Post# 1437081749

17-Jul-2015 3:22 am


তাহাজ্জুদ পড়ার একটি নিয়ম:

- আট রাকাত পড়তে হয়। দুই রাকাত দুই রাকাত করে। চার রাকাতের পর একটু বিশ্রাম দোয়া তসবিহ।

- অপটিমাম হলো এই আট রাকাতে কোরআন শরিফ থেকে ১ পারা পড়া। কিরাত শোনা যায় এমন উচু স্বরে পড়া। যদি কারো ঘুমের কষ্ট না হয়।

- দ্রুত তিলওয়াতে এক পারার বেশি পড়ার থেকে একটু ধীর স্থির ভাবে এক পারা পড়া ভালো।

- তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার আগে রাসুলুল্লাহ ﷺ প্রথমে দুই রাকাত নামাজ সংক্ষেপে পড়ে নিতেন। কাফিরুন ও ইখলাস দিয়ে সংক্ষেপে নামাজ পড়া যায়।

- নামাজ শেষে বিতির। বিতিরের তিন রাকাত নামাজে যথাক্রমে সাব্বিহিসমা, কাফিরুন আর ইখলাস পড়া। তৃতীয় রাকাতের দোয়া কুনুতের পর দোয়াকে ইচ্ছামত লম্বা করা যায়।

- বিতিরের পর আবারো সংক্ষেপে দুই রাকাত পড়ে নামাজ শেষ করা।

- সব মিলিয়ে ১ ঘন্টা সময় লাগবে।

- শেষ রাতে পড়তে চাইলে রাত দেড়টার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়।

- একটা মত হলো, যারা পড়ে না তাদের জন্য এটা নফল। কিন্তু যারা পড়ে তাদের জন্য এটা ওয়াজিব হয়ে যায়। তাই রেগুলারিটি মেন্টেইন করা।

    Comments:
  • ওয়া লাইকুমুস সালাম। রাফির চাচ্চুকে দেখেও ভালো লাগছে :-P
  • পুরানো মসজিদগুলো এই আর্কিটেকচারে হয়। নতুন মসজিদগুলো বিশাল করে করলেও কলাম থাকে কম।

17-Jul-2015 3:22 am

Published
17-Jul-2015