে। অন্য দলকে তাহলে কি ডাকবো?
- ট্যগ করতে অনুমতি লাগে এটা নতুন জানলাম।