Post# 1436742130

13-Jul-2015 5:02 am


এত কিছু পরও আমাদের জাভেদ কায়সার ভাই আবার খিলাফা নিয়ে লিখা আরম্ভ করেছেন। এদিকে আমি সুরা বাকারার "কুতিবা আলাইকুমুল কিতাল..." পড়ার সময় নিজের অজান্তেই গলার স্বর নিচু করে ফেলেছি পাছে আবার সরকারী লোক শুনে ফেলে কিনা।

Difference has.

    Comments:
  • এতক্ষন পরে এই বিষয়ে অন দা টপিক একটা পোষ্ট পড়লাম। বিষয় এটাই। খুন হচ্ছে এ ভাবে বা এর থেকে নিষ্ঠুর ভাবে। আমরা কান্না করার সাহস পাই না। এখানে আমরা করতে পারছি কারন এর সাথে সরকারের ইমেজের সরাসরি সম্পর্ক নেই।

13-Jul-2015 5:02 am

Published
13-Jul-2015